নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
কী করে করবো যে জয় তোমার পাষাণ হৃদয়
কী করলে দেবে রায় জানতে এ মন চায় ।
মুখের উপর অকপটে বলে দিই সব
আমার কথায় হয় যদি কষ্ট অনুভব,।
যদিও আমি রাখিনা কিছু মনে —
যদিও আমি বাসি ভালো প্রতিক্ষণে —
যদিও আমার নেই তেমন কোন অবদান
সামর্থ্যও নেই যে তেমন বলার মতো
আমার শুধু আছে উপস্থিতি অথবা অভিমান;
আর তোমাদের মনে দুঃখ দেয়ার ক্ষত- সতত
তোমাদের হাসি খেলায় অবাধ বিচরণ।
তোমরা যদি মুক্ত হতে চাও আমার থেকে
এবার বলে দিতে পারো —
এবার করে দিতে পারো — বিদায়
আমি রইবোনা আর অযাচকের মতো
রইবো না হয় দূরে সরে!
তোমরা যদি তবুও ভাবো নিরাপদ
আমার উপদ্রব থেকে
তাতেই যে আমার খুশি
তোমাদের মতামতে সতত আমার কদমবুচি।
কাছে যদি আসতে পারি পারবোগো দূরে থাকতে
ভালোবাসার জন্য মানুষ পারে যে সব করতে
বাঁচতে কিংবা মরতে, ভাসতে অথবা ডুবতে
কাছে আসতে অথবা দূরে সরে থাকতে...
১৫ ই মে, ২০২৩ সকাল ১০:০১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।
নিরন্তর শুভকামনা ।
২| ১৪ ই মে, ২০২৩ দুপুর ১২:৩৬
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
১৫ ই মে, ২০২৩ সকাল ১০:০১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।
নিরন্তর শুভকামনা ।
৩| ১৪ ই মে, ২০২৩ বিকাল ৩:৫১
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে
১৫ ই মে, ২০২৩ সকাল ১০:০১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।
নিরন্তর শুভকামনা ।
৪| ১৪ ই মে, ২০২৩ বিকাল ৪:৪৬
রানার ব্লগ বলেছেন: কবিতা ভালো লেগেছে ।
১৫ ই মে, ২০২৩ সকাল ১০:০১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।
নিরন্তর শুভকামনা ।
৫| ১৫ ই মে, ২০২৩ বিকাল ৫:৫২
শুভ্রকথা শুভ্রর দিনলিপি বলেছেন: ভয়ংকর সুন্দর বিমূর্ত বেদনা।
©somewhere in net ltd.
১| ১৪ ই মে, ২০২৩ সকাল ১১:৪৫
জটিল ভাই বলেছেন:
সুন্দর।