নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
এ যে আমার ন্যয্য অধিকার
তোমাকে ঘিরে সজ্জিত
যত রূপ সুখ ঐশ্বর্য্য আছে
সবই যেন— শুধু আমার।
মনে হয় বিলম্ব আর নয়,
সময় এসোছে মোরা দুজনে কাছে আসার
এখনই আসবে নেমে বুঝি ঋতুরাজ বসন্ত
এখনই যেন তুমি করবে পাঠ ভালোবাসা মন্ত্র,
অনন্ত পৌরুষ লয়ে—
আমি হবো নৌকোমাঝি— তুমি উতলা ঢেউ
সারা দিবারাতি ভাসবো মোরা দুজনে গভীর চুম্বনে
মানবো না— কোন ঘূর্ণিঝড় টর্নেডো বাঁধার পাহাড়
গড়বো মোরা সুখের দোসর— আনন্দ সঙ্গমেে,
এই অবণীর পরে।
পৃথিবীটা যেন তারই প্রতীক্ষায়
রয়েছে অনন্ত কাল ধরে—
প্রেম স্নাত হবো শুধু তুমি— আমি
বসন্ত তাই আসবে নেমে ধরায়।
এসো হে— সাধনা আমার
এসো হে— সুন্দর
এসো এই বুকে এ যে তৃষিত অন্তর—মম
এইখানে আছে একটা হৃদয় সাগর
ঐখানে যেন আমার— অনন্ত সাঁতার
৩১ শে অক্টোবর, ২০২৩ দুপুর ২:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: জানালা আছে।
আসলেই বাহিরে চোখ তুলে তাকানোর বিষয়টি ভেবে দেখার মতো।
বাহিরে সবকিছু সুন্দর। তবে সাম্প্রতিক সময়ে কিছু ভাঙা কাচের টুকলো চোখে পড়ে খুব।
২| ২৪ শে অক্টোবর, ২০২৩ রাত ১২:২১
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
৩১ শে অক্টোবর, ২০২৩ দুপুর ২:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৩| ২৪ শে অক্টোবর, ২০২৩ সকাল ৯:৫৬
সোহানী বলেছেন: কবি কি নতুন করে প্রেমে পড়েছে
৩১ শে অক্টোবর, ২০২৩ দুপুর ২:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: কি বলবো আমি তো প্রেমে পড়িনি প্রেম আমার উপরে পড়েছে।
©somewhere in net ltd.
১| ২৩ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৫:৪৯
সোনাগাজী বলেছেন:
আপনার ঘরে জানালা আছে? বাহিরের কিছু চোখে পড়ে?