নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

প্রাপ্তি

০৬ ই নভেম্বর, ২০২৩ সকাল ১০:৩৪

গতরাতে মনের মাঝে —
কতো কথা যে কবিতার চরণ হয়ে
অবিরাম বাজতে থাকে,
নাচতে থাকে খেলতে থাকে হাসতে থাকে — অচিন সুরে
ফুসরত মিলেনি আর।
তাইতো হলোনা লেখা — কোন কবিতা
এমনি করে — অতীতেও যে হারিয়ে গেছে কত কথা!
সময়ের অতল গহবরে।
তোমাকে তাই আর হয়নি বলা — কবিতা লেখার ছলে
নিষিদ্ধ গন্দমের মতো হতে পারে যে তা ক্ষতিকর
তবু আমি ছিলাম বদ্ধ পরিকর ..
তোমাকেই যে বলতে হবে..
জানোতো কবিতা পড়ার নেশা মোর
. কবিতা পড়ে — প্রেমের উদাত্ত আহবানে
কবিতা পড়ে ধরতে পারি যেন
অধরা যা আছে তার সবই —
তাইতো হয়েছি কবি।
তবুও কেন যেন ফুসরত মেলে না আর
আগের মত করে শুধু ঝরা শিউলি ফুলের মতো যায় ঝরে
অনেক ভোরের নির্জনতায় ।
আছে কী গো মোর সেই — অধিকার
সংসারের যাতা কলে চাপা পড়ে।
ভালোবাসার ভস্ম উড়ে — ধূলি ধূসরিত বিষন্ন ধরে
মনের মাঝে বাজে বিষন্ন সুরে, সেই একই কথা
বারেবার — আছে কী মোর অধিকার।
শুধু কবিতা পড়তে পারি
মনে মন বাঁধতে পারি — তোমায় কীর আর ধরতে পারি
বাহুবন্ধনে মোর অপার প্রেমের দোসর হয়ে।
কবিতা লিখে হৃদয় জয় করতে পারি
সুদীর্ঘ এক যুগ সাধনা শেষে — চূড়ান্ত প্রাপ্তিযোগ
অপ্রাপ্তির ঋণে নূয়ে পরা ইচ্ছে বৃক্ষ মোর
কলেবরে বেড়ে বেড়ে ছুঁয়ে দেয় অনন্ত আকাশ যেন..

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই নভেম্বর, ২০২৩ সকাল ১১:৫১

মরুভূমির জলদস্যু বলেছেন:
- চমৎকার।

০৬ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:১৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

২| ০৬ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৪৮

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

০৬ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:১৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

৩| ০৬ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:০৪

স্প্যানকড বলেছেন: ওসব বিষন্নতার কথা বলে লাভ নেই । কবিতা ভালো হয়েছে। ভালো থাকবেন আনন্দে থাকবেন।... :)

০৬ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:১৮

সেলিম আনোয়ার বলেছেন: বিষন্নতা ঘুড়ি উড়ে হৃদয় জুড়ে
ইচ্ছে ঘুড়ির উড়াউড়ি কোন সুদূরে


কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৪| ০৭ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১:৪১

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

আমি চাই আপনি কবিতার বাইরে অন্য কিছু লিখুন।

৫| ০৮ ই নভেম্বর, ২০২৩ সকাল ১০:৪৭

নাহল তরকারি বলেছেন: সুন্দর লেখা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.