নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

ফিলিস্তিন

০৭ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:২০



যেখানে নিমিষেই মৃত্যু এসে ছিনিয়ে নিয়ে যায়
জন্মলগ্ন থেকেই যেখানেমানুষকে লড়তে শেখায়
অসম এক সমর— অসীম সাহসীকতায় ।
মৃত্যু থেকে যারা বেহেশতের খুশবো খুঁজে
জন্মের পূর্বেই যেখানে অনেক শিশু থাকে পিতৃহীন
বারুদের গন্ধ শুকে শুকে শবের মিছিলে দাফনে কবরে
যাদের নিত্য আনাগোনা স্বাধীনতার মর্ম তারা বুঝে।

স্বাধীনতা চাই স্বাধীনতা চাই বলে আর্তচিৎকারে
যেখানে নিয়ত কেঁপে ওঠে শহীদের রক্তস্নাত ভূমি
সেখানে জন্ম ভালোবাসা প্রেম যেন শুধুই কল্পনা
অথচ মানবের মতো করে—
তাদেরও যে আছে বাঁচার অধিকার।

সেখানে এখনো তীব্র খাদ্য সংকট
সুপেয় পানির প্রচন্ড অভাব— মানবেতর জীবন
ক্ষুধায় তৃষ্ণায় কাতর হয়ে বাস করার অযোগ্য স্থানে থেকে
তারা আছে সতত প্রচেষ্টায়, একটি স্বাধীন ফিলিস্তিন কাম্য সবার।

হয়তো এখন সেখানে বাতাসেও ভেসে বেড়ায় বিষ
তারা অকাতরে মৃত্যুকে করে আলিঙ্গন
সুপ্রিয় মাতৃভূমির জন্য কত যুগ ধরে
তাদের এই আমরণ সংগ্রাম অভিযান— চলছে চলছে চলছে..

ভোগ বিলাসে মত্ত মানুষেরা
তা বুঝবে কী আর?
তাদের আত্নত্যাগ কষ্ট ক্লেশ ব্যথা ভরা প্রাণ।

তারা শুধু প্রেরণা হতে পারে মুক্তিকামী বিপ্লবী জনতার।

বিপ্লব করে না প্রতারণা কোন
তাদের এই আত্নত্যাগ হতে পারে অধিকার বঞ্চিত মানুষের
সংগ্রামের অনুপ্রেরণা।
একদিন জয় আসবেই তাদের মানুষের পৃথিবীতে।
মানব ও মানবিকতা হত্যাকারি দানব ইসরাইলী সন্ত্রাস
যেন নিক্ষেপিত হয় সাগরের অতলে।
সারা পৃথিবী জুড়ে ফিলিস্তিন এখন- একটি চেতনার নাম।
ফিলিস্তিনের হে নির্যাতিত রমনী শিশু নর
তোমাদের জন্য সতত প্রার্থনা চির কল্যাণকর।
তোমরা যেন করতে পারো জয় — হতে পারো মুক্ত বলাকা
মানুষের অধিকার লয়ে।
তোমাদের সংগ্রামে ধ্বসে পড়ুক সন্ত্রাসী শকুনি ইসরাইল।

অতীতে স্রষ্টার আদেশ অমান্য করে যুদ্ধ করেনি তারা
অথচ আজ তারা ভীষণ যোদ্ধা — মানবতার বিরুদ্ধে গিয়ে
ওরাতো আসলে নাফরমান।

ফিলিস্তিন জয় হোক তোমাদের— লয় হোক শয়তানের আস্তানা
তোমাদের জয়ে জয়ী হবে যে বিশ্বমানবতা। পৃথিবী হবে নিরাপদ।
ইসরাইল মানবতার ঘোরতর শত্রু —
গাজা রামাল্লা স্বাধীন হোক স্বাধীন হোক প্যালেস্টাইন ।





ছবি: নেট থেকে

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৭ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৫১

নজসু বলেছেন:



০৭ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:২০

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ কমেন্টে ।

২| ০৭ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১:৩০

স্প্যানকড বলেছেন: মার্কিন এম্বাসিতে কবিতাটা পাঠায় দেন প্লিজ । ভালো থাকবেন।

০৭ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:২২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর মন্তব্য। এটা এখন বিশ্বব্যাপী গণদাবি ।

৩| ০৭ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৫৯

রাজীব নুর বলেছেন: ধর্মীয় কারনে আজ ফিলিস্তিনিদের এই অবস্থা।

০৯ ই নভেম্বর, ২০২৩ সকাল ১০:৩০

সেলিম আনোয়ার বলেছেন: ধর্মীয় কারণ কী অন্য কোন আরব রাষ্ট্রে নেই?

৪| ০৮ ই নভেম্বর, ২০২৩ সকাল ৭:৪৯

নজসু বলেছেন:


কমেন্ট লিখলাম গেলো কই? :(
লিখেছিলাম প্রিয় কবি। এখন দেখি ফাঁকা হয়ে আছে।

০৯ ই নভেম্বর, ২০২৩ সকাল ১০:৩১

সেলিম আনোয়ার বলেছেন: বিস্ময় কর !!

তবে কী কমেন্ট খেয়ে ফেলে সামু?

৫| ০৮ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:০৪

দি এমপেরর বলেছেন: স্বাধীন হোক ফিলিস্তিন!
ভালো লিখেছেন।

০৯ ই নভেম্বর, ২০২৩ সকাল ১০:৩২

সেলিম আনোয়ার বলেছেন: তাদের স্বাধীনতা আন্দোলন দীর্ঘ দিন ধরে চলছে। সীমাহীন আত্নত্যাগ আর কষ্ট নিয়ে তাদের প্রতীক্ষার অবসান হওয়া দরকার স্বাধীনতা অর্জনের মধ্য দিয়ে ।

৬| ০৯ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:১৯

প্রামানিক বলেছেন: আল্লাহ ওদেরকে রক্ষা করুন

১৫ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৫১

সেলিম আনোয়ার বলেছেন: ফি আমানিল্লাহ । ধন্যবাদ কমেন্টে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.