নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

এই রাতে এই ক্ষণে !!!!

১৮ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:২০




কবিতা লেখা খেলা হোক না এই বেলা
তুমি যে দাও দোলা হৃদয়ে মম সতত !
যেন কত যুগ ধরে চলছে এই প্রণয় খেলা
সময়ের মতো অবিরত শাশ্বত প্রেম মোদের;
হয়ে ওঠে প্রেরণা,
অস্থির এই পৃথিবীতে চলছে যে অশুভ প্রতিযোগিতা,
নিয়তই এই যুদ্ধ যুদ্ধ খেলায়
ধ্বংস হয় মানবভ্রূণ, ধ্বংস হয় মানব সভ্যতা‌।
চারদিকের উত্তাল উত্তাপ প্রতিকূল বৈরী ভাব
যেন আমি সব যাইগো ভুলে— এ হৃদয়ে তুমি এলে‌।
তুমি যেন স্বস্তি দাও— তুমি যেন মুক্তি দাও
দুদণ্ড শান্তি দাও মোরে, ভালোবাসার পরশে।
এসো গো কাছে এই মায়াবী রাতে— এই বেলা
প্রেমের মন্ত্র পড়ে; প্রশান্তি যেন নামে ধরণীর বুকে
এসো করি প্রার্থনা, যুদ্ধ নয় শান্তি চাই
দুঃখ নয় আনন্দের ফোয়ারা চাই— এই ধরে ।
আপন করে কষ্টের ইতি চাই বুক ভরা বেদনায়
অশুভ প্রতিযোগিতার— চির ইতি চাই ;
অনন্ত প্রেমে তোমায় ওগো আমি কাছে চাই!
এসো গো — এসো না, অনন্ত প্রেরণা মোর;
জনম ভর, ফিরিয়ে দিও না আর আমারে;
করো হে কবুল, করো কবুল; করো না ভুল,
গ্রহণ করো ওগো আমারে— অপার ভালোবেসে;
এই রাতে— এই ক্ষণে— মনে মনে যতনে...






মন্তব্য ৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:২৪

বিজন রয় বলেছেন: পুরানো রীতিতে ফেরে গেলেন!!

১৯ শে নভেম্বর, ২০২৩ সকাল ১০:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার ওভাবে ভেবে লিখিনি। মনে হলো লিখি । লিখলাম।

কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

২| ১৯ শে নভেম্বর, ২০২৩ সকাল ১০:০১

শেরজা তপন বলেছেন: সময়োপযোগী কবিতা
অশুভ প্রতিযোগিতার চির ইতি চাই ;
অনন্ত প্রেমে তোমায় ওগো আমি কাছে চাই!
~ সহমত

১৯ শে নভেম্বর, ২০২৩ সকাল ১০:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: শুভ সকাল শেরজা তপন।

কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৩| ১৯ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১:৩৩

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।

১৯ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৩:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৪| ২০ শে নভেম্বর, ২০২৩ রাত ১:১৭

ডঃ এম এ আলী বলেছেন:



সুন্দর সময়োপযোগী কবিতা ।
এটি প্রেমের কবিতাকে ছাপিয়ে
হয়ে উঠেছে গণমুখী এক মুল্যবান কবিতা
এযে বলছে বিপন্ন মানবতার দুঃখ গাথা ।

বলেছিলাম আপনার দেখার সুবিধার জন্য আমার
পোষ্টে থাকা বড় ছবি গুলি ছোট করে
মন্তব্যের ঘরে দিয়ে দিব । দিয়েছি সেথায়,
একটু কষ্ট করে এবার সেগুলি দেখে
আসতে পারেন ।

শুভেচ্ছা রইল

২০ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: মেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা । আপনার পোস্টখানা পরিবর্তন করার পর আমি দেখেছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.