নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
কবিতার গাড়ি পাঠিয়ে দিও প্রতিদিন
আমি যেন চড়তে পারি তাতে
কবিতা যে আমার ভীষণ ভালো লাগে—
আঁধার এই পৃথিবীর বুকে যেন তা ছড়ায় রবির আলো
আমি শুধু করি উপভোগ;
তোমার কথা্মালা। কবিতা লিখে তুমি যেন লও আমার খোঁজ
তুমি যেন প্রণয় সুধা ঢালো।
জগৎ জুড়ে চলছে যখন অশুভ প্রতিযোগিতা — যুদ্ধ যুদ্ধ খেলা
কেউ খেলে অস্ত্রহাতে কেউ বা বুদ্ধিতে
কেউ আছে যুক্তি তর্কে কেউ বা মিছিলে রাজপথে
আমি আছি তোমার পানে চেয়ে।
তোমার প্রতি আমার ভালোবাসা অন্যায্য তো নয়
খুবই সহজাত, তোমার আমার অভিসার কামনায়
জেগে জেগে কেটে গেলো হায় কতো বিনিদ্র রাত।
সময় থাকে নি থেমে, চুল পেকেছে বেড়েছে বয়স
দিন ফুরিয়ে রাত আসে নেমে— মোদের আঙিনায়
তবুও কী আর থামে জীবন ঘড়ি
চলে টিক টিক— তোমার পথে চেয়ে।
কবিতার ভেলা পাঠিয়ো মোর কাছে যেন চড়তে পারি
উড়তে পারি তোমার আকাশে— নিউরনে শিরা উপশিরায় মেধা ও মননে।
কবিতা পড়ে পড়ে তোমায় পাবো প্রাণে যাবো ছুটে তোমার পানে
তোমার আমার মিলন হবে রোজ এসব কবিতা পাঠে।
তোমার পাঠানো কবিতা গুলো নেবে গো আমায় টেনে
তোমার মনের ভেতর— তোমার অনেক কাছে
কবিতা লেখো রোজ — তবেই তুমি পাবে আমাকে..
২২ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৫:২৬
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
২| ২২ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:১১
রাজীব নুর বলেছেন: কবিতা পাঠ করিলাম।
২৩ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:১৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
©somewhere in net ltd.
১| ২২ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৫:২৩
বাকপ্রবাস বলেছেন: কবিতার সাথে সংসার
জমে উঠুক আপনার