নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
প্রচণ্ড শীতের রাতে তোমায় ভালোবাসি লিখে
তোমার হৃদয় কেড়ে নিতে তোমায় কাছে পেতে
চাইতো যে এই হৃদয় , আমার আছে যে মনে ।
হয়তো তোমার আজও আছে মনে
নয়তো মনে নেই এমন নিবিড় শীতে
নিবিড় আলিঙ্গনে তুমি আমি মাখামাখি কবিতায়..
তবুও আবারও এসেছে শীত
আমরাও আছি যে বেঁচে
আছে অমিত সম্ভাবনা সাথে ।
বেঁচে থাকে কবিতা যুগ যুগ ধরে মরণেরও পরে..
আবার ও এসেছে যে কন কনে বৈরী হাওয়া
আবারও হয় তো হবে তোমার হৃদয় পাওয়া
কবিতা লিখে লিখে ।
হয় তো আছো মোর প্রতীক্ষায়
শীতের চাদর গায়ে হয়তো পড়ে মনে
তুমি আমি মিলে তারার ঝিলি মিল
চাঁদের জোছনা দেখা আর জোছনা স্নাত রাত।
আবার ও এসেছে শীত কুয়াশার চাদর গায়ে
হয়তো বসে আছো আজও বারান্দায় অথবা বাড়ির ছাদে অন্য কোন খানে।
হয়তো ভালোবাসো মোরে আজও
এমন শীতের রাতে উষ্ণতা খুঁজে চাতক প্রাণ
এমন শীতের রাতে তোমায় চাই যে কাছে
যেমন তলোয়ার আর খাপ, তেমন করে
তুমি কী আজও আমায় ভালোবাসো আগের মতো জানতে ইচ্ছে করে ভালোবাসা যে মরে না হায়
বেঁচে থাকে শত বাধা জয় করে।
১১ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১১:০০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ নজসু। নিরন্তর শুভকামনা ।
২| ০৮ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১১:২৩
বিজন রয় বলেছেন: ভালবাসা মরলে কবি সেলিম আনোয়ার কি এমন কবিতা লিখতে পারতেন!!
ভালবাসার জয় হোক।
১১ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১১:০১
সেলিম আনোয়ার বলেছেন: ভালোবাসা বেচে আছে বেচে থাকে চিরকাল। শুভকামনায় ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৩| ০৯ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:২৬
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
১১ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১১:০১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৪| ০৯ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:১৫
প্রামানিক বলেছেন: অনেক ভালো লাগল
১১ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১১:০২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
©somewhere in net ltd.
১| ০৮ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৪৯
নজসু বলেছেন:
শীত হলো ভালোবাসার ঋতু।
শীতকালে কপোত কপোতীর ভালোবাসা জমে ক্ষীর হয়ে যায়।
কবিতা ভালো লেগেছে প্রিয় কবি।