নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

এসেছে সোনার রোদ !!!!

১২ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:২৪



এসেছে সোনার রোদ কেটে গেছে কুয়াশা
স্মৃতি হয়ে রয়ে গেছে, মায়াবী গত রাতে
আমার প্রেমের আহবানে তোমার মৌনতা;
তবে কী নীরবে আমারেই ভালোবেসেছিলে ?
প্রেমের কবিতা পড়ে তুমিও কী ছিলে বিরহ কাতর খুব ?
আমায় কাছে না পেয়ে। শীতের রাতে তুষের আগুন জ্বলে
প্রেম যে হায় আমোঘ শক্তিধর, পুড়ে পুড়ে হয় খাঁটি সোনা
অতীত স্মৃতি মন্থনে উদাস প্রেমে বিভোর হয়ে তবে কী
কেটে গেছে গত রাত তোমার?
সকালে সূর্য আজ হেসেছে তাই হতাশার কুয়াশা হয়েছে দূর
তবে কী একান্ত অধিকারে শুধু আমারেই দিলেগো ঠাঁই
তোমার অন্তরে— অতীত গ্লানি ভুলে নিভৃতে নীরবে
তোমার আমার এই যে অপার মিথোজীবিতা
যেন যুগ যুগ ধরে আবহমান বাংলায়
নীরবতায় বলে যায়— নদীর স্রোতের মতো অবিরত।
এই যে মিষ্টি রোদ যেন সাদর সম্ভাষণ জানায় মোদের।
সুস্বাগতম, হে প্রিয়তমা!,
শুভ সকাল হে নিদ্রাহীনা!!
প্রেমের উপদ্রবে তবে কী অপ্রেম হয়েছে দূর?
হে নিঠুরিয়া, তোমার নিঠুর হৃদয় থেকে কী তবে আমার তরে
বিচ্ছুরিত হয়— এমন ভালোবাসার কুসুম কোমল রোদ
তাই কুয়াশা কেটে গেছে আজ প্রভাতে এমন সোনা রৌদ।


মন্তব্য ১৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১২ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:৪০

বাকপ্রবাস বলেছেন: রোদ হয়ে লেপ্টে থাকুক প্রিয়তমার উষ্ণতা আর দ্যুতি ছড়াক কবিতায়

১৩ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে অনেক ধন্যবাদ। শুভকামনায় অশেষ কৃতজ্ঞতা। আপনার জন্য শুভকামনা ।

২| ১২ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:৪৩

সামরিন হক বলেছেন: ভালো লাগলো কবিতা পড়ে।

১৩ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: ভালোলাগায় ও পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

৩| ১২ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:৫১

আলমগীর সরকার লিটন বলেছেন: শীত উষ্ণ শুভেচ্ছা জানাই কবি দা

১৩ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: এখন যেন পৌষের রৌদমাখা সেইদিন যেন আবার এসেছে। ধন্যবাদ কমেন্টে ।

৪| ১২ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে কবিতা +

১৩ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৫| ১২ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৩৫

শেরজা তপন বলেছেন: বেশ ভাল লাগল

১৩ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে পাঠে এবং ভালোলাগায় অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৬| ১২ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:১৯

ইসিয়াক বলেছেন: সুন্দর কবিতা।

১৩ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৪০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

৭| ১২ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৩৮

রাজীব নুর বলেছেন: অতি মনোরম কবিতা লিখেছেন।

১৩ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৪০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

৮| ১২ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৩২

মোহাম্মদ গোফরান বলেছেন: আরেকটা চমৎকার কবিতা।

১৩ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৪১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

৯| ১২ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১১:১৪

মোগল সম্রাট বলেছেন:

স্মৃতিরা যত্নে থাকুক শীতের নরম রোদের মতো, যত্নে থাকুক ফিতায় বাধা আলমারির কোর্ট ফাইলে লালচে হয়ে যাওয়া সিএস খতিয়ানের কাগজের মতো।

ভালো লাগলো।

১৩ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৪২

সেলিম আনোয়ার বলেছেন: খোশ আমদেদ মোগল সম্রাট । কমেন্টে এবং ভালোলাগায় অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.