নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

হৃদয়ে বাংলাদেশবাংলা মানে

১৪ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১১:৩৬



হৃদয়ে বাংলাদেশ

বাংলাদেশ হৃদয়ে মোদের
বাংলাদেশ ধমনী শিরায় বিবেক বোধে,
প্রাণের টানে অবুঝ মায়ায়।
লক্ষ প্রাণের বিনিময়ে স্বাধীনতা কেতন ওড়ে
একাত্তরে সন্তানহারা মায়ের তীব্র আর্তনাদে
বারবার কেঁপে ওঠা, স্বদেশ মোদের
স্বামীহারা বিধবার সাদা শাড়ির আঁচলে বাধা
প্রিয়তমার হৃদয় ভাঙা দীর্ঘ শ্বাসে
প্রিয় মানুষটি যে তার যুদ্ধে গেছে জীবন রেখে বাজি
সে ফেরেনি আর — এমন আত্নত্যাগের।
বুকের তাজা রক্ত ঢেলে— বাংলার মাটি বাংলার জলে
বিশ কোটি মানুষের হৃদয়ে লেখা একটি নাম বাংলাদেশ সুপ্রিয় মাতৃভূমি
পৃথিবীর বুকে এমন দেশ একটিও পাবে না যে খুঁজে ।
বাংলার মানুষ বাংলার মাটি মুগ্ধ করে
বাংলাভাষা তৃপ্তি মেটায়— কোটি প্রাণে।
তাইতো মোরা ভালোবাসি, প্রাণের চেয়েও ঢের বেশি
একটি নাম— ত্রিশ লক্ষ প্রাণের বিণিময়ে
জন্ম যার, বাংলাদেশ মোদের গর্ব মোদের আশা
ভীষণ রকম ভালোবাসা— যৌবনের অনুরাগে ।



বাংলা মানে

বাংলা মানে আবাল বৃদ্ধ বনিতার— সকল প্রাণের
বাংলা মানে ফসলের মাঠ, অমিত সম্ভাবনার
মানুষে মানুষে অটুট বন্ধনে অবাক করা ভ্রাতৃত্ববোধ।
বাংলা মানে হাসি গানে মুখরিত— গ্রাম বাংলা
লাল সবুজের কেতন উড়ে হাওয়ায় হাওয়ায়,
বাংলা মানে রবীন্দ্র নজরুল সাহিত্য সাধনা।
বাংলা মানে তুমি আমি গভীর প্রেমে মগ্ন সাধক
বাংলা মানে পদ্মা মেঘনা যমুনা অজস্র নদী;
বঙ্গোপসাগর জোয়ার ভাটা — বিস্তীর্ণ এক সমভূমি
সুজলা সুফলা, তটিনীর বুকে ঢেউয়ে বটের ছায়া।
বাংলা মানে তুমি— আমি নৌকো— নদী খেলা
আষাঢ় শ্রাবণ বর্ষা গানে অলস বেলা
বাংলা মানে হেমন্তের নবান্নে— উৎসবমুখর
গায়ের বধু কিষাণীর আঙিনা,
বসন্তের অনুরাগে তোমার— আমার, আমাদের
বেড়ে ওঠা লালিত স্বপ্নের চারণভূমি
আমাদের হাসি— খেলায় প্রেমে মিলন গানে
এক মিতালী, আমি-তুমি আমরা সবাই।
সবুজ শ্যামল রূপ দেখে যার নয়ন জুড়ায়,
পূর্ণিমার চাঁদ রাতের তারা ঝর্ণা ধারা
প্রণের মাঝে যেন বাঁজে সুপ্রিয় একটি নাম
বাংলাদেশ— গভীর প্রেমে।



মন্তব্য ২৩ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ১৫ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১২:০৩

ইসিয়াক বলেছেন: কবিতা দুটোই ভালো লাগলো। আজ শহীদ বুদ্ধিজীবি দিবস এ বিষয়ে ব্লগে কোন পোস্ট নেই। ব্যাপারটা দুঃখজনক। জাতির সূর্য সন্তানদের কথা এত সহজে ভুলে গেলে চলবে কি করে।
যাহোক আজ কিছু লিখতে চেয়েছিলাম। কিন্তু হঠাৎ করে বিজয় দিবসের পথ নাটক নিয়ে ব্যস্ততা বেড়ে গেল।শর্ট টাইমে রিহার্সাল তুলতে হচ্ছে তার উপর আজ সন্ধ্যায় চাঁচড়া বুদ্ধিজীবী বধ্যভূমিতে মোমবাতি প্রজ্জ্বোলন অনুষ্ঠান ছিল।তার আগে টাউনহল ময়দানে শহীদ বুদ্ধীজীবিদের স্বরণে বিশেষ অনুষ্ঠানে রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ্ রচিত "কনসেনট্রেশান ক্যাম্প ' কবিতাটি পাঠ করলাম।
যাহোক অনেক বকবক করলাম। ভালো থাকুন প্রিয় ব্লগার।
বিজয়ের শুভেচ্ছা রইলো।

১৫ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১২:২০

সেলিম আনোয়ার বলেছেন: বিজয় দিবসের অগ্রিম শুভেচ্ছা। শহীদ বুদ্ধিজীবি দিবস শেষ আজ ১৫ ডিসেম্বর। কবিতা লিখি লিখি লেখা হলো না । জীবনটা এমনই । সময় চলে যায় সময় থাকে না থেমে । সকল শহীদ বুদ্ধিজীবি সমীপে বিনম্র শ্রদ্ধা । সুন্দর কমেন্টে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

২| ১৫ ই ডিসেম্বর, ২০২৩ রাত ২:৪০

রোকসানা লেইস বলেছেন: ভালোলাগা

১৫ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ৮:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।
বিজয় দিবসের অগ্রিম শুভেচ্ছা ।

৩| ১৫ ই ডিসেম্বর, ২০২৩ ভোর ৪:১২

কামাল১৮ বলেছেন: তাদের আজকে আমরা ভুলতে বসেছি।তারা প্রত্যেকে ছিলেন সূর্য্য সন্তান।

১৫ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ৮:৪০

সেলিম আনোয়ার বলেছেন: তাদের আত্নত্যাগ পৃথিবীর বুকে দৃষ্টান্ত
যুদ্ধ করে স্বাধীনতার ইতিহাস সারা পৃথিবীর বুকে নতুন ইতিহাস।
সাগরের মতই বড় এদেশের মানুষের অন্তর ।


কমেন্টে ধন্যবাদ ।

৪| ১৫ ই ডিসেম্বর, ২০২৩ ভোর ৪:১৩

কামাল১৮ বলেছেন: তাদের আজকে আমরা ভুলতে বসেছি।তারা প্রত্যেকে ছিলেন সূর্য্য সন্তান।

৫| ১৫ ই ডিসেম্বর, ২০২৩ ভোর ৬:২৭

মিরোরডডল বলেছেন:





দেশ নিয়ে কবিতাগুলো ভালো হয়েছে কিন্তু বাংলার মানে কবিতার বর্ণনায় মুগ্ধতা !!!

পোষ্টে দেয়া বাংলার ছবিটাও অপূর্ব!!!

১৫ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ৮:৪২

সেলিম আনোয়ার বলেছেন: বাংলার ছবিতে ছাতা মাথায় হেটে যাওয়া মানুষটা আমি। ওটা খনিজের সন্ধানে সরকারি কাজে বাংলার প্রকৃতির মাঝে মিশে যাওয়া আমি।

৬| ১৫ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ৮:০৪

নজসু বলেছেন:


শ্রদ্ধা ও ভালোবাসা।

১৫ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ৮:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: শ্রদ্ধা ও ভালোবাসা বঙ্গবন্ধুসহ মহান একাত্তরের সকল কারিগর।
দেশে স্বার্থে স্বাধীনতা লাভে দৃপ্ত প্রত্যয়ে তারা ছিলেন বদ্ধ পরিকর।

তখন অজস্র কবিতার জন্ম হয়েছিলো মহান আত্নত্যাগে বাংলার ঘরে ঘরে সব জীবন্ত কবিতার ছড়াছড়ি।

কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৭| ১৫ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:১৯

ডঃ এম এ আলী বলেছেন:




খুবই সুন্দর লিখেছেন কবিতা । ভাললাগা জানিয়ে গেলাম ।
সময় করে আবার আসার বাসনা রেখে গেলাম ।

অনেক অনেক শুভেচ্ছা রইল

১৫ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:০৬

সেলিম আনোয়ার বলেছেন: সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ্ নিরন্তর শুভকামনা ।

৮| ১৫ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:১৮

মোহাম্মদ গোফরান বলেছেন: অসাধারণ। ভালোবাসি বাংলাদেশ।

১৬ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: বিজয় দিবসের শুভেচ্ছা ।

৯| ১৫ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:১৯

বিজন রয় বলেছেন: জন্মতে, মৃত্যুতে আর হৃদয়ে সবসময় বাংলাদেশ।

প্রিয় স্বদেশকে নিয়ে দুটি কবিতায় ভাললাগা জানয়ে গেলাম।

শুভকামনা দেশপ্রেমিক কবি।

১৬ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১১:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

১০| ১৫ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৩৭

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।

১৬ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১১:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

১১| ১৫ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২১

প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা, খুব ভালো লাগল। ধন্যবাদ এই লেখার জন্য।

১৬ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১১:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

১২| ১৬ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১১:০৩

সোহানী বলেছেন: ভালো লাগলো। আপনি কিভাবে এতো সহজে কবিতা লিখেন, সত্যিই অসাধারন।

১৬ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১১:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.