নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

বিজয় দিবসের দুটি কবিতা

১৬ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১১:৫৬

হে মহান বিজয় দিবস

ষোলই ডিসেম্বর মহান একাত্তরে
বাংলা মায়ের বুকে বিজয় কেতন উড়ে
তাই খুশির সীমা নাই।
বিজয়ের তেপ্পান্ন বছর পরেও
তাই আমরা যে গুণ গাই।
জীবন বাজি রেখে যারা অস্ত্র ধরে ছিলো
দেশের জন্য যারা নির্যাতিত যারা বীরাঙ্গনা হলো
যারা হারালো প্রিয়জন মা— বাবা— বোন— ভাই,
তাদের আত্মত্যাগে, ষোলই ডিসেম্বরে
বীরদর্পে বিজয় এসেছিলো;
বাংলাদেশের উন্মুক্ত প্রান্তরে বিজয় কেতন উড়ে
আমরা সবাই আজ— তাদের গুণ গাই
বিনম্র শ্রদ্ধায়, অশেষ কৃতজ্ঞতায় ।
তাদের আত্মত্যাগেই আমরা স্বাধীন জাতি
যুদ্ধ জয়ের এমন নজির যে
আর একটিও যে নাই— এই ভবে।
বিজয়ী ডিসেম্বর তাই একটি প্রেরণা,
মোদের প্রাণে লালিত— একটি চেতনা।
আমরা যে করেছি জয়,
একদিন আমরা করবো জয়
বাঁধ ভাঙার উচ্ছ্বাসে বাধার হিমালয়;
সম্মুখে যা আসে— সুদৃঢ় প্রত্যয়ে।
হে মহান বিজয় দিবস, তোমায় লাল সালাম
ষোলই ডিসেম্বর লাল সবুজের পতাকা উড়ে
বাংলার প্রান্তরে তাই খুশির সীমা নাই।

সুস্বাগতম, ষোলই ডিসেম্বর !!
কখন যে ওঠবে রবি !
কখন হবে ভোর ?
এ যে বিজয় দিবস
ষোলই ডিসেম্বর !
তার প্রতীক্ষায় আছি
দীর্ঘ নয় মাস সশস্ত্র সংগ্রাম শেষে
এক সাগর রক্তের বিনিময়ে
পাক হানাদার বধ কাব্য গড়ে
এসেছিল বাংলায়
বহু কাঙ্ক্ষিত সেই বিজয় দিবস
ষোলই ডিসেম্বর।
আমরা এখন মুক্ত
আমরা এখন স্বাধীন
বিনম্র শ্রদ্ধায় স্মরি সেই মহেন্দ্র দিন
তাই তো প্রতীক্ষায় আছি
কখন ওঠবে রবি
কখন হবে ভোর স্বপ্নপ্রহর
সুস্বাগতম,
হে মহান বিজয় দিবস
ষোলই ডিসেম্বর !!



মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই ডিসেম্বর, ২০২৩ ভোর ৬:২৩

ডঃ এম এ আলী বলেছেন:



দুটি কবিতায় সুন্দর হয়েছে ।
দেশের ৩০ লক্ষ শহীদ জনতা, সকল শহীদ
ও জিবীত মুক্তি যুদ্ধা , সকল বিরাঙ্গনা এবং
সে সাথে তখন হানাদার ও তার দোসরদের
হাতে নিহত ও চরম নির্যাতন ও মৃত্যুর
পরোয়ানা বহনকারী ঘর বাড়ী ছাড়া জনতা যারা
দেশের ভিতরে থেকে মুক্তি যোদ্ধাদের বিভিন্ন
সাহায্য সহযোগীতা প্রদান করেছেন সে সকল
অসীম সাহসী কোটি জনতার প্রতিও জানাই
শ্রদ্ধাঞ্জলী।

শুভেচ্ছা রইল

১৮ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

২| ১৭ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:১২

রাজীব নুর বলেছেন: আমি প্রথম যখন সামুতে লেখা শুরু করি। প্রথম দিন একটা বিজয় দিবসের কবিতা লিখে লেখা শুরু করেছিলাম।

১৮ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৪২

সেলিম আনোয়ার বলেছেন: আপনার প্রথক কবিতা বিজয় দিবস নিয়ে। আমার প্রথম কবিতা অমর একুশে নিয়ে একটি দেয়ালিকার জন্য যখন আমি অষ্টম শ্রেণীতে পড়ি ।

৩| ১৭ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৪৫

শেরজা তপন বলেছেন: বিজয় দিবসের শুভেচ্ছা কবি সেলিম আনোয়ার ভাই।

১৮ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও বিজয় দিবসের শুভেচ্ছা ও শুভকামনা।

৪| ১৮ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৫৪

নীলসাধু বলেছেন: বিজয়ের শুভেচ্ছা!

১৮ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও বিজয়ের শুভেচ্ছা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.