নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

দূরে থেকে হয় না

২১ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৪৯




তোমার এইসব বিনয়
শুধু আমার তরে নিবেদিত
এসব কী তবে প্রেম নয় ?
নয় পরিণয়? নয়
তোমার প্রেম উপঢৌকন।

জানি সবুরে মেওয়া ফলে
প্রেম হারিয়ে যায় না কভু
প্রেমে মরিচা পড়ে না
এক মুহুর্ত কাল বিলম্ব নয়।
আসতে পারে দ্বিধা
হতে পারে সংশয়
তবু যে আশার ভেলা ভাসে
আশা আর ভয়ের মাঝেই নিহিত সফলতা
ভালোবাসার অনুরণন।

আমার প্রতি তোমার প্রগাঢ় অনুভূতি
তোমার অনুমতি, সে শুধু প্রেমের কারণে।
যেন শুধু প্রতীক্ষার পালা চলে যেন পাহাড়ী ঝর্ণাধারা
কখন যে দুয়ে দুয়ে চার হয় !

তাই আমরাও সফল হবো
কোন এক মহেন্দ্র ক্ষণে
জানি দূরে থেকে হয় না কাছে আসতে হয়
আগুনে আগুনে ফাগুনের উত্তাপন আনে মনে।

স্পর্শে চুম্বনে সঙ্গমে এসো হে এবার!

এ যে হাড় কাঁপানো শীত
এখনই যেন মোক্ষম সময়
এখন অথবা কখনো নয়
মানো তো?
এখনই হতে পারে উষ্ণতা বিনিময়।

ত্বকে ত্বকে স্পর্শে এসো হে এবার।

তুমি তো সব বুঝো
ভালোবাসা খুঁজো
তুমিও বলতে পারো
তুমি সযতনে ঢেকে দিতে পারো
মোর খোলা তলোয়ার।


মন্তব্য ২৯ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:১০

পদাতিক চৌধুরি বলেছেন: এইরে! হার কাঁপানো শীতে উষ্ণতা বিনিময় :) ত্বকে ত্বকে স্পর্শে এসো হে এবার। :)
শীতের মতোই কবিতা চরম সুন্দর হয়েছে++ পড়ুক শীত বারে বারে।
দেখি তপন ভাই কী বলেন?

২২ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৭:১৩

সেলিম আনোয়ার বলেছেন: তপন ভাই আসবে না এখানে। তিনি গল্প লেখায় ব্যস্ত।

২| ২১ শে জানুয়ারি, ২০২৪ রাত ৮:০১

নয়ন বড়ুয়া বলেছেন: চমৎকার দাদা...

২২ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৭:১৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৩| ২১ শে জানুয়ারি, ২০২৪ রাত ৮:৫৭

এম ডি মুসা বলেছেন: এ যে হাড় কাঁপানো শীত এখনই যেন মোক্ষম সময় এখন অথবা কখনো নয় মানো তো? চমৎকার ছিল

২২ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৭:১৫

সেলিম আনোয়ার বলেছেন: বহুদিন পর ব্লগে সুস্বাগতম।

৪| ২১ শে জানুয়ারি, ২০২৪ রাত ৮:৫৭

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: প্রেম হারিয়ে যায় না কভু
প্রেমে মরিচা পড়ে না[/sb

তবু ভালোবাসার মানুষ মাঝে মাঝেই হারিয়ে যায়।

সুন্দর কবিতা, প্রিয় কবি।

২২ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৭:১৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৫| ২১ শে জানুয়ারি, ২০২৪ রাত ৮:৫৮

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: প্রেম হারিয়ে যায় না কভু
প্রেমে মরিচা পড়ে না


তবু ভালোবাসার মানুষ মাঝে মাঝেই হারিয়ে যায়।

সুন্দর কবিতা, প্রিয় কবি।

৬| ২১ শে জানুয়ারি, ২০২৪ রাত ৯:০৮

সোনাগাজী বলেছেন:



বিবাহিত, সুখী কবি কেন বিরহের মাঝে আটকা পড়লো?

২২ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৭:১৯

সেলিম আনোয়ার বলেছেন: সে যেন চির জীবনের বিরহ আমার ।

৭| ২১ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:১৮

বিজন রয় বলেছেন: আপনার কবিতাগুলো কি ভাবীকে পড়ান?

এত প্রেম আসে কোত্থেকে?

২২ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৭:১৬

সেলিম আনোয়ার বলেছেন: স্বর্গ থেকে আসে প্রেম স্বর্গে যায় চলে
সালমানের মা পড়ে ।

৮| ২১ শে জানুয়ারি, ২০২৪ রাত ১১:০৭

মোহাম্মদ গোফরান বলেছেন: বোঝেনা সে বোঝেনা।

২২ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৭:১৭

সেলিম আনোয়ার বলেছেন: সত্যি বুঝে না। :(

৯| ২১ শে জানুয়ারি, ২০২৪ রাত ১১:৩৪

জাহিদ অনিক বলেছেন: সবই তো প্রেম -
যদি দেখা যায় তো

২২ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৭:১৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে পাঠে ধন্যবাদ। শুভকামনা ।

১০| ২১ শে জানুয়ারি, ২০২৪ রাত ১১:৩৪

জাহিদ অনিক বলেছেন: সোনাগাজী বলেছেন:



বিবাহিত, সুখী কবি কেন বিরহের মাঝে আটকা পড়লো?
- কবিকে সুখী হতে নেই যে

২২ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৭:২০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর মন্তব্য ।

কিন্তু কোথায় হারালো চন্দ্রমুখি?

১১| ২২ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৩৩

মোস্তফা সোহেল বলেছেন: আপনার কবিতা দেখলেই আমার মনে হয় এত কবিতা লেখেন কি ভাবে!
শুভকামনা কবি।

২৮ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৩০

সেলিম আনোয়ার বলেছেন: এর উত্তর যিনি হৃদয়ে কবিতার এতো ঐশ্বর্য ঢেলে দিয়েছেন তিনি বলতে পারবেন।


এটুকু বলতে পারি

কবিতা হয়নিকো শেষ
কালোত্তীর্ণ এই প্রেম হবে না নিরুদ্দেশ।
একদিন পেয়ে যাবো ঠিকানা
রবীন্দ্র নজরুল আমি নই
শায়মা সেলিম আনোয়ার সামহুয়্যার ইন ব্লগার জানে সকল জনা্ । :)

১২| ২২ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১১:১৯

নিচু তলাৱ উকিল বলেছেন: //স্পর্শে চুম্বনে সঙ্গমে এসো হে এবার// আহ! আসুক আবারও

২৮ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৩১

সেলিম আনোয়ার বলেছেন: ব্লগে উকিল সাহেবের আগমন শুভেচ্ছা স্বাগতম।

শুভকামনায় ধন্যবাদ ।

১৩| ২২ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১:১১

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

২৮ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ নিরন্তর শুভকামনা।

১৪| ২২ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৩১

রাজীব নুর বলেছেন: আমাকে আপনি কবিতা লেখা শিখিয়ে দেন।

২৮ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: কবিতা লিখতে হলে অনেক ঘাত প্রতিঘাতে প্রেমের অনেলে পোড়ে খাটি সোনা হৃদয় হতে হয়। তা ছাড়া হবে না ।

১৫| ২২ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:০৪

প্রামানিক বলেছেন: কবিতা পুরোটা না হলেও প্রথম চরণটি আসে স্বর্গ থেকে।

২৮ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: মেধাদীপ্ত মন্তব্য আসলে

প্রথম আর শেষ স্রষ্টার নির্দেশ
মাঝখানটাও যে তাই
কবি আর কবিতা
দুজনে দুজনের
কোন সন্দেহ নাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.