নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

যেন সহস্র যুগ ধরে

২২ শে জানুয়ারি, ২০২৪ ভোর ৫:২১



মেঘে ঢাকা চাঁদ
শেয়ালের ডাক
অন্ধকার রাত
ঘন ঘুর কুয়াশা
জেগে থেকে আজ কাটবে সারারাত।
জানি তুমি ও যে থাকবে জেগে
যেমন করে প্রেমের অনুরাগে
সঙ্গে থাকে চাঁদ ললাটে কলঙ্ক দাগ।

লজ্জাবতী লাজুক লতা
আড়ালে লুকিয়ে থেকে কী হবে আর।
নেই যে কারো অজানা মোর
অপ্রগলভ প্রেমে তোমার কপট রাগ।
তোমার প্রেমে আমার যে ষোলআনা ভাগ।

যেন সহস্র যুগ ধরে
যেমন করে ভালোবাসে পূর্ণিমার চাঁদ আর পৃথিবী
পৃথিবীর বুকে উঠে জোয়ার।

তোমারে বক্ষে রাখিবো বাঁধিয়া চিরকাল
চুম্বনে চুম্বনে ভালোবাসা স্নানে সিক্ত হবো
দুজনে বাঁধিবো হিয়ায় হিয়া ।
তুমি ফুল আমি ভ্রমর জনম জনম ধরিয়া।









মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৭:৫৯

নয়ন বড়ুয়া বলেছেন: চমৎকার সেলিম ভাই...

৩০ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

২| ২২ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৯:০১

নজসু বলেছেন:


আপনার রোমান্টিক কবিতাগুলো দারুণ লাগে প্রিয় কবি।

৩০ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: মন্তব্যে অনুপ্রাণিত। অশেষ কৃতজ্ঞতা। ভালোথাকবেন সব সময় এই শুভকামনা ।

৩| ২২ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১০:০২

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ছন্দময় দারুন কবিতা।

৩০ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: মন্তব্যে ভালোলাগা। কমেন্টে এবং পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

৪| ২২ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১০:১৫

কালো যাদুকর বলেছেন: গ্রাম্য রাতের বর্ণনায় চমৎকার লাজুক বধুর সাথে প্রনয় বর্নিত হয়েছে এই ছন্দময় কাব্যে। সুন্দর হয়েছে কবি।

৩০ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: মন বধূয়া থাকে দূর দেশ
তবু কাছে পেতে চায় প্রাণ
চাঁদের আলো উপচে পড়ে
দূরে ঠায় আলো ছায়ায়
দাঁড়িয়ে থাকে বাঁশ বাগান।
পূর্ণিমা রাতের রূপের নেই শেষ
তবু মন বধূয়া মোর থাকে নিরুদ্দেশ
এমনই পাষাণ, সে এমনই পাষাণ।


কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৫| ২২ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১০:২৯

আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ ছন্দময় এক ভাবনা কবি দা

৩০ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।

৬| ২২ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৩৩

বিজন রয় বলেছেন: আপনি যেমন খুশি তেমন লিখছেন আজকাল, এভাবে চলতে পারে না।

৩০ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৫০

সেলিম আনোয়ার বলেছেন: কবিতা এখন আমার রক্তে
তাই তো খেলি তারে লয়ে
যেমন খুশি তেমন করে
কবিতার আছে শায়
কবিতা এখন পড়েছে প্রেমে
--অপার ভালোবাসায়। !:#P

৭| ২২ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১:১৯

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

৩০ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৫২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.