নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
তুমি কী এখন জীবন যুদ্ধে ব্যস্ত ভীষণ
অনিশ্চয়তায় ঘেরা কোনো দ্বীপে
আমি যে শুধু করেছি প্রেম নিবেদন
তোমার সমীপে ।
তুমি কী পাওনা খুঁজে সময়?
তোমার হাত থেকে কী তবে সময় চলে গেছে ?
তুমি কী এখনো অবিচল অটল।
আমাদের ব্যাপারে ;
ঐ দূর পাহাড়ের মতন।
তুমি কী খুঁজে পেয়েছো অসীম নির্জনতা!!
অগণিত মানুষের ভীড়ে, আমার মতো করে
তুমি কী চলে গেছো দূরে?
আমার মঙ্গল কামনায়
তবে জেনে রাখো
তোমার থেকে দূরে থাকার চেয়ে অমঙ্গলজনক অশোভন
আর কিছু নাই,
এই জীবনে।
আরও জেনে রাখো, যদি আড়ালে রাখো
তোমার দিদার লাভ থেকে বঞ্চিত করো
যদি কথা না কও , যদি কাছে না আসো
তুমি ভেবো না তোমার হবে পরিত্রাণ।
আমাদের প্রেমের উৎস স্বর্গ
আমাদের মিলনে যে সারা পৃথিবীর কল্যাণ।
তুমি কী পেয়েছো খুঁজে একাকিত্ব?
সহস্র মানুষের ভীড়ে
তুমি কী খুব প্রেম তৃষ্ণা কাতর
তবে জেনে রাখো
তোমার জন্য মহৌষধ আমার সংস্পর্শ...
তুমি যে থাকো মোর অন্তরে।
৩০ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ২:২৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
২| ২৯ শে জানুয়ারি, ২০২৪ রাত ৮:২৮
নজসু বলেছেন:
জীবন যুদ্ধে ব্যস্ত যে তার প্রেমে সাড়া দেবার সময় কোথায়?
ধন্যবাদ প্রিয় কবি। আপনার প্রেমের এই কবিতাগুলো সত্যি দারুণ।
৩০ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ২:২৪
সেলিম আনোয়ার বলেছেন: এমন সময় প্রেম তাকে আচ্ছন্ন করে রাখবে। প্রেমের অতল গভীরের যে অতলান্তিক প্রশান্তি তা লাভ করবে কবিতা পড়ে।
৩| ৩০ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৩৫
এম ডি মুসা বলেছেন: চমৎকার লিখেছেন!
৩০ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ২:২৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।
৪| ৩০ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৫১
বিজন রয় বলেছেন: সবাই এখন খুব ব্যস্ত।
পিছন ফিরে কথা বলার সময় নেই।
আমাদের ভূতত্ববিদও ব্যস্ত।
৩০ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৩০
সেলিম আনোয়ার বলেছেন: ব্যস্ততা থাকবেই তবু আছি
কবি হয়ে নতুন সৃষ্টির মাঝে
কবিতা- তোমাকে লিখতে
ভালোবাসি যে ঢের বেশি
এভাবেই এই মিলন মেলায়
আমিও হবো যে সাথী
নিত্য নতুন সংযোজন
এই করেছি পণ ।
ধন্যবাদ কমেন্টে এবং পাঠে। নিরন্তর শুভকামনা।
৫| ৩০ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:১৫
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
৩০ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:২৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।
©somewhere in net ltd.
১| ২৯ শে জানুয়ারি, ২০২৪ রাত ৮:১১
নয়ন বড়ুয়া বলেছেন: চমৎকার হয়েছে কবি...