নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

শুভজন্মদিন হে কনিষ্ঠ পুত্র মুয়াজ !

৩০ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ২:২১



সেদিনের প্রথম ক্রন্দনে তার
বিমোহিত যেন— গোটা পৃথিবী
মুগ্ধ চোখে অপলক চেয়ে দেখি
স্রষ্টার সুন্দরতম এক সৃষ্টির আগমন।
কোলে তোলে নেই তারে— পরম আদরে
পৃথিবীর সুন্দরতম ঐশ্বর্য নিষ্পাপ অবয়ব
যেন নেমে এসেছে এই অবণীর বুকে ।
তখন ছিলো যোহরের আওয়াল ওয়াক্ত
মুয়াজ্জিনের আযানের ধ্বনির সাথে
প্রথম ক্রন্দন তার যেন এক অদ্ভুত দোতনা
প্রতীক্ষার মোর হলো যে অবসান।
স্রষ্টার তরে তাই লাখো কোটি শোকরিয়া
এই দিন এই ক্ষণ বহু কাঙিক্ষত এক মহেন্দ্র ক্ষণ
আমাদের জীবনে; স্বর্ণালী অধ্যায়ের সংযোজন
অভিনন্দন সুস্বাগতম নিরন্তর শুভকামনা হে
মোর সাত রাজার ধন, তোমারে ।
তুমি যেন ভালো থাকো সুস্থ থাকো আজীবন
বড় হও—দীর্ঘায়ু হও— সমৃদ্ধ— ঋদ্ধ হও দিনে দিনে
মানবতার সেবায় সূর্যসন্তান হও, এই শুভকামনা,
স্রষ্টার কাছে প্রার্থনা— তোমার তরে।

মন্তব্য ২৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ২:২৭

নয়ন বড়ুয়া বলেছেন: মুয়াজ অনেক বড় মনের মানুষ হোক। সৎ হোক। এই আর্শিবাদ করছি সবসময়। শুভ জন্মদিন মুয়াজ।

৩০ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: অনেক ধন্যবাদ কমেন্টে এবং পাঠে। নিরন্তর শুভকামনা ।

২| ৩০ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৫৫

নজসু বলেছেন:



ছেলের জন্মদিনে বাবার দেয়া সেরা উপহার এই কবিতা। এই লেখাটার প্রতিটা বর্ণে রয়েছে ছেলের জন্য বাবার অকৃত্রিম ভালোবাসার স্পর্শ।

শুভ জন্মদিন মুয়াজ।
অনেক বড় হও বাবা।

৩০ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: শুভকামনায় অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৩| ৩০ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৫৬

আলমগীর সরকার লিটন বলেছেন: শুভ জন্মদিন বেঁচে থাকুক
অনেক দিন-----------

৩০ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৪০

সেলিম আনোয়ার বলেছেন: অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৪| ৩০ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:১৩

রাজীব নুর বলেছেন: মুয়াজ ভালো থাকুক। সুস্থ থাকুক।

৩০ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৪০

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ শুভকামনায় ।

৫| ৩০ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:২৬

রানার ব্লগ বলেছেন: মুয়াজ কে শুভেচ্ছা !! অনেক বড় হোক ।

৩০ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:২২

সেলিম আনোয়ার বলেছেন: করোনা মহামারি সময়ে মুয়াজের জন্ম । সে হিসেবে ও হলো করোনার বিরুদ্ধে মানবের জয়যাত্রা ।

৬| ৩০ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:১২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



শুভ জন্ম দিন।

৩০ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:২৪

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ। পিতার জন্য সন্তান হলো আনকন্ডিশনাল লাভ । পৃথিবীর পবিত্রতম ভালোবাসা ।

৭| ৩০ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:১৬

সোনাগাজী বলেছেন:



শিশুর জন্য শুভকামনা

৮| ৩০ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৩৫

মিরোরডডল বলেছেন:

God bless him!

৯| ৩০ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:২৭

মেঠোপথ২৩ বলেছেন: শুভ জন্মদিন

১০| ৩০ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৪১

ডঃ এম এ আলী বলেছেন:



দোয়া করি মুয়্জ সুস্থ থাকোক আজীবন,
বড় হোক , দীর্ঘায়ু হোক, সমৃদ্ধ থেকে সমৃদ্ধতর
হোক আর ঋদ্ধ হোক দিনে দিনে, মানবতার
সেবায়এজন সূর্যসন্তান হোক যেন দেশ ও জাতি
গর্বিত হয় তাকে নিয়ে ।

আনন্দিত পিতা মাতার জন্য রইল অভিনন্দন
ও শুভকামনা।

১১| ৩০ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৪২

বিজন রয় বলেছেন: অনেক অনেক আশীর্বাদ রইল।

১২| ৩০ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৩০

এম ডি মুসা বলেছেন: শুভ জন্মদিন, সাথে দুই লাইন, তোমার চোখে ্ আগামী পৃথিবীর স্থান,
দুঃখকে বিয়োগ করে নতুন ভাস্করে পথ চলা হবে সংগ্রামী চেতনার দিকে
ধাবিত হবে পৃথিবী স্বগত শিশু তোমায়

১৩| ৩০ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৫৫

করুণাধারা বলেছেন: শুভ জন্মদিন মুয়াজ!

সালমান ও মুয়াজের জন্য অনেক শুভকামনা।

১৪| ৩০ শে জানুয়ারি, ২০২৪ রাত ৮:০৭

পদাতিক চৌধুরি বলেছেন: শুভ জন্মদিন। অনেক অনেক শুভেচ্ছা মুয়াজকে।

১৫| ৩০ শে জানুয়ারি, ২০২৪ রাত ৮:৩২

ঢাবিয়ান বলেছেন: শুভ জন্মদিন মুয়াজ। অনেক শুভেচ্ছা রইল

১৬| ৩০ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:১২

কামাল১৮ বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা মুয়াজকে।

১৭| ৩০ শে জানুয়ারি, ২০২৪ রাত ১১:৩৭

কাছের-মানুষ বলেছেন: ছেলের জন্য দোয়া এবং শুভেচ্ছা রইল।

১৮| ৩১ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১১:০৫

কালো যাদুকর বলেছেন: মুয়াজ বাবা মায়ের চোখের মনি হয়ে বেঁচে থাক শত বছর।

১৯| ৩১ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৩৯

প্রামানিক বলেছেন: শুভ জন্মদিন

২০| ৩১ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:২৫

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম, কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.