নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

বসন্ত বিলাপ (সুপ্রিয় অভিনেতা হুমায়ূন ফরিদী স্মরণে বিনম্র শ্রদ্ধায়!!!!)

১২ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:১২




কবে কখন কোন চ্যানেলে কোন নাটকে
সময় খুঁজে সুযোগ বুঝে দেখতে যে হবে
তার অভিনয়; —তার সাক্ষাতকার
কোন ম্যাগাজিন কোন পত্রিকায়
কোন কলামে তার খবর কোন শিরোনামে
মিস করা যাবে না যতই থাকি ভীষণ ব্যস্ত।
কোন চরিত্র তিনি করলে ভালো হতো
তার বিপরীতে কে যে সেরা; মানানসই
ভেবে ভেবে কেটে যেত কত সময় ।
কেন যে মুভিতে তিনি খল চরিত্রে
কেন তিনি নায়ক নন, অভিনয়ে তিনি যখন
সবার সেরা — সেরা কন্ঠ, সেরা অভিব্যক্তি
আবৃত্তিকার অবলিলায় গেয়ে ওঠেন বসন্ত গান
বিমোহিত হয় যে সবাই তা শ্রবণে।
মরণে তার পেয়ে গেলাম অবসর
রইলো পড়ে অলস সময়— যা ছিল নির্ধারিত
তার জন্য, কতো যে আফসোস মরণে তার
হায় আর কটা দিন বাঁচত যদি, হুমায়ূন ফরিদী
অভিনয়ের রাজা অপ্রতিদ্বন্দ্বী তারকা এক,
বসন্তের প্রথম দিনে নেই ফরিদী, যে মানুষটা
রাখতো বুঁদ আনন্দ সুখ -দুঃখ মন্ত্রমুগ্ধ অভিনয়ে
কেন যেন মনে হতো
মারিয়ানা ট্রেঞ্চের মতোই গভীর তাঁর
গোপন কোনো দুঃখ আছে
শেষ জীবনে একাকিত্ব তাকে যেন গ্রাস করেছে।
নইলে হয়তো থাকতো বেঁচে অনায়াসে
আরও একটি সুবর্ণ যুগ,
এক যুগ তার মৃত্যুর পূর্ণ হলো এই ফাল্গুনে
অজস্র ফুলের মাঝে তার মৃত অবয়ব
আজও যে ভাসে দুচোখে ,
তার মৃত্যুর খবর শুনে
মনে মনে দুঃখ প্লাবন উপচে পড়া দুচোখ— অশ্রু জলে
ভেবেছি শুধু হায়!
খবর টা যেন হয় ভুল পাঠ
এমন হলেই ডালো হতো— মৃত্যু সংবাদ
ফরিদীর নয় অন্য কারো ,
আজ এই দিনটাকে স্মৃতির পাতায় রাখো লিখে
আনন্দ নয় শুধু যে বিরহ আর বসন্ত বিলাপে।
তিনি আজও যে আছেন বেঁচে আপন কর্ম মাঝে
কীর্তিমানের হয় না যে মরণ তার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে।

,.......................................................................................................................................
আমার স্বরণ শক্তি যদি প্রতারণা না করে থাকে তবে ফেব্রুয়ারির তেরো তারিখ ফাল্গুনের প্রথম দিনে অভিনয় কিং হুমায়ূন ফরিদীর মৃত্যু দিবস কিং লেয়ার চরিত্রে তার অভিনয় করা হয় নি । প্রিয় অভিনেতা কে নিয়ে একটা পোস্ট দেয়া দরকার আগামীকাল যদি না পারি। তাই বিনম্র শ্রদ্ধা হুমায়ূন ফরিদী। এই ব্লগের মাধ্যমে ও আপনি বেঁচে থাকবেন আমার বিশ্বাস। ভালো থাকুন পরপারে।








মন্তব্য ১৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:১৪

এম ডি মুসা বলেছেন: শুভ সকাল সেলিম সাহেব।

২| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:১৬

সেলিম আনোয়ার বলেছেন: শুভ সকাল প্রিয় ব্লগার ।

৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:২৩

নয়ন বড়ুয়া বলেছেন: শুভ সকাল সেলিম ভাই...

১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: শুভ সকাল নয়ন বড়ুয়া । আজ ফরিদীর মৃত্যুর এক যুগ পূ্র্ণ হলো ।

৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:৪০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


এক জন প্রিয় মানুষ যার অভিনয় দেখলে অভিনয় মনে হয় না।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: সত্যি আমাদের একজন ফরিদী ছিলেন আজও আছেন নিরবে বিনম্র শ্রদ্ধা তাই অনন্ত গরবে ।

৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:২৫

সেলিম আনোয়ার বলেছেন: অতি অভিনয় আর অ-অভিনয়ের ভীড়ে তিনি ছিলেন উজ্জ্বল নক্ষত্র যেন দারুণ ব্যতিক্রম অনন্য অসাধারণ অভিনেতা।

৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:০০

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনার প্রপিকে তাঁর ছবি সেট করে দিলেন। আপনার এ ভালোবাসা অনন্য।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ কমেন্টে। আমার ব্লগার হয়ে ওঠার তার মৃত্যু পরবর্তী অবদান ।

৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:১৯

নজসু বলেছেন:


আগামীকাল ১৩ ফেব্রুয়ারি বরেণ্য এই অভিনেতার মৃত্যু বার্ষিকী।
বাংলা চলচ্চিত্রের এই অন্যতম অভিনেতার প্রতি রইলো গভীর শ্রদ্ধা।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ শ্রদ্ধা নিবেদন আর স্মরণে ।তার আত্নার মাগফিরাত কামনা করি।

৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:১৯

রাজীব নুর বলেছেন: ডিপজলও একজন অভিনেতা আবার হুমায়ূন ফরিদীও একজন অভিনেতা।
মানুষের হৃদয় জয় করেছেন হুমায়ূন ফরিদী।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:০৫

সেলিম আনোয়ার বলেছেন: আমার প্রথম ও একমাত্র কবিতার বই উৎসর্গ করেছি সুপ্রিয় অভিনেতা হুমায়ূন ফরিদীকে । অবশ্য এখানে বিশেষ কারণ আছে।

৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:০১

সাহাদাত উদরাজী বলেছেন: িনি একজন জাত অভিনেতা ছিলেন।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:০৬

সেলিম আনোয়ার বলেছেন: কোন সন্দেহ নেই। বাংলাদেশের নাম্বার ওয়ান অভিনেতা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.