নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

এসো হে প্রিয়তমা মধুর বসন্ত যে এসেছে

১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:০০




এত দিন কোথায় আছেন চোখের আড়াল হয়ে?
শীত যে চলে গেছে মধুর বসন্ত এসেছে গ্রহে
শিশির ভেজা কাব্য এখনও যে আছে ফাল্গুনে
তবে এখন আর নেই সেই তীব্র শীত
এখন ফুলের বাগানে ভ্রমরের বসন্ত গীত
কোকিলের কুহু গানে হবে মুখরিত চারিদিক
পাখির কলতান নদীর কুল কুল ধ্বনি জলে জলতরঙ্গ।
.....................................................
.....................................................
নড়ে গাছের পাতা বসন্ত বাতায়নে স্বপ্নজাল বুনি
ভালোবাসা জমে হলো যে ক্ষীর
কোথায় হারালে কোথায় দাঁড়ালে এমন দিনে
কোন ছায়াপথে কীসের যাতনায় কার সন্ধানে?
তুমিহীনতায় মরুর তৃষ্ণা যেন বুকে
শুকিয়ে গেছে সব প্রত্যাশার মাঠ যেন ফেটে হবে চৌচির
এক পশলা বৃষ্টির মতো আসো,
পাহাড়ি ঝর্ণা ধারা হয়ে মুখরতা নিয়ে
অভিমানের স্তূপ ভেঙে প্রস্ফুটিত ফুলের মতো
হওগো প্রকাশিত, ভেদ করে শীতের শিশির ।
হয়ে শাশ্বত সুন্দর আলোক ছটা ভোরের রবির,
দূর করো হে সকল কালিমা অন্ধকার তিমির
এবার গেয়ো ওঠো হে ফাগুনের মোহনায়
বলেছি তো তুমি তা— ই আমারও পরাণ যাহা চায়
আর কোথা যাবে তুমি প্রেমের বধ্যভূমি
এসো হে বর্ষার বারিধারা হয়ে, শরতের কাশবন হয়ে
হেমন্তের নবান্ন হয়ে, পুর্ণিমার চাঁদ হয়ে নদী হয়ে
দক্ষ মাঝি হয়ে এবার ওঠে হে আমার ভাঙা নায়
এবার ভাসাও তরী এবার কাঙিক্ষত গন্তব্য মোর সুনিশ্চিৎ
.
চলে গেছে যে বৈরী হাওয়া শীত
এবার এসো হৃদয়ে আমার হয়ে — বসন্ত সংগীত।




ছবি নেট থেকে।

মন্তব্য ৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:০৮

মায়াস্পর্শ বলেছেন: অসামান্য লেখা +++

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:৫১

সেলিম আনোয়ার বলেছেন: ভালোবাসা দিবসের শুভেচ্ছা । শুভকামনা ।

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:১০

মায়াস্পর্শ বলেছেন: গেয়ে
ওঠো

৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:২৪

মনিরা সুলতানা বলেছেন: বসন্তের কবিতায় ভালোলাগা।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:৫২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:৫৭

নয়ন বড়ুয়া বলেছেন: কবিতা পাঠ করলাম...

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:৫২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:৪৩

রাজীব নুর বলেছেন: অতি মনোরম।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:৫২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.