নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

ভ্যালেন্টাইনস ডে

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:২৬




ভালোবাসি তোমাকে যে ঢের বেশি — দিবানিশি
প্রতিটি দিন প্রতিটি ক্ষণ দিনমান
তুমি যেন হৃৎকম্পন আমার— বুকের মাঝে ।

ধমনী — শিরায় রক্ত প্রবাহ অপরিহার্য যেমন,
ভালোবাসা তেমন তরো আরাধ্য এক প্রয়োজন,
আবারো যে এসেছে ফাগুন,
ক্ষণিকের এই চরা চরে লেগেছে আগুন
বহ্নি শিখা তাই তোমার— আমার হিয়ার বনে।

ভালোবাসি তোমাকে যে অনেক বেশি দিবানিশি
হিয়ায় হিয়ায় লাগে টান, জিকির ওঠে মোর প্রাণে
প্রেম যে এক অমোঘ শক্তিধর— আলোর নাচন
আঁধার রাতে, তিমির আঁধার করে দূর,
মন্ত্র মুগ্ধ করে সকল প্রাণ, ভয় কি গো তোমার
তোমাকে আমি বেসেছি যে ভালো— দিয়া মোর মনপ্রাণ।

ভ্যালেন্টাইনস ডে তে তাই করি প্রেমের জয়গান।

এসো হে এবার এই বুকে মোর
সতত প্রেম আলিঙ্গনে,
প্রেম প্রেম লেনদেনে
কবিতার শরীর প্রাণ এবার করো হে— সম্প্রদান
হে অন্তরতমা— নিরূপমা শুধুই মোরে,
তোমারে ভালোবেসে তবেই জুড়োবে যেন এই প্রাণ।


মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৩৩

নয়ন বড়ুয়া বলেছেন: শুভ সন্ধ্যা সেলিম ভাই...

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:০০

সেলিম আনোয়ার বলেছেন: শুভ সন্ধ্যা নয়ন বড়ুয়া কবিতা পাঠে ও মন্তব্যে অনেক ধন্যবাদ। শুভ বসন্ত ।

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৫০

মায়াস্পর্শ বলেছেন: মার্জিত কবিতা।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:১৩

সেলিম আনোয়ার বলেছেন: মায়াস্পর্শ কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।

৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:০১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: শুভেচ্ছা রইলো।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:২১

সেলিম আনোয়ার বলেছেন: শুভেচ্ছায় অশেষ কৃতজ্ঞতা । শুভকামনা ।

৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:২৩

মোহাম্মদ গোফরান বলেছেন: ভালোবাসা হলো ধমনির শিরায় শিরায় রক্ত প্রবাহের মতো অপরিহার্য কিছু যাহা ছাড়া বেঁচে থাকা সম্ভব নয়।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:২৫

সেলিম আনোয়ার বলেছেন: আমি তবে কবিতার ভাষায় এভাবেও বলতে পারি...

ভালোবাসা তোমার কানের দুলে
আমার করা প্রিয়তম ভুল, তোমার নাক ফুল
তোমার দীঘল কালো চুল
খোঁপায় গুজা রক্ত গোলাপ ফুল,
তোমার কপট রাগ, বসন্ত অনুরাগ
আমার উপর তোমার অধিকার
দিনের পর দিন জেগে থাকা রাত
যেন ঐ নীল ধ্রুব তারা, ভরা পূর্ণিমার চাঁদ
নদীর জল ধারা , সহস্র কবিতা পাঠ
তোমার আরোপিত বিধি নিষেধ
তোমায় কাছে পাবার আশে
আমার সীমা লংঘন বারেবার ....


কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৯:১৪

সোনাগাজী বলেছেন:


বাসন্তী মনের আকুলতা

১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: শুভ বসন্ত সোনাগাজী ।

৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:৩৯

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: শুভ বসন্ত রাজীব নুর

৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:১০

মিরোরডডল বলেছেন:




সেলিমের ভালোবাসায় খাদ আছে, ভেজাল :)
নইলে কেনো পারছে না কবিতা দিয়ে তাকে ফিরিয়ে আনতে ।

সেই কবে থেকে নিখোঁজ!
আমরাওতো তাকে মিস করছি।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:৪১

সেলিম আনোয়ার বলেছেন: একদিন ফিরে আসবে
ভালোবাসার খাদ কমতে কমতে একদিন নির্ভেজাল খাঁটি ভালোবাসা হবে
কথা আছে না প্রেমের অনলে জ্বলে খাঁটি সোনা, নকি মনে নেই ডলি।

শুভবসন্ত ।


আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.