নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
একুশ তুমি চেতনা একুশ তুমি বিশ্বাস যেন দৃপ্ত আশ্বাস
একুশ তুমি বাংলা চর্চা রূপসী বাংলায়, স্বস্তির নিঃশ্বাস,
একুশে তুমি মহান একাত্তুরের মহান স্বাধীনতার প্রথম ধাপ।
রাষ্ট্র ভাষা বাংলার দাবিতে স্বৈরাচারের বিরুদ্ধে এক সুতীব্র প্রতিবাদ।
একুশে তুমি ভাষার জন্য, মহান বায়ান্ন, জীবন দানের অনন্য এক নজির।
বীর বাঙালির সেই বীরত্ব গাঁথা মহান আত্নত্যাগ আমরা যে ভুলি নাই,
একুশে আজ গান হয়েছে বাংলার অগণিত মানুষের মুখে মুখে তাই।
আমার ভাইয়ের রক্তে রাঙানো সেদিনের সেই মিছিলের রাজপথ
আছে আমাদের মনে, তাই ফাগুনে বিরহ বাতাস বহে ক্ষণে ক্ষণে
সালাম বরকত রফিক জাব্বার তোমাদের স্মরি তাই বিনম্র শ্রদ্ধায়
ছালাম ছালাম হাজার ছালাম জানাই তাঁদের — অপার ভালোবাসায়।
শহীদ মিনারের পবিত্র বেদী আজও যে ভরে যাবে ফুলে ফুলে রঙে রঙে
শিশির শিক্ত নগ্ন পায়ে প্রভাত রবির আলোমেখে সে এক আরেক বসন্ত
একুশ তুমি ভাষার জয়গান, একুশ তুমি মোর কবিতা লেখার প্রেরণা অনন্ত ।
২১ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১:০০
সেলিম আনোয়ার বলেছেন: শহীদ মিনারের পবিত্র বেদিীতে আমি কাটিয়েছি সুদীর্ঘ ছয়মাস । অমর একুশে আমাদের প্রেরণা কবিতা লেখায় গানে ।
২| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:০৪
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
২২ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
©somewhere in net ltd.
১| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:৪০
মায়াস্পর্শ বলেছেন: অনেক সুন্দর হয়েছে।