নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

প্রভু দাও রহমতের বৃষ্টি প্রাণে প্রশান্তি !!!!

০২ রা মে, ২০২৪ সকাল ১১:৪০



যেন তপ্ত মরুর বুকে
আমরা সবে চাতক পাখি,
চাতক প্রাণে মেলেছি আখি
কখন যে নামবে বৃষ্টি ধরায়
যেন প্রাণে আর সহে না।
গ্রষ্মের দাবদাহে বিপন্ন প্রকৃতি
রাতে ঘুম শয্যায় শুধু ছটফট
নির্ঘুম দুটি চোখ
বিছানায় পিঠ ঠেকানো দায়।
মাঝে মাঝে পায়চারি
চাঁদের সাথে বলি কথা
তারারা হাসে মিটি মিটি
উপহাসের হাসি,দমকা হাওয়া
ঢুকে পড়ে জানালার ফাঁক গলে
ঘাম ভেজা শরীরে ।
এইসব দিবারাতি —অসহনীয় ঠেকে
ও প্রভু রহিম রহমান
দাও এবার বৃষ্টি, করুণা দৃষ্টি
জানি পাপে ভরে গেছে পৃথিবী
তবুও তুমি করো ক্ষমা
ঢালো এবার রহমতের বৃষ্টি ।
দাও এনে প্রাণে প্রশান্তি
ফোট ফোটা রহমতের বৃষ্টি ।
দাও কৃপা দৃষ্টি অঘুর বর্ষণে
সুশীতল হোক ধরা।
হতাশা করো হে দূর!
হে করুণাময় অঘুর- বর্ষণদানে
দাও প্রাণে প্রশান্তি —জনে জনে ।


মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০২ রা মে, ২০২৪ সকাল ১১:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইংশাআল্লাহ বৃষ্টি আসবে

সুন্দর কবিতা

০৬ ই মে, ২০২৪ বিকাল ৩:০১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ ।

২| ০২ রা মে, ২০২৪ সকাল ১১:৪৫

নীলসাধু বলেছেন: নামুক বৃষ্টি

০৬ ই মে, ২০২৪ বিকাল ৩:০১

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ কমে ন্টে ।

৩| ০২ রা মে, ২০২৪ সকাল ১১:৫৫

আলমগীর সরকার লিটন বলেছেন: এই বৃষ্টিতে ভিজে যাই
আয় বৃষ্টি আয়---------------

০৬ ই মে, ২০২৪ বিকাল ৩:০২

সেলিম আনোয়ার বলেছেন: বৃষ্টি এসছে ধরা শীতল হয়েছে ।

৪| ০২ রা মে, ২০২৪ দুপুর ১:১৪

অহরহ বলেছেন: ভাইয়া, কোন প্রভুর বৃষ্টি দেয়ার ক্ষমতা নেই।

০৬ ই মে, ২০২৪ বিকাল ৩:০২

সেলিম আনোয়ার বলেছেন: একমাত্র আল্লাহ তায়ালা পারেন বৃষ্টি দিতে ।

৫| ০২ রা মে, ২০২৪ দুপুর ২:২০

প্রামানিক বলেছেন: বৃষ্টির অপেক্ষায় আছি

০৬ ই মে, ২০২৪ বিকাল ৩:০৩

সেলিম আনোয়ার বলেছেন: অপেক্ষার ইতি হয়েছে নিশ্চয়ই ।

৬| ০২ রা মে, ২০২৪ দুপুর ২:২৫

সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: বৃষ্টি হয়েছে, আশা করি আপনাদের ওখানে ও হবে।

০৬ ই মে, ২০২৪ বিকাল ৩:০৩

সেলিম আনোয়ার বলেছেন: শুভকামনায় ধন্যবাদ।

৭| ০৪ ঠা মে, ২০২৪ দুপুর ১২:২২

খায়রুল আহসান বলেছেন: মঞ্জুর হোক প্রার্থনা!
বৃষ্টি আসি আসি করেও আসে না,
আশার আধিক্য, সবই হয় প্রবঞ্চনা!

০৬ ই মে, ২০২৪ বিকাল ৩:০৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ধন্যবা্দ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.