নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
গ্রীষ্মের দাবদাহ নেই আজ
বহিছে যে ঠান্ডা হাওয়া,
আকাশে ভেসে বেড়ায় মেঘ
অবনীর পরে পড়েছে তার ছায়া।
নেই তাই ভ্যাপসা গরম
লাগছে যে ভালো অন্য রকম
দমকা হাওয়ায় উড়ে বৃক্ষের পাতা
মনটা জুড়িয়ে যায় তা।
হয়তো আবারও নামবে বৃষ্টি
প্রখর সূর্যের দেখা পাওয়া যে ভার
এ যেন আমাদের দুজনার প্রেমের উপহার
আবহাওয়ার সাথে যেন আছে কোন চুক্তি
মোদের প্রণয়ে মিশে আছে বিশ্বমানবতার মুক্তি ।
অতঃপর শিলাবৃষ্টি
অতঃপর শিলাবৃষ্টি যেন এক অনাসৃষ্টি
এসেছে নেমে ধরাতে— আজ রাতে
তোমার আমার মধুর মিলন ঘটাতে
নেই আর উষ্ণতা নেই সেই খরতাপ
এখন আর নেই ক্লেশ
শন শন বহে বায়ূ বেশ বেশ !
এখন বারিপাত বিজলীর চমকানো
কবিতা পাঠের প্রহর যেন এলো
জানিনা কিভাবে যে
আবহাওয়া এতটা বদলে যায় ,
তবে কী তুমি আজি ভালোবেসেছো শুধু আমায়
তবে কী বুঝেছো আমি ছাড়া তুমি কতটা শূণ্য
তবে কী বুঝেছো তোমার সবটুকু প্রেম
শুধু মোর জন্য।, দমকা হাওয়ায় নাচে গাছ
নাচে জলতরঙ্গ, শিলাবৃষ্টিতে পরে আম
চলে আম কুড়োনো, এসো না এই বার এই ক্ষণে
ধিনতা ধিনতা দ্বৈত নৃত্য হোক মিলন মন্ত্র গানে
উল্লাস উচ্ছ্বাস উৎসব আনন্দ সবখানে।
০৮ ই মে, ২০২৪ সন্ধ্যা ৭:১৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
২| ০৬ ই মে, ২০২৪ বিকাল ৩:১৬
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
দারুণ দারুণ!
কবিতা পড়ে আশা পেলাম, খুব তাড়াতাড়ি হিটওয়েভে ফিরে যাচ্ছি না।
০৮ ই মে, ২০২৪ সন্ধ্যা ৭:১৫
সেলিম আনোয়ার বলেছেন: হিটওয়েভ বন্ধ । ধন্যবাদ কমেন্টে এবং পাঠে ।
৩| ০৬ ই মে, ২০২৪ বিকাল ৩:১৮
এম ডি মুসা বলেছেন: তবুও বৃষ্টি নামুক তবুও সৃষ্টি সৃষ্টি হোক জলধারা, তবুও দৃষ্টিভরুক মানুষের কাছে কবিদের মনে।
০৮ ই মে, ২০২৪ সন্ধ্যা ৭:১৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৪| ০৬ ই মে, ২০২৪ রাত ৮:১২
প্রামানিক বলেছেন: অনেক ভালো লাগল
০৮ ই মে, ২০২৪ সন্ধ্যা ৭:১৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৫| ০৬ ই মে, ২০২৪ রাত ১১:১৮
শেরজা তপন বলেছেন: গতকাল মন ভরে উপভোগ করেছি বৃষ্টি!
০৮ ই মে, ২০২৪ সন্ধ্যা ৭:১৭
সেলিম আনোয়ার বলেছেন: গুড এই বৃষ্টি রহমতের বৃষ্টি । আপনি উপভোগ করেছেন। অনেকে স্বস্তির নিশ্বাস নিয়েছে । ধন্যবাদ কমেন্টে
৬| ০৭ ই মে, ২০২৪ বিকাল ৩:২৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: আহা বৃষ্টি কত দিন পর এলো
সুন্দর হয়েছে
০৮ ই মে, ২০২৪ সন্ধ্যা ৭:১৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
©somewhere in net ltd.
১| ০৬ ই মে, ২০২৪ বিকাল ৩:১৪
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অনেক দিন পর আপনার কবিতা পাঠ করলাম। অনেক সুন্দর হয়েছে লেখনী। অবশেষ বৃষ্টি এল। আহ্ কি শান্তি !!!