নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

আকাশ চোখে বেদনার কালো!!!!

১১ ই মে, ২০২৪ সকাল ৭:৫৯

আকাশ জুড়ে মেঘ করেছে
প্রকৃতি আজ বেশ সেজেছে
আঁধার কালো সুরমা মেখে
আকাশ চোখে অশ্রু বারি
সূর্যের নেই যে দেখা ,
দূরে কোথায় তুমি একা
নতুন ছলনায় দিয়ে ধোঁকা
আমায় বানিয়ে বোকা
হইলে নিরুদ্দেশ, দুঃখের নেই তো শেষ ।
আকাশের মুখ তাইতো কালো
কিছু টা ক্ষণ বিজলীর আলো
থেকে থেকে চমকালো
হয়তো চোখ রাঙিয়ে গেলো
তুমি যেমন কপটরাগে রাঙিয়ে চোখ..
এই যা লিখতে লিখতে বৃষ্টি এলো
কোথায় যে তোমার সঙ্গম সুখ
বৃষ্টি স্নাত হয়েছি আমি আমার ভেজা অঙ্গ
ঢাক গুড় গুড় বর্ষা নামে জলে জল তরঙ্গ
আমার কোন দুঃখ নেই ভেজা বাতাস বইছে
অনুভূতি মরে গেছে তোমার দেয়া দুঃখতেই
বাকি সব অপাঙ্ক্তেয় নগন্য নগন্য।
বৃষ্টি পড়ে চোখের উপর
বৃষ্টি পড়ে মনের ভেতর
দমকা হাওয়ার বৃষ্টিপাত আমার ভীষণ পছন্দ।
আকাশ চোখে বেদনার কালো
আকাশ চোখে অশ্রু
জগৎজোড়া বন্ধু তোমার আমি কেবল শত্রু
এক যুগ ভালোবেসে এটাই আমার প্রাপ্য।



মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১১ ই মে, ২০২৪ সকাল ৮:৪০

এম এ কাশেম বলেছেন: পড়ে ভাল লাগলো।
কেমন আছেন কবি?

২| ১১ ই মে, ২০২৪ সকাল ৮:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: এমন বৃষ্টির দিনে মন খারাপ করতে নেই। দাবদাহ শেষ করে তবেই এই স্বস্তির পরিবর্তিত আবহাওয়া। ভালো লাগছে। আপনার জন্য শুভকামনা।

৩| ১১ ই মে, ২০২৪ দুপুর ২:২২

নজসু বলেছেন:


সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.