নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

তুমি দিতে ব্যথা!!

১১ ই মে, ২০২৪ রাত ১০:০৪

তুমি পারতে দিতে ব্যথা —
তুমি হাসতে তুমি ভাসতে ফাগুন হাওয়ায়,
তুমি নাচতে আলোর নাচন,
তুমি জানতে একটি চাতক প্রাণ প্রজাপতি ক্ষণ।
উদাসীর বাতায়নে প্রেম সুধা অন্বেষণে
সতত নিবেদিত যেন প্রেমের অনুরাগে।
তুমিও যেন থাকতে অপেক্ষায়
কখন হবে মোদের দেখা অসীম কথকতায়
ভরা পূর্ণিমায়, বৃষ্টি মাখা সন্ধ্যায় ।
কবিতা পাঠের প্রহরে কবিতা লিখে
তুমিও যে ছিলে মগ্ন ভীষণ
আমার প্রেমে বসন্তে অঘুর বর্ষায়
বিনিদ্র রাতে ভোরের আলোয়
শেষ বিকেলের রঙে,
তুমি দিতে সুখ এই প্রাণে
আমিও যে ছিলাম উন্মুখ তোমার প্রেমে
তুমি হয়তো বুঝনি
তুমি দিতে হিমালয় সম ব্যথা,
এই প্রাণে
হয়তো বা মনের অগোচরে ।
তোমার ছলনায় রূপোলি জোছনায়
জোছনা ভেজা ক্ষণে মোর কবিতার আয়োজন
তুমি খুঁজোনি— তুমিতো বুঝনি তাতে
আমার অবুঝ মন তোমায় ভালোবেসে অনুক্ষণে
অভিসার কামনায় তোমার অন্বেষণে ন্যস্ত সদা
প্রেমের সাধনায়, কবে যে হবে দেখা মিলন মন্ত্র গানে ।
যদি হঠাৎ মৃত্যু এসে দাঁড়ায় আমার দরজায়
এই ক্ষণিকালয়ে, কেউ তো থাকে না চিরকাল
ভেবে ভেবে ব্যথার সাগর উপচে পরে মনে আরও ভাবী
তোমার আমার অভিসার হয় যেন তার আগে
এমন মধুর ক্ষণে, তোমার জন্য প্রেম যে জাগে প্রাণে ।



মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১১ ই মে, ২০২৪ রাত ১১:১৫

শূন্য সারমর্ম বলেছেন:


অতীত নিংড়ে বের হওয়া কবিতা?

২| ১২ ই মে, ২০২৪ দুপুর ১২:১৪

সোনালি কাবিন বলেছেন: বাহ!!

৩| ১২ ই মে, ২০২৪ বিকাল ৩:১১

নয়ন বিন বাহার বলেছেন: পড়তে ভালো লেগেছে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.