নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
যমদূতের চিঠি আসে ধাপে ধাপে
চোখের আলো ঝাপসাতে
দাঁতের মাড়ি আলগাতে
মানুষের কী তা বুঝে আসে?
চিরকাল থাকার জায়গা
পৃথিবী নয়,
মৃত্যুর আলামত আসতে থাকে
বয়স বাড়ার সাথে সাথে
স্বাভাবিক মৃত্যু যদি নসিব হয় ,
মৃত্যুর অপেক্ষায় কেউ থাকে না
তবুও তো মৃত্যু অবধারিত এটাই সত্য
ডায়বেটিস রক্তের উচ্চ চাপ
গ্যাস্ট্রিক আলসার মৃত্যুর পয়গাম
বুদ্ধিমান বুঝে নেয় প্রস্তুতি আখেরাতের জন্য
যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ তার পর আর নেই
তোমার প্রেম ও যে হারাবে খেই
প্রেমে যে মায়াকান্নার দাম নেই ।
প্রেম হলে এখনই মৃত্যুর জন্য নিমরাজি
যদি ভালোবাসো মোরে বলে ফেলো আজি
চলনা দুজনে বাকি জীবন ভালো বেসে বাঁচি।
যমদূতের চিঠি আসে যেন রোজ নানা রূপে
আমার বেলা যে যায় তোমার চিঠির খুঁজে।
২০ শে মে, ২০২৪ দুপুর ১:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: যথার্থ বলেছেন আর মানুষ জানে না কখন তা আসবে কোন অবস্থায় ?
ধন্যবাদ কমেন্টে এবং পাঠে ।
২| ১৫ ই মে, ২০২৪ সকাল ১০:৩৭
আলমগীর সরকার লিটন বলেছেন: উছিলা ছাড়া মৃত্যু হবে না
যে কোন কোন না উছিলা আসবে
মৃত্যুর ঘুমে, চাঁদ সূর্য জাগাতে পারবে না
না পারবে প্রেমিকের প্রণয় ইশারা
গভীর চুম্বুনে! উছিলা ঘরের চারপাশ
কখন করবে আলিঙ্গন আমিও জানবো না
জানবে আর কেউ- কেউ------------------
২০ শে মে, ২০২৪ দুপুর ১:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ কমেন্টে এবং পাঠে ।
৩| ১৫ ই মে, ২০২৪ সকাল ১০:৫৫
মরুভূমির জলদস্যু বলেছেন:
- কঠিন বাস্তবের কবিতা।
২০ শে মে, ২০২৪ দুপুর ১:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: মৃত্যু নির্মম সত্যি । ক্ষণিকা লয় ছেড়ে সবাই যাবে চলে ।
৪| ১৫ ই মে, ২০২৪ সকাল ১১:২২
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর কবিতা
যমদূতের চিঠি সবার কাছেই একে একে আসবে
২০ শে মে, ২০২৪ দুপুর ১:৪৭
সেলিম আনোয়ার বলেছেন: কেবল বিচক্ষণ মানুষ বুঝে দিন চলে যায় মৃত্যু একদিন হবেই হবে শুধু প্রস্তুতি নাই ।
©somewhere in net ltd.
১| ১৫ ই মে, ২০২৪ সকাল ৯:৩৪
মহাজাগতিক চিন্তা বলেছেন: যমদূতের িচিঠি আসবেই। সে চিঠি ঠেঁকাবার কেউ নেই।