![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
দিবস ফুরিয়ে রাত্রি আসে
আলো ফুরিয়ে অন্ধকার,
জীবন ফুরিয়ে মরণ আসে
ঠেকায় তারে সাধ্য কার ।
আমার প্রাণে যে একই দাবি বাজে
এই জীবনে তুমি যে শুধুই আমার?
ভালোবাসার মানুষ টিও হায় যায় যে হারিয়ে
মরণশীল পৃথিবীতে কেউ থাকে না চিরকাল।
ভাগ্যবান নেয় যে লুফে ভালোবাসা আরাধ্য যার
ছোট্ট জীবন কর্পূরের মতন কখন যে যায় ফুরিয়ে।
মান অভিমান আকাশ সমান জীবন কিন্তু নয়
ভালোবেসে মানব জীবন তবেই পরিপূর্ণ হয়।
জল ছাড়া নদী যেমন আমি ছাড়া তুমি তেমন
অচল অসার কদাকার ভীষণ রকম অপূর্ণ
তুমি ফুল আমি ভ্রমর আমার ছুঁয়া পেলে তুমি পরিপূর্ণ।
তাই বলি এসো গড়ি প্রেমের দোসর
আমার ওষ্ঠ তোমার ওষ্ঠ- অধর
অঙ্গে অঙ্গে প্রেমের জল তরঙ্গ
আসলে আসুক ঝড় তুফান
আমরা বাইবো প্রেম সোপান
ভালোবাসার আকাশে মোরা মুক্ত বিহঙ্গ।
২০ শে মে, ২০২৪ দুপুর ১:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
২| ২০ শে মে, ২০২৪ সকাল ১০:১৩
আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার কবি দা
২০ শে মে, ২০২৪ দুপুর ১:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৩| ২০ শে মে, ২০২৪ সকাল ১০:৩৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর
২০ শে মে, ২০২৪ দুপুর ১:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
©somewhere in net ltd.
১|
২০ শে মে, ২০২৪ সকাল ৮:০০
নজসু বলেছেন:
সুন্দর।