নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
আজি আমার আঙিনায়
তোমার দেখা নাই,
কোথায় তোমায় পাই?
বিশ্ব বিবেকের কাছে
প্রশ্ন রেখে যাই।
তুমি থাকো যে দূরে
আমার স্পর্শের বাহিরে,
আমি থাকিগো অপেক্ষায়।
আসবে যে তুমি কবে ?
কবে হবেগো ঠাঁই আমার ?
তোমার মনের ভেতরে—আমি যে তরী বাই
গোপন অভিসারে মম বাহুডোরে
আসবে তুমি কবে?
আমার ভাঙা নায়
বলো না কে তুলিবে পাল? তুমি ছাড়া—
তুমি যে ঘুরে বেড়াও প্রজাপতির মতো
তোমার কতো রং , তুমি গাও গান
অচিন কোন সুরে, আমায় রেখে দূরে
সোনাপাখি, তুমি দিয়েছিলে মন,
বহুদিন আগে — করেছিলে পণ !
আমার প্রাণে লাগে ঘুর, দু’চোখ যে নেশাতুর,
ভেবে ভেবে তোমার প্রেমে যে যেতে হবে এক সমুদ্দুর।
তোমার প্রশ্রয় আজও যে ভুলিনি,
বলোনা ভালোবাসা কী মিথ্যে হতে পারে?
তোমায় সাথে লয়ে — যাবো বহুদূর
কবিতা লিখে লিখে, মোদের সেই প্রতিজ্ঞা
আজও আছেগো মোর মনে —সুদৃঢ় প্রত্যয়ে।
তাইতো যাইনি থেমে— মরা নদীর মতো
ক্রমাগত চেষ্টায়, ছিলো না কোন ত্রুটি,
মেদের প্রেমে যে— আজও বৃষ্টি নামে।
মান— অভিমান, আশা— নিরাশার দোলায় দোলে
তবুও তোমার হাতটিতো ছাড়িনি, তাই
থেকোনা আর দূরে, আজও যে রেখেছি আকড়ে।
এবার নামুক বৃষ্টি ,এবার হোক অভিসার, তোমার— আমার
জৈষ্ঠ্য –শ্রাবণ– আষাঢ়, মিলন মন্ত্রগানে।
সারা দেশ মরছে যেন— মরুর তিয়াস প্রাণে
মোদের মিলন অভিপ্রায়ে।
এবার দাওগো মুক্তি! এবার দাও শক্তি!! এবার করো পণ!!!
মোদের কালোত্তীর্ণ প্রেমে আসুক সেই মহেন্দ্র ক্ষণ..
২১ শে মে, ২০২৪ সকাল ১০:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: যে হারায় সে বুঝে কি যে ভীষণ কষ্ট..
২| ২০ শে মে, ২০২৪ বিকাল ৩:১০
কাজী ফাতেমা ছবি বলেছেন: প্রেম আসার দিন শেষ।
সুন্দর কবিতা
২১ শে মে, ২০২৪ সকাল ১০:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: উঠুক প্রেমের জোয়ার ভাসিয়ে নিয়ে যাক অযাচিত সব বাধা তিমির অন্ধকার। .।
৩| ২০ শে মে, ২০২৪ রাত ৮:৪১
জিনাত নাজিয়া বলেছেন: যার অপেক্ষা শেষ হয়না,সে বুঝে অপেক্ষা টা কী জিনিস। কবিতা সুন্দর হয়েছে সেলিম ভাই,ভালো থাকবেন।
২১ শে মে, ২০২৪ সকাল ১০:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: আপনিও ভালো থাকবেন শুভকামনায় ধন্যবাদ।
৪| ২০ শে মে, ২০২৪ রাত ১০:০৮
আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার ,
কবিতায় এই "প্রেমাপেক্ষা"র তৃষ্ণা ছড়িয়ে যাক সবখানে। চাতক পাখির মতো সেই " তুমি" যেন ফিরে আসে!!!!!!!!
২১ শে মে, ২০২৪ সকাল ১০:৩৬
সেলিম আনোয়ার বলেছেন: আপনার কমেন্ট বাস্তব হোক জয় হোক কালোত্তীর্ণ প্রেমের ।
৫| ২১ শে মে, ২০২৪ দুপুর ১২:৫৭
শেখ সোভানা ইয়াসমিন বলেছেন: ভালো লিখেছেন
©somewhere in net ltd.
১| ২০ শে মে, ২০২৪ দুপুর ২:০১
এম ডি মুসা বলেছেন: ভাই প্রিয় মানুষটা হারিয়ে গেলে আসলে খুব কষ্ট লাগে বুঝছেন। আমারও ভীষণ কষ্ট পাচ্ছিলাম।