নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

নজরুল তুমিও জীবন নদী!!!!

২৫ শে মে, ২০২৪ রাত ৮:০৯



নজরুল তুমি!!!

নজরুল তুমি মুক্ত বিহঙ্গ বাংলার আকাশে
স্বাধীনতার ধ্বজাধারী অগ্রপথিক
সাম্যের জয়গান, অনন্য প্রেমিক পুরুষ
তুমি, গেয়েছো সতত শৃংখল ভাঙ্গার গান
তুমি যেন কাণ্ডারি চেতনার ধ্বজা ধারী
যৌবনের অনুরাগে , তোমার আঘাতে
ভূলন্ঠিত হয় অত্যাচারীর খড়গ কৃপান
তুমি জাগিয়ে তুলো তুমি দেখাও পথ
তুমি চির প্রতিবাদি হে কবি অন্যায়ের বিরুদ্ধে ।
তুমি একে দাও ভগবানের বুকে পদচিহ্ন,
বাংলার সাহিত্য অঙ্গনে তুমি উজ্জ্বলতম নক্ষত্র
বিশ্বমানবতার মূর্ত প্রতীক তুমি যে অনন্য।
বিনম্র শ্রদ্ধা তোমায় আজকের এই দিনে ,
তুমি আজও সাহস দাও প্রেরণা দাও
আমাদের অগ্রযাত্রায় হতাশার তিমির আঁধার ঠেলে
সতত বঞ্চিত আর্ত-পীড়িত শোষিত মানুষের মনে ।

জীবন নদী!!!!


জীবন নদী বয়ে চলে
আশা নিরাশার দোলাচলে ,
কেউ জানে না কোন ঠিকানায় গন্তব্য কোন খানে।
জীবন নদী থাকে না থেমে হায় !
জীবন চলার পথে ব্যর্থ মনোরথে ছোটে চলা দায়!
সতত প্রবাহমান তটিনী যেমন ভাঙাগড়ার
কাব্য গড়ে ছোটে চলে সাগর পানে,
আমি যেন তেমনি ছোটে চলি তোমার পানে মনের টানে!
কত অজানা হয় যে জানা অচেনা হয় চেনা
চলার পথে নদীর বাঁকে সম্ভাবনার বালুচর জাগে
আমাদের বেচাকেনা হৃদয়ের লেনা দেনা
হয় যে সাধন, স্বর্গের মতন আলোর নাচন কথোপকথন
ভালোবাসার কাব্য গড়া মোদের জানে সকল জনে।
জীবন নদী বয়ে চলে তোমার পানে প্রেমের সন্ধানে।

মন্তব্য ৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে মে, ২০২৪ রাত ৮:৫১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কবি হবে স্বাধীন , অকুতোভয়
তার লেখায় তাই তো জানি ।

...........................................................
তিনি কুমিল্লায় বিয়ে করে পরদিন পালায়ে
গেলেন কেন ?
জানতে ইচ্ছে করে ।

২৬ শে মে, ২০২৪ সকাল ৯:৪২

সেলিম আনোয়ার বলেছেন: কে জানে কি কারণ হয়তো অভিমানে ।

২| ২৬ শে মে, ২০২৪ সকাল ১০:২১

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর কবিতা

২৬ শে মে, ২০২৪ বিকাল ৩:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: ুন্দর কমেন্টে অনেক ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.