নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

তুমি আসবে আমার কাছে আমি এখনো আছি বেঁচে

২৬ শে মে, ২০২৪ বিকাল ৩:৪৬


তুমি আসবে আমার কাছে

তুমি আসবে আমার কাছে
নদী যেমন ছোটে আসে সাগর পানে
তুমি আসবে আমার কাছে
তোমার হৃদয়ের গভীর টানে, তেমন করে।
জানি তুমি আসবে ভালোবাসবে
শুধু আমায় , তুমি আমি গড়বো দোসর
মিলন মন্ত্র গানে শুধু তোমার সাথে
খেলবো প্রেমের খেলা
জানি আমার কাছে আছে তোমার চাহিত প্রেম
আর কোথাও নাই অনেক ভালোবাসি ওগো
শুধু তোমায়।


এখনও আছি বেঁচে


এখনও আছি বেঁচে স্রষ্টার অপার কৃপায়
এখন ও যে ভালোবেসে তোমায় ধন্য আমি
জানে অন্তর্যামী, ক্ষণিকের এই বসুন্ধরায়!
তোমাকে অভিবাদন হে প্রিয়তমা
অন্তরতমা অপ্রগলভ প্রেমে ,
তুমি যে মোর একান্ত সাধনা
প্রেমের শিরোনাম যেন কত যুগ যুগ ধরে ।
কতো নামে যে তোমায় ডাকি
তবুও যেন তৃষ্ণা মেটে না এই প্রাণে
তাইতো তোমার এতো নাম ।
সময়ের ডানায় চড়ে কালোত্তীর্ণ এক প্রেমে
অভিবাদন তোমাকে ওগো মোর নিরুপমা অপসরা …
দিন যায় রাত যায় গোধূলির আলো মেখে
সূর্যেটাও ডুবে যায় পশ্চিমের আকাশে।
শুধু তোমার অস্ত নাই ঘুরলাগা সন্ধ্যায়
গভীর রাতে পূর্ণিমায়
তিমির আঁধারে তুমি এসে ধরা দাও বাহুডোরে
ধমনী শিরায় হৃৎপিণ্ডে অস্থি মজ্জায়
তুমি যেন ধ্রুবতারা ভালোবাসার অনুরণনে কাঙ্ক্ষিত কল্পনায় ।
তুমি গড়েছো যে আবাস মনে
বিধাতা যে গড়েছেন তোমায়
আমার মনের মতো করে ।
আমি বলতে পারি দ্বিধাহীন চিত্তে
এতো ভালো বাসেনি যে কেউ তোমাকে আগে
হে অনন্ত প্রেম আমার, আমার মতোন করে ।
অনন্ত প্রেরণার আধার হে তোমারে বুকে লয়ে
আমার এই বেঁচে থাকা রঙিন স্বপ্ন আঁকা
জীবনের ক্যানভাসে
এসো না গো অপার বাস্তবতায়
এসো না প্রশান্তির এক পশলা বৃষ্টি হয়ে
আমার ভালোবাসা ঝরে পড়ে যেন
তোমার সরোবরে।



মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে মে, ২০২৪ বিকাল ৪:৩৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাসি পাচ্ছে কিত্তাম

আর আসার সময় নাই তো সেলিম ভাইয়া
ভুলে যান

সুন্দর হইছে

২৭ শে মে, ২০২৪ দুপুর ২:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: সময় কেন নাই সে কী মরে গেছে নাকি প্যারলাইজড দূর্ভবনার কথা

২| ২৭ শে মে, ২০২৪ সকাল ৯:২০

মরুভূমির জলদস্যু বলেছেন:
- প্রথমটা প্রেমর, ভালোটাই প্রথম।

২৭ শে মে, ২০২৪ দুপুর ২:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ । শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.