নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
রক্তের দাগ এখনো শুকায় নাই
রক্তের দাগ এখনো শুকায় নাই
বাতাসে আজও বারুদের গন্ধ
ভেসে আসে মজলুমের হাহাকার
ঐ দেখো বর্বরতা
ঐ দেখো বিবেকের দরজা বন্ধ
মানবতা ডুকরে কেঁদে ওঠে
প্রলয়ের উল্লাস,
নারকীয় তান্ডবে নাচে দেখো দানবে
বিপন্ন মানবতা মরণ উপত্যকায় , মৃত্যুর উল্লাস
সবচেয়ে বেশি দেখে যেন ঐ অন্ধ
তাই চির তরুণ অরুণেরা মিছিলে শ্লোগাণে
মুক্ত বিহঙ্গ ছোপছাপ রক্ত বাংলার রাজপথে
একঝাক আগুন পাখি যেন বসন্ত বাগানে
রক্তের দাগ এখনো শুকায় নাই
কিভাবে যে মানবতা রক্ত মাড়িয়ে
এসেম্বলিতে যায় প্রশ্ন জাগে মনে
কিভাবে হতে পারে সন্ধি
মুজিব ইয়াহিয়া দুইজন দুই মেরু
জনমনে তাই দ্বিধাদ্বন্দ্ব
এইখানে নেই কোন দ্বন্দ্ব
শহীদ আবু সাঈদ জান্নাতে বসে হাসে
বিবেকের বন্ধ কপাট ভাঙতে হবে
ছিনিয়ে আনতে হবে নাগরিক অধিকার গণতন্ত্র
মুজিব যেন যায় জিতে ইয়াহিয়া হবে ধ্বংস
রক্তের দাগ এখনো শুকায়ে নাই
বাতাসে আজও রয়ে গেছে যে বারুদের গন্ধ ।
ভুলে যাওয়ার মতো একটি দুস্বপ্ন কেবল!!!!
আমাদের নেই মনে
একটু আগে ঘুমের ঘুরে
যেন একটা দুস্বপ্ন দেখছিলাম
হয়তো ভুলে যাবো একটু পরে
দেখেছিলাম মনে হয়
চারিদিকে মিছিল শ্লোগান
উত্তাল সারা বাংলার জনপদ
কেউ গাইছিলো কোরাস কেউ বা সমবেত সঙ্গীত
কেউ করে আবৃত্তি বিদ্রোহী কবিতা
তবুও যদি ধ্বসে যায় বৈষম্যের ভিত
কেই ছিলো মিছিলে শ্লোগানে
কেউ ছিলো পানি হাতে তৃষিতেরে দিতে জল
তারা কাড়া নাড়ে সজোরে বিবেকের রুদ্ধদ্বারে
বিপ্লবী আবু সাঈদ বুক চিতে দাড়িয়ে চীনের প্রাচীর যেন
অতঃপর পুলিশের লক্ষ্যভেদী নিশানা
যেন একটি বিপ্লবী ঝাণ্ডা লুটিয়ে পড়ে বাংলার জমিনে
ফুলের মতো সুন্দর ছেলেরা মেয়েরা দলবেধে নামে রাজপথে
শহীদের রক্ত বৃথা যেতে পারে না পারে না তারা তাই মরিয়া দৃঢ় প্রতীজ্ঞ
তাদের দাবি কোটা সংস্কার তারা চায় বিচার নির্বিচারে হত্যার
তারা যেন দেবদূত সত্য প্রতিষ্ঠায় জীবন দিতে সতত প্রস্তুত
তাদের দাবি ছিল বৈষম্যহীন পৃথিবী
আঁধার রাতে নির্বিচারে গুলি চলে চলে গণহত্যা
যেন সেই পঁচিশে মার্চ ভয়াল কালোরাত রাজপথে তখন সামরিক জান্তা
আর্ত পীড়িতের ক্রন্দনরোল হলো নিস্তব্ধ ক্ষণিকের তরে
দুস্বপ্নের এই ক্ষণে ভেঙে গেলো ঘুম
তারপর আর মনে নেই ফিরে এলাম বাস্তবতায়
আবু সাঈদ বেঁচে আছে চেয়ে আছি সেই খবরের প্রতীক্ষায় ..
ছবি নেট থেকে
৩০ শে জুলাই, ২০২৪ বিকাল ৩:২৪
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ সঙ্গে থাকার জন্য ।
©somewhere in net ltd.
১| ২৯ শে জুলাই, ২০২৪ বিকাল ৪:২১
পুরানমানব বলেছেন: সাবাশ।