নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
কেউ ছিল বারান্দায় কেউ বা ছিল ছাদে
কেউ আবার বুলেটবিদ্ধ হয়ে মরে
ঘরের ভেতরে বসে ।
বেড রুমের নিরাপত্তা আগে থেকেই নেই
এখন থেকে রাজপথেও সেই একই অবস্থা
এ কেমন বাংলাদেশ, স্বাধীনতার তেপ্পান্ন বছর পরে
শিশু থেকে বৃদ্ধ কারও যে নেই কোন ছাড়
অনলাইন অফলাইন সব নিষিদ্ধ, একই সমাচার
দিনে রাতে সমানতালে চলছে যে গ্রেফতার ।
বুক ফুলিয়ে রাজপথে কেউ যদি বলে বাংলাদেশ
তার কপালেও জুটতে পারে বক্ষ ভেদী তপ্ত বুলেট।
এ কেমন প্রশাসন এ কেমন স্বাধীন দেশ।
মুখ ফোটে রাজপথে কিছুই যাবে না বলা
কথায় কথায় সীমা লংঘন শুধু তাদের অধিকার
নির্বাচারে চলবে গুলি মরবে মানুষ অনেক গুলি
জনসাধারণের উপর রাজপথে চলবে নির্মম অত্যাচার
ওটাতো তাদের মগ প্রশাসনেরই অংশ,
জেল জুলুম হত্যাযজ্ঞ যাহাই করুক ওদের জন্য সবই যেন জায়েজ ওরা যেন কংস মামার বংশ
ওরা গণতন্ত্র মানবাধিকার সবকিছু করতে পারে ধ্বংস। এসবে ওদের যেন আছে একচ্ছত্র অধিকার ।
নির্বিচারে দেশের মানুষ মারার অত্যাচার করার।
তবুও ওদের পক্ষে কিছু লোক করছে উকালতি
হে তাবেদার উকিল সমাজ তোমারা কী তবে অন্ধ
বিবেকের দ্বার তোমাদের যেন চিরতরে বন্ধ ।
জালিমের পক্ষ নিয়ে দেখাও যুক্তিতর্ক
তোমরা যেন ওদের পোষা তোতাপাখি,
মানব কূলের নষ্ট কীট তোমরা আবার মানুষ নাকি?
মানব সমাজের তোমরা যে কলঙ্ক।
০১ লা আগস্ট, ২০২৪ দুপুর ২:১২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
©somewhere in net ltd.
১| ০১ লা আগস্ট, ২০২৪ রাত ১:১৭
আরেফিন৩৩৬ বলেছেন: অসাধারণ। সব মানুষ মিলেছে যে মোহনায়। স্বপ্নের বাংলাদেশ, শোষণ মুক্ত বাংলাদেশ চাই।