নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
দশটি সদ্য প্রস্ফুটিত রক্তগোলাপ
দশটি শিশুর প্রাণ অকাতরে
গেছে ঝরে —তিমির আধারে
বারান্দায় ছাদে, বসে থেকে ঘরে
যেন দশটি সদ্য প্রস্ফুটিত রক্তগোলাপ
ঝরে গেলো অনাদরে ।
কে নেবে তার দায়ভার!
হে রাষ্ট্র তাদের পক্ষে কি
বলা যাবে? তারা তো নিষ্পাপ!
তাতে কি উস্কে দেয়া হয়, বীর জনতা বাংলার?
তোমাদের চেহারা তাতে কী হয় কদাকার।
তাতে কী অন্যায় হবে?
এটাতো নয় কসাই খানা
তাতেও কি হতে পারে রিমান্ড জেল জরিমানা?
তাদেরও যে ছিলো অধিকার
একটি নিরাপদ বাসযোগ্য দেশের
তারও তো ছিল— দাবিদার।
তাদের জীবন দিন ফিরিয়ে
যদি পারেন, এই নিরাপত্তহীনতা
ও প্রাণ সংহার তো মানবাধিকারের সুষ্পস্ট লংঘন
দৃষ্টান্ত মূলক বিচার চাই এই ঘৃণ্য বর্বরতার।
এবার বাংলা ছাড়ো
তোমাদের পাপাচারের পাহাড় যেন ছূয়েছে ঐ অনন্ত আকাশ
রন্ধ্রে রন্ধ্রে দূর্নীতি, তোমাদের উপর নেই কোন আস্থা ও বিশ্বাস
দেশের দশের সকলের, তাইতো মা বাবা ভাই বোন এখন - রাজপথে
চরম অনিরাপত্তায়, তারাও সঙ্গী হতে চায় - প্রিজন সেলে
তাদের সন্তান হৃদস্পন্দন কলিজার টুকরা হয়েছে গ্রেফতার
অথবা গ্রেফতারি পরোয়ানা নিয়ে হয়েছে ফেরারি
তারা কি দেশপ্রেম ভালোবাসার বন্ধন সব ছেড়ে
আপনাদের নড়বড়ে মসনদের নিশ্চয়তা দেবে
হয়তো সন্তান হারিয়ে আজ তারা সর্বশান্ত
মসনদের প্রহসনে তারা দিকভ্রান্ত
যাদের দরজায় রাত বারোটার পর কড়ানাড়ে খট খট শব্দে
পাক হানাদারের মতো - এটাই কি দাবি তব নব্য সভ্যতার
ক্ষমতার মসনদ কেন এতো নড়বড়ে
নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে? কে নেবে তার দায়ভার?
গুইবলসীয় কায়দায় তোমাদের ধৃষ্টতা যেন আকাশ ছূঁয়েছে
হে দূর্ণীতির আকাশ ,এবার বাংলা ছাড়ো ।
তাদের কথা বলছি
কোটা সংস্কারের দাবিতে
যারা হারালো প্রাণ, তাদের কথা বলছি
কেন তাদের মরতে হলো?
শুকনো পাতার মতো ঝরতে হলো
এই বর্বর হত্যাকান্ড কারা ঘটালো?
কাদের ব্যর্থতার বলি তারা?
কাদের দায়িত্ব জ্ঞানহীনতার দায়ে-
তারাতো চেয়েছিলো অধিকার ।
কোটা সংস্কারের দাবিতে
যারা হলো বিকলাঙ্গ, তাদের কথা বলছি!
কেন তাদের পঙ্গু হতে হলো
অক্ষম হতে হলো
এই বর্বর অত্যাচার কারা ঘটালো
কাদের ব্যর্থতার বলি তারা
কাদের দায়িত্ব জ্ঞানহীনতার দায়ে
তারাতো চেয়েছিলো অধিকার
কোটার সংস্কার ।
কোটা সংস্কারের দাবিতে
যারা রাজপথে মিছিলে— শ্লোগানে, তাদের কথা বলছি
কেন তাদের রাজাকার বলা হলো?
স্বাধীনতার তেপ্পান্ন বছর পর, আমাদের নব প্রজন্ম
ক্ষত বিক্ষত রক্তাক্ত বিক্ষুব্ধ আগ্নেয়গিরি কেন হতে হলো?
দেশটা কেন হলো সমুদ্রে উত্তাল ঢেউ যেন এক সুনামি।
কাদের ব্যর্থতার বলি তারা?
কাদের দায়িত্ব জ্ঞানহীনতার দায়ে?
তারাতো চেয়েছিলো ন্যায্য অধিকার-
ওদের ন্যায্য দাবি
মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ;
বৈষম্যহীন পৃথিবী— যোগ্য নেতৃত্ব—পরিশেষে দেশের সমৃদ্ধি।
দেশের সর্বোচ্চ বিদ্যাপিঠ থেকে ওরা পরিপুষ্ট ঋদ্ধ— সমৃদ্ধ
ঐ যে মেধাবী— আগামী দিনের কান্ডারি
ওরা তো নয় চাদাবাজ, দুষ্কৃতিকারি কিংবা পিটুয়া বাহিনী
ওরা দেশের ভবিষ্যৎ— আলোকিত পথের পথচারি
হ্যা! তাদের কথা বলছি,
এতো কিছুর পর কি করে থাকে মসনদের ম্যুহ?
ওরাই ছিলো আমাদের পৃথিবী
পৃথিবী ছাড়া দেশ কি হয় ?
পৃথিবীর কথাই বলছি কেন এতো ধ্বংসযজ্ঞ
আর মানবতার চরম লংঘন ।
০৬ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:২৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
২| ০১ লা আগস্ট, ২০২৪ রাত ৯:১৬
কাঁউটাল বলেছেন:
০৬ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:২৭
সেলিম আনোয়ার বলেছেন: মর্মান্তিক ।
©somewhere in net ltd.
১| ০১ লা আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:১৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
অপূর্ব।