নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
সকল বাঁধা তুচ্ছ করে
ছাতা মাথায় জনতার ঢল নামে
গণমিছিল হয় স্বতঃস্ফূর্ত ।
মুগ্ধ চোখে চেয়ে থাকি মুক্তিযুদ্ধের ছবি আঁকি
বীর বাঙালি যেন অপ্রতিরোধ্য ।
বাঁধ ভাঙার উচ্ছ্বাসে দৃঢ় প্রত্যয়ে
বৈষম্য বিরোধী মিছিলে শ্লোগানে
ক্লান্ত যখন সবে করবে যে কে
পানি বিতরণ! মুগ্ধ উদ্বিগ্ন।
গোটা স্বদেশটাই যে ভীষণ তৃষিত
আসমান ভেঙে পড়ে পানি
যেন স্রষ্টার আশ্বাস বাণী
মুষলধারে বৃষ্টি পড়ে
বেহেশতে বসে তৃপ্তির হাসি হাসে মুগ্ধ;
পৃথিবীর তৃষ্ণা হয় যেন নিবারণ ।
আবু সাঈদের রক্ত নদীর জলে যায় ভেসে
বাঙালির চেতনায় মিশে যায়
নদীর বুকে জোয়ার ওঠে বীর বাঙালি হয় উদ্বুদ্ধ।
কাণ্ডারি নাহিদের জমাটবাঁধা রক্ত
যেন লাল টকটকে এক উদীয়মান সূর্য ।
বাঘিনীরা গর্জে ওঠে উচ্ছ্বল তারুণ্যে
স্বৈরাচারের মসনদে তাই উঠে ভূমিকম্প ।
কবি শুধু লিখে যায় বিজয়ের মন্ত্র
ভয় নাই ভয় নাই বিপ্লবী চেতনার
পাঠক করে পাঠ বাঁধ ভাঙার উচ্ছ্বাসে
অন্যায়ের প্রতিবাদে নামে ঢল জনতার
স্বৈরাচার ভীত সন্ত্রস্ত। বাংলার প্রতিটি ঘর
যেন আজ গড়ে ওঠা দূর্গ,
যার যা আছে তাই নিয়ে ঝাপিয়ে পড়ে ,
থেকে থেকে বাজে রণ তূর্য।
©somewhere in net ltd.
১| ০৩ রা আগস্ট, ২০২৪ রাত ১২:৪২
সেলিম আনোয়ার বলেছেন: রৌদ বৃষ্টি ঝড় মাথার উপর অতঃপর
আছে প্রাণ নাশ গ্রেফতার হুমকি
স্বৈরাচারের পুলিশ -লীগের চোখ রাঙানি ধমকি
নির্বিচারে তারা করতে পারে গুলি
তাদের মাঝে লুকিয়ে আছে ঠাণ্ডা মাথার খুনী
ইতিমধ্যে গণহত্যায় মরেছে কয়েক শত
কয়েক হাজার হয়েছে ক্ষতবিক্ষত রক্তাক্ত, রাজপথ থাকার ঘর কিছুই যে নেই বাকি হেলিকপ্টার যুদ্ধ জাহাজ আছে ট্যাঙ্কার
এতো বাঁধা মৃত্যু আশঙ্কা সঙ্গে নিয়ে ই থাকি।
কোনো কিছুই আর দমাতে পারেনা
স্টুডেন্ট পাওয়ার অপ্রতিরোধ্য তারুণ্যের বলে
মা বাবা দেয় ভয়ভীতি সব বিসর্জন সন্তানের মুখপানে চেয়ে
তারাও পথে নামে পথে নামে সচেতন জনতা
তাইতো রাজপথে নেমেছে মানুষের ঢল
প্রবাসীরাও দারুন সচেতন প্রয়োজনে রেমিট্যান্স বন্ধ, ছাত্র ছাত্রী তরুণ সমাজ ওরাই যে দেশের হৃৎস্পন্দন ওরা ই দেশের ভবিষ্যৎ আমরা সবাই নিবেদিত ওদের ই জন্য, গাই যৌবনের ই গান
তোমাদের লাল সালাম হে মৃত্যুঞ্জয়ী চির তারুণ্য।