নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
ফিনিক্স পাখি জন্মেছে নতুন করে যেন
ব্যথিত অতীতের ধ্বংসাবশেষ থেকে
এবার উড়বে মহাআকাশের সীমানায়
দ্বিধাহীন চিত্তে ।
ফিনিক্স পাখিরা জন্মায় যখন দেয়ালে
পিঠ ঠেকে যায় , দ্রোহের অনলে জ্বলে জ্বলে হয় ছাই ,
ফিনিক্স পাখি তাই সবচেয়ে বেশি সুন্দর
যেন বিশ্বের বিস্ময় , একবার যদি তারে দেখা যায়।
অবাক চেয়ে দেখে মুগ্ধ দুচোখ,
বিদ্রোহী ফিনিক্স পাখির একে একে বাঁধা জয়
ইতিহাস লেখা হবে এসেছে যে সেই মহেন্দ্র ক্ষণ।
তুমি— আমি রাজ স্বাক্ষী তার ,
ইতিহাসের পাতা এখনও যে আছে খালি
হিসেব করে দেখো কতটুকু আছে কালি
খোলা কলমে খুব করে চাইলে
তবেই পারবে লিখিতে , সিদ্ধান্ত নিতে হবে
ইতিহাসের পাতায় কোথায় থাকবে? কোনখানে ?
একদিকে মজলুম ছাত্র— জনতা অন্যদিকে
স্বৈরাচার— রাজাকার, নতুন মেরুকরণের খাতা
তৃতীয় দল সুনিশ্চিত মোনাফেক সুকৌশলে সুবিধাবাদী ;
জাহান্নামের সর্বোনিকৃষ্ট স্থান হবে যার!
ফিনিক্স পাখি উড়েছে বাংলার আকাশে
যেন এক অবতার।
ইতিহাস হবে লেখা, হবে লেখা কবিতা
আমি আম জনতার— গাহি সাম্যের জয়গান
তুমি কোন অংশ হবে সে তোমার এখতিয়ার
ইতিহাস হচ্ছে লেখা
ফিনিক্স পাখি, বাংলার বিদ্রোহী জনতার,
আমি শুধু লিখতে চাই
আমি বিপ্লবী জনতার।
©somewhere in net ltd.