নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

দুটি কবিতা

১৭ ই আগস্ট, ২০২৫ দুপুর ২:১২

নিনাদ


লোহা বালিতে, নীরবতা ভেঙে,দেবতা ও সাপের অপলক দৃষ্টিতে।
সহস্র চোখ, মাত্র একটি শ্বাস,মৃত্যুর ঠিকানা থেকে এক ধাপ এগিয়ে।
নির্ভীক মুকুটহীন নেই কোন মসনদের ম্যুহ,
তবু রক্ত বলে দেয় কথা বিজয়ীর উপমা ,ভেঙে সব শত্রুর রক্ষণব্যুহ
সোনার চামচ মুখে জন্ম নেওয়া নয়, লেলিহান আগুনে তৈরি,
তারা হয়তো ভুলে যাবে কিন্তু ভুলবে না আমার নাম।
সিংহ আসুক এবং নিষ্ঠুর কংস তাচ্ছিল্য করুক,
আমি কোনো ঢাল নিয়ে আসি না আমি যে নির্ভীক
শরীরের প্রতিটি ক্ষত দেখায় আমার দৃঢ়তা
শত আঘাত শয়ে ঘুরে দাড়ানো সক্ষমতা
যদিও তোমার বৃদ্ধাঙ্গুলী উপরে তুলে দাও, অথবা নিচে দাবাও,
এই হৃদকম্পন জয় বা পরাজয়ে যায় বেড়ে
মৃত্যুকে ভয় করি না সিনা টান করে থাকি দাড়িয়ে
বিপ্লবী জীবন ঠিক যেন গ্লাডিয়েটর এসব কিছুর আলিঙ্গনে ।

অকাট্য দলিল

স্বার্থপর এই পৃথিবীতে কেউ কারো নয়
প্রয়োজন ফুরিয়ে গেলে প্রিয়জনও যায় ভুলে
প্রকৃতির নিয়মে সবাই চলে যেতে হয়।
মানবেরে নিস্বার্থ ভালোবাসে শুধু স্বয়ং বিধাতা
নিজের দেহ অঙ্গ প্রত্যঙ্গ রোজ হাশরের ময়দানে
অকপটে বলে দেবে সব, অকাট্য দলিলে —
জমি জমা বাড়ি গাড়ি নিষ্ঠুর সময় কেড়ে নেবে।
যতদিন এদেহে প্রাণ আছে— অর্থের সময়ের দাম আছে
মরে গেলে সবকিছু ছেড়ে চলে যেতে হবে অন্ধকার কবরে
এটাই চিরন্তন নিয়ম সঙ্গে যাবে শুধু ঈমান আর আমল
ভালো কাজের জন্যই শুধু আছেগো উত্তম প্রতিদান
মন্দ কাজের জন্য কঠিন শাস্তি স্বার্থপরতা দেবে না যে স্বস্তি
পরপারে তবুও মানুষ নিতন্ত স্বার্থপর ক্ষণিকের এই চরাচরে
শুধু অপ্রগলভ ভালোবাসা খুঁজে না প্রতিদান এই মৃত্যু গহবরে।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:২৫

বিজন রয় বলেছেন: কেমন আছেন কবি ব্লগার!
ব্লগে সেই আমেজ আর পাই না।

০১ লা সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: যেদিন যায় চলে সেদিন কি আর আসে ফিরে। অনেক প্রিয় ব্লগার চলে গেছেন না ফেরার দেশে। অনেকে আবার নাস্তিক ট্যাগের ভয়ে ব্লগ ছেড়েছেন।। কেউ কেউ অভিমান করে চলে গেছেন। অনেকে আবার কর্মজীবনে ভীষণ রকম ব্যস্ত হয়ে পড়েছেন ইচ্ছা থাকলেও আর হয়ে ওঠছে না । ব্লগ এখন অনেকটাই নিষ্প্রাণ। তারুণ্য হীন। নতুন এক ঝাক তরুনের কর্মোদ্দীনা দরকার। তবেই ব্লগ যেন নতুন করে জেগে ওঠবে। ব্লগ লেখার পাশাপাশি অন্য ব্লগে কমেন্ট করাও অনেক দরকারি ব্লগ সচল রাখার জন্য প্রাণবন্ত করার জন্য । ধন্যবাদ কমেন্টে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.