নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

সনেটু

২১ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:১৩

কবিতা লিখতে যে প্রেমে পড়তে হয়
হৃদয়ের গহীনে কড়া নাড়ে বেদনা
শব্দেরা নীল প্রজাপতি নীল গগণে
ভালোবাসা গড়ে দেয় সুখের আলয়।
নয়নের জলে হয়ে ওঠে ধ্রুবতারা
অক্ষরেরা খেলে অনুভূতি খেলা
প্রেম মানে যে হাসি নয় অলস বেলা
যেখানে প্রগাঢ় অনুভব যে দিশেহারা।

একটি স্পর্শ, একটি টান কাছে আসা
না পাওয়ায় গভীর বিচ্ছেদ যন্ত্রনা
তাতেই যে মুক্তি তাতে হাওয়ায় ভাসা।
কবি লেখে গভীর অনুভবে মন্ত্রনা।
প্রেমে না পড়িলে সৃষ্টি হয় না যে কিছু
প্রেমে পড়লে কবিতা নেয় কবির পিছু।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২১ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:১৫

সেলিম আনোয়ার বলেছেন: জানি পারবে না কেউ—আমার মতন করে
তবুও যদি না বাসো ভালো
তবুও যদি অন্যথা সুখ খুঁজো
কিছুই যে নেই বলার—তোমার ছলা কলার
মনের কথা ব্যক্ত করেছি
লোকচক্ষে বেহায়া হয়েছি—তোমার কারণে
তবুও যদি তুমি বুঝতে পারো তা— অবলীলায়
তোমার কামনায় কতো বিনীদ্র রাত হলো ভোর
প্রেম আর দোষের কিছু নয়
তাই যদি হতো—
তবে কেন এতো গল্প কবিতা গান হলো
তবে কেন প্রেম অনন্ত সাধনা।
মনটা যেন নীল আকাশে ভেসে থাকা ঘুড়ি
তুমি মন করেছো চুরি
দেখতে মনে হয় অপার স্বাধীনতা—আমার ইচ্ছে পাখি
সে যে বাঁধা পড়ে আছে নাটাইয়ের সুতোয়
বুঝে নিতে হয়—মরে গেলেই সব শেষ
এই কলম লিখে দে তুই মোদের পরিণয়।
তোমার কাগজে রঙিন ভাজে মোর কলমের অপরূপ কারুকাজ
যেন শিল্পীর পটে আঁকা ছবি— আমার কল্পনায়
তুমি কবিতা হলে তবেই আমি কবি…
বুঝে নিতে হয় বুঝে নিতে হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.