নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

তুমিহীনতাকে আমি বলি শূন্যতা

০২ রা অক্টোবর, ২০২৫ রাত ৮:২৪

তুমিহীন এই আমার থাকা আর না থাকা
একই কথা,
তুমি হীনতাকে আমি বলি নিঃসঙ্গতা
যদিও থাকি অজস্র মানুষের ভীড়ে
আপন নীড়ে ;
তুমিহীনতাকে আমি বলি ব্যর্থতা
যদিও আর সব সফলতা বসত গড়ে আমায় ঘিরে।
তুমিহীন এই আমি মৃতের সমান কিংবা জড়
কেমন আছি কোথায় আছি হলফ করে বলতে পারো
আমি এখন কোমায় আছি বোমার ভয়ও ছিলো না আমার

যদি তুমি থাকতে প্রিয়া আমার পাশে
নিরদ্বিধায় বলে দিতাম ভালো আছি বেশ ভালো
হৃদয় তোমার আমার বসতবাড়ি সেথায় আছি অপার স্বার্থকতায়
তুমি ছিলে আমার আশার আলো
তুমি ছাড়া যে সব আঁধার ব্যাথার পাহাড়
এই আমি ছন্নছাড়া দিশেহারা
কেমন বাঁচা বেছে আছি তুৃমি ছাড়া এই আমি
তুমিই ভালো বোঝার কথা অপসরা।
না বুঝলেও নেই যে ক্ষতি তুমিই যখন চিরো অধরা
ভালোবাসাহীন জীবনের কি দাম আছে!
আমি শুধু এটুকুই বলবো ভালো সুখে থেকো
এই আমাকে ছাড়া, তোমাকে দূরে ঠেলে দেইনি তো আমি
তুমি হয়ছো পর দারুণ স্বার্থপর চির অধরা
আমার এই তুমিহীন বেঁচে থাকা মৃতের সমান
পাহাড় সমান দুঃখ লয়ে প্রিয়তমা অন্তরতমা জানো তুমি!
ভালোবাসা যে হীরার চেয়ে দামী, নয় কোন রূপকথা
তুমিহীনতাকে আমি বলি শূন্যতা তুমিহীন আমি অপূর্ণতা
অসহনীয় ব্যথিত বিপর্যস্ত হে অপসরা..








মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.