![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই গরমে ইতিমধ্যেই জনজীবন অস্থির হয়ে উঠেছে। মাঝে মধ্যে এক পশলা বৃষ্টি হলে ভালোই লাগে, তবে কখনো সামান্য বৃষ্টির পর আরও যেন জেঁকে ধরে গরম। কিন্তু সহ্য করা ছাড়া উপায় কি, আমাদের মাঝে ক জনেরই বা সামর্থ্য আছে এসি কেনার বা ব্যবহার করার? আবার এসি যে ব্যবহার করবেন। বিদ্যুৎ তো থাকতে হবে, নাকি? সব মিলিয়ে মহা যন্ত্রণার একটি পরিস্থিতি। আসুন, আজ জেনে নেয়া যাক এমন কয়েকটি উপায় যাতে কিনা এসি ছাড়াই ঠাণ্ডা থাকবে আপনার ঘর।
১) দিনের বেলায়, বিশেষ করে মধ্য দুপুরের আগেই ঘরের দরজা জানালা বন্ধ করে দিন। সূর্য পাটে বসার পর আবার খুলে দিন। দুপুরের গরমটা ঘরে ঢুকতে না পারলে কম পক্ষে ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা নেমে যাবে, অর্থাৎ ঠাণ্ডা থাকবে আপনার ঘর।
২) জানালার কাঁচ গুলোয় সাদা রঙ করে দিন, কিংবা রোদ ঠেকাতে ব্যবহার করুন শেড। যদি দুটোর কোনটি করতে না চান, তাহলে স্কচ টেপ দিয়ে ধবধবে সাদা কাগজ সেঁটে দিন জানালার শার্সি গুলোয়। দেখবেন ঘর অনেকটাই ঠাণ্ডা থাকছে।
৩) বাসায় ছোট টেবিল ফ্যান থাকলে সেটাকে খোলা জানালার সামনে সেট করে ছেড়ে রাখুন। এই টেবিল ফ্যান বাইরে থেকে ঠাণ্ডা বাতাস টেনে আনবে ঘরে। দেখবেন ম্যাজিকের মতন ঘর ঠাণ্ডা হচ্ছে।
৪) ঠাণ্ডা পানি বা বরফের টুকরো নিন একটি বাটি বা গামলায়। তারপর তা রেখে দিন টেবিল বা স্ট্যান্ড ফ্যানের একদম সামনে। ব্যস, তৈরি আপনার বিদ্যুৎহীন এসি। টেবিল ফ্যান না থাকলে সিলিং ফ্যানের নিচে রাখলেও খারাপ হবে না। প্রাচীন কালে বাড়ি শীতল রাখতে বড় বড় মাটির পাত্র ভরে পানি রাখা হতো প্রতিটি ঘরে। এটা সেই পদ্ধতিরই আধুনিক সংস্করণ।
৫) গাঢ় রঙ আর ভারী কাপড়ের তৈরি পর্দা, বিছানার চাদর, বালিশের কাভার ইত্যাদি সব কিছুই তুলে রাখুন শীতের জন্য। গাঢ় রঙের এসবব সামগ্রীর ব্যবহারে দেখবেন গরম অনেকটাই বেশী লাগে, যেহেতু তাদের তাপ শোষণ ক্ষমতা অত্যধিক। যতটা সম্ভব হাল্কা রঙের পর্দা, বিছানার চাদর, বালিশের কাভার ব্যবহার করুন। সুতি কাপড় সব চাইতে উপযোগী।
৬) বাতাসে আদ্রর্তা থাকলে গরম অনেক বেশী লাগে। তাই ঘরের মাঝে আদ্রর্তা কম রাখতে হবে। বাইরে থেকে ফিরে ঘামে ভেজা জামা কাপড় শোবার ঘরে মেলে দিবেন না, ভেজা কাপড় ঘরের মাঝে শুকাবেন না। ভেজা কাপড়ের কারণে আদ্রর্তা বেড়ে যাবে ও অনেক বেশী গরম লাগবে।
৭)ঘরে গাছপালা থাকলে সেগুলো অন্তত শোবার ঘর থেকে সরিয়ে রাখুন। এরা আদ্রর্তা বারায় ঘরের পরিবেশে। আবার রাতের বেলা গাছ গুলো কার্বন ডাই অক্সাইড নির্গত করে। গাছেদের বারাব্দায় রাখুন। তাতে বাড়ির পরিবেশ শীতল রাখতে সহায়তা হবে, আবার গাছ গুলোও ভালো থাকবে।
৮) লাল-হলুদ রঙের আলো সব সময় গরম বাড়ায়। লক্ষ্য করে দেখবেন যে বেকারি গুলোতে খাবার গরম রাখতে, বা মুরগির বাচ্চাদের ওম দিতে বাল্বের লাল আলো ব্যবহৃত হয়। এই গ্রীষ্মে হলদে আলোর বাল্ব গুলো বদলে ফেলুন সাদা আলো দিয়ে। এনার্জি বাল্বে ঘর যেমন ঠাণ্ডা থাকবে, তেমনই খরচও বাঁচবে।
৯) প্রয়োজনের অতিরিক্ত আলো জ্বালাবেন না। বাড়তি আলো কয়েক ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়িয়ে দেয়।
১০) দিনের যে সময়টা সব চাইতে বেশী গরম থাকে, তখন চুলার কাজ না করাই ভালো। তাতে বাড়ি আরও গরম হয়ে ওঠে। সম্ভব হলে রান্নাঘরের উপযোগী ফ্যান লাগিয়ে নেয়ার চেষ্টা করুন, আরাম মিলবে।
১১) আমরা অনেকেই পানি ফুটিয়ে খাই। নিজেই লক্ষ্য করবেন যে এই ফুটানোর সময় কি ভয়াবহ গরম হয়ে ওঠে ঘরদোর। সম্ভব হলে ফিল্টার ব্যবহার করুন। সেটা সম্ভব না হলে সন্ধ্যার পর পানি ফুটান। গরম কম লাগবে।
১২) অপ্রয়োজনীয় সমস্ত ইলেক্ট্রনিক যন্ত্রপাতি বন্ধ করে রাখুন। টেলিভিশন থেকে শুরু করে কম্পিউটার- যতক্ষণ যন্ত্রটি প্রয়োজন হচ্ছে, কেবল ততক্ষণই ব্যবহার করুন। এই যন্ত্র গুলো ঘরের তাপমাত্রা বাড়িয়ে দেয়। একবার বন্ধ করেই দেখুন, চমৎকার ঠাণ্ডা হয়ে গেছে ঘর।
এই গরমে ইতিমধ্যেই জনজীবন অস্থির হয়ে উঠেছে। মাঝে মধ্যে এক পশলা বৃষ্টি হলে ভালোই লাগে, তবে কখনো সামান্য বৃষ্টির পর আরও যেন জেঁকে ধরে গরম। কিন্তু সহ্য করা ছাড়া উপায় কি, আমাদের মাঝে ক জনেরই বা সামর্থ্য আছে এসি কেনার বা ব্যবহার করার? আবার এসি যে ব্যবহার করবেন। বিদ্যুৎ তো থাকতে হবে, নাকি? সব মিলিয়ে মহা যন্ত্রণার একটি পরিস্থিতি। আসুন, আজ জেনে নেয়া যাক এমন কয়েকটি উপায় যাতে কিনা এসি ছাড়াই ঠাণ্ডা থাকবে আপনার ঘর।
লেখা- http://www.priyo.com/2013/06/05/20201.html
০৬ ই জুন, ২০১৩ দুপুর ১:১২
গোধূলী বেলায়.. বলেছেন: অনেক ধন্যবাদ
২| ০৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:৪৬
জহির উদদীন বলেছেন: গুড পোষ্ট.......
০৬ ই জুন, ২০১৩ দুপুর ১:১২
গোধূলী বেলায়.. বলেছেন: অনেক ধন্যবাদ
৩| ০৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:৪৬
শুঁটকি মাছ বলেছেন: ভাল পোস্ট!!!!!!!!
০৬ ই জুন, ২০১৩ দুপুর ১:১২
গোধূলী বেলায়.. বলেছেন: অনেক ধন্যবাদ
৪| ০৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:৫৫
অপূর্ণ রায়হান বলেছেন: দারুন ++++++++
০৬ ই জুন, ২০১৩ দুপুর ১:১৩
গোধূলী বেলায়.. বলেছেন: অনেক ধন্যবাদ
৫| ০৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:৫৫
এসএমফারুক৮৮ বলেছেন: গত তিনদিন যাবৎ ফ্লোরে ঘুমাচ্ছি। ফ্যানের বাতাসও গরম।
উপকারি পোষ্ট ভাই।
০৬ ই জুন, ২০১৩ দুপুর ১:১৩
গোধূলী বেলায়.. বলেছেন: অনেক ধন্যবাদ
৬| ০৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:৫৯
ম্যানিলা নিশি বলেছেন:
আপনার ৪ নং আইডিয়া পছন্দ হয়েছে,
আমি ভাবছি ১০ লিটার বালতি পানিসহ ডিপফ্রিজে বরফ বানিয়ে রাত্রে বের করে সিলিং ফ্যানের নিচে রেখে দেব
০৬ ই জুন, ২০১৩ দুপুর ১:১৪
গোধূলী বেলায়.. বলেছেন: দেখতে পারেন, কাজ হবে আশা করি....
৭| ০৬ ই জুন, ২০১৩ দুপুর ১:০২
মদন বলেছেন: +
০৬ ই জুন, ২০১৩ দুপুর ১:১৪
গোধূলী বেলায়.. বলেছেন: অনেক ধন্যবাদ
৮| ০৬ ই জুন, ২০১৩ দুপুর ১:০৬
আদরসারািদন বলেছেন: সকলের তরে সকলে আমরা...............জনস্বার্থ মূলক পোষ্ট। আইডিয়া গুলি মন্দ না। ধন্যবাদ আপনাকে
০৬ ই জুন, ২০১৩ দুপুর ১:১৪
গোধূলী বেলায়.. বলেছেন: অনেক ধন্যবাদ
৯| ০৬ ই জুন, ২০১৩ দুপুর ১:০৯
মেংগো পিপোল বলেছেন: ভালো লাগলো আপনার লেখা। কাজের পোষ্ট। নিচের ছবির মতন ট্টাই করতে পারেন। এটা গরিবের এসি নামে পরিচিত। লাগে বরফ, ছোট ফ্যান, পাইপ। আর প্লাষ্টিকের বাক্স।
১০| ০৬ ই জুন, ২০১৩ দুপুর ১:১৬
গোধূলী বেলায়.. বলেছেন: অনেক ধন্যবাদ, এই টাইপের একটা জিনিস দেখছিলাম একবার, কাজ হয় মনে হয়..
১১| ০৬ ই জুন, ২০১৩ দুপুর ১:২২
Sohelhossen বলেছেন: পোস্ট প্রিয় তে রাখলাম ।
কাজে লাগবে ।
০৬ ই জুন, ২০১৩ বিকাল ৩:১৬
গোধূলী বেলায়.. বলেছেন: অনেক ধন্যবাদ
১২| ০৬ ই জুন, ২০১৩ দুপুর ১:৩২
বড়দাদা বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ
০৬ ই জুন, ২০১৩ বিকাল ৩:১৬
গোধূলী বেলায়.. বলেছেন: অনেক ধন্যবাদ
১৩| ০৬ ই জুন, ২০১৩ দুপুর ১:৩৩
ইলেভেন্থ আওয়ার বলেছেন: গুড পোস্ট।
++++++
০৬ ই জুন, ২০১৩ বিকাল ৩:১৭
গোধূলী বেলায়.. বলেছেন: অনেক ধন্যবাদ
১৪| ০৬ ই জুন, ২০১৩ দুপুর ১:৩৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: দারুন !!!!!
০৬ ই জুন, ২০১৩ বিকাল ৩:১৭
গোধূলী বেলায়.. বলেছেন: অনেক ধন্যবাদ
১৫| ০৬ ই জুন, ২০১৩ দুপুর ১:৩৪
বিবর্ণ সময় বলেছেন: ++++
০৬ ই জুন, ২০১৩ বিকাল ৩:১৭
গোধূলী বেলায়.. বলেছেন: অনেক ধন্যবাদ
১৬| ০৬ ই জুন, ২০১৩ দুপুর ১:৪০
রুদ্র ছায়া বলেছেন: গুড জব...
০৬ ই জুন, ২০১৩ বিকাল ৩:১৭
গোধূলী বেলায়.. বলেছেন: অনেক ধন্যবাদ
১৭| ০৬ ই জুন, ২০১৩ দুপুর ১:৪২
ইমরান খান সবুজ বলেছেন: @মেংগো পিপল---- আপনার সিষ্টেমটা কোথায় পাব?
১৮| ০৬ ই জুন, ২০১৩ দুপুর ২:০৪
নক্শী কাঁথার মাঠ বলেছেন: ঘরের দেয়ালের রং হালকা সবুজ বা পেস্ট কালার হলে কেন যেন ঘর ঠান্ডা থাকে।
০৬ ই জুন, ২০১৩ বিকাল ৩:১৯
গোধূলী বেলায়.. বলেছেন: হয়ত, এবার খেয়াল করে দেখব। ধন্যবাদ ভাই
১৯| ০৬ ই জুন, ২০১৩ দুপুর ২:০৪
আরাফাত শাহরিয়র বলেছেন: অসাধারণ পোস্ট! অনেক ধন্যবাদ!
০৬ ই জুন, ২০১৩ বিকাল ৩:২০
গোধূলী বেলায়.. বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই
২০| ০৬ ই জুন, ২০১৩ দুপুর ২:০৬
বেগুনী ক্রেয়ন বলেছেন: গরমের জন্যে মশারি'র মধ্যে টেবিল ফ্যান নিয়ে নিতাম| গতকাল শুনলাম টেবিল ফ্যান বার্স্ট করে ঢাকায় মানুষ মারা গেল.....।
০৬ ই জুন, ২০১৩ বিকাল ৩:২০
গোধূলী বেলায়.. বলেছেন: খুব খারাপ লাগল।
২১| ০৬ ই জুন, ২০১৩ দুপুর ২:২৯
তানভীর আহেমদ মন্টু বলেছেন: খুব ভালো লাগলো
০৬ ই জুন, ২০১৩ বিকাল ৩:২১
গোধূলী বেলায়.. বলেছেন: অনেক ধন্যবাদ
২২| ০৬ ই জুন, ২০১৩ দুপুর ২:৪১
টানিম বলেছেন: ভালো লাগলো ।
০৬ ই জুন, ২০১৩ বিকাল ৩:২১
গোধূলী বেলায়.. বলেছেন: অনেক ধন্যবাদ
২৩| ০৬ ই জুন, ২০১৩ বিকাল ৩:১৮
জাফরুল্লাহেল মামুন বলেছেন: পিলাচ দিলুম
০৬ ই জুন, ২০১৩ বিকাল ৩:২১
গোধূলী বেলায়.. বলেছেন: অনেক ধন্যবাদ
২৪| ০৬ ই জুন, ২০১৩ বিকাল ৩:২০
সেলিম আনোয়ার বলেছেন: daroon akta post diyechhen...ja gorom porechhey....a thekey bachtey holey jantey hobey.
০৬ ই জুন, ২০১৩ বিকাল ৩:২২
গোধূলী বেলায়.. বলেছেন: হা: হা: ঠিক বলেছেন ভাই, অনেক ধন্যবাদ
২৫| ০৬ ই জুন, ২০১৩ বিকাল ৩:৪৬
মাহাবুব১৯৭৪ বলেছেন: ভালো পোস্ট। তবে ৪ নং আর ৬ নং পরস্পর বিরোধী।
২৬| ০৬ ই জুন, ২০১৩ বিকাল ৪:০৭
নোমান নমি বলেছেন: কাজের পোষ্ট দেখি ঠিকঠাকমত কাজে লাগাইতে পারি কিনা
২৭| ০৬ ই জুন, ২০১৩ বিকাল ৫:১৬
অথৈ সাগর বলেছেন: উপকারি পোষ্ট ভাই।
২৮| ০৬ ই জুন, ২০১৩ বিকাল ৫:৪৪
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ধন্যবাদ ।
জানালার পাশে টেবিল ফ্যান কোন দিকে মুখ দিয়ে রাখবো ?
২৯| ০৬ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১৯
নীল-দর্পণ বলেছেন: ভাল তো
৩০| ০৬ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫০
শিক্ষানবিস বলেছেন: জনকল্যাণমূলক পোষ্ট। অনেক অনেক ধন্যবাদ।
৩১| ০৬ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭
সাইবার অভিযত্রী বলেছেন: +++++++++
৩২| ০৬ ই জুন, ২০১৩ রাত ৮:০০
কালোপরী বলেছেন: +++++++
৩৩| ০৬ ই জুন, ২০১৩ রাত ৮:০৪
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
এসি আছে, না থাকলে কাজে লাগবে। সুপার্ব পোষ্ট।
৩৪| ০৬ ই জুন, ২০১৩ রাত ৮:১০
আল ইফরান বলেছেন: ভালো লাগলো
পিলাচ নেন
৩৫| ০৭ ই জুন, ২০১৩ রাত ১:৫২
দুরন্ত-পথিক বলেছেন: বিশাল দরকারি পোষ্ট দিছেন
ভাললাগ্ল
৩৬| ২৫ শে জুন, ২০১৩ সকাল ১০:২৮
ইমরাজ কবির মুন বলেছেন:
চমৎকার পোস্ট, আরো আগে চোখে পড়া উচিৎ ছিল।
দন্যবাদ আপনাকে ||
৩৭| ১১ ই জুলাই, ২০১৩ রাত ৩:২০
আহসানভাই বলেছেন: ভাল ত
৩৮| ২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:১৯
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: বড় বালতি বা গামলায় পানি রেখে ছোটবেলায় ঘর ঠাণ্ডা করতাম । মনে পড়ে গেলো সেই স্মৃতি । পোস্টে ++++++++++++++++++++++
৩৯| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০২
ফয়সাল আহেমদ বুলবুল বলেছেন: চমৎকার পোষ্ট...................
৪০| ২৩ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৩০
সুমন জেবা বলেছেন: চমৎকার ...................
©somewhere in net ltd.
১|
০৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:৪৫
এস এইচ খান বলেছেন: চমৎকার জনস্বার্থ বিষয়ক পোস্ট। + নিন।