নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গোধূলী বেলায়..

আমার এই পথ চলাতেই আনন্দ...

গোধূলী বেলায়..

আমার এই পথ চলাতেই আনন্দ...

গোধূলী বেলায়.. › বিস্তারিত পোস্টঃ

ফেল করেছেন সবাই !!!

২৮ শে আগস্ট, ২০১৩ রাত ২:২৭

লাইবেরিয়ার শীর্ষস্থানীয় ইউনিভার্সিটি অব লাইবেরিয়ায় (ইউএল) চলতি বছর প্রথম বর্ষে প্রায় ২৫ হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দিয়েছেন। কিন্তু এ শিক্ষার্থীদের মধ্যে একজনও উত্তীর্ণ হতে পারেননি। তাই প্রথম বর্ষের কোনো শিক্ষার্থী ছাড়াই বিশ্ববিদ্যালয়টি নতুন শিক্ষাবর্ষ শুরু করতে যাচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে গতকাল সোমবার বিবিসি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, শিক্ষার্থীদের মধ্যে অনুপ্রেরণা ও ইংরেজি বিষয়ে মৌলিক জ্ঞানের অভাবের কারণে ভর্তি পরীক্ষার ফলাফলে এ বিপর্যয় ঘটেছে।

লাইবেরিয়ার দুটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটিতে এমন ফল বিপর্যয়ে দেশটির শিক্ষামন্ত্রীও হতাশ। অকৃতকার্য ভর্তি-ইচ্ছুকেরা বলছেন, এ ফলাফল তাঁদের কাছে অবিশ্বাস্য। তাঁদের স্বপ্ন চুরমার হয়ে গেছে।



আগামী মাসে ইউনিভার্সিটি অব লাইবেরিয়ায় নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে। কিন্তু ভর্তি পরীক্ষায় কেউ পাস না করায় এবার প্রথম বর্ষে কোনো শিক্ষার্থী থাকছেন না।



শান্তিতে নোবেলজয়ী দেশটির প্রেসিডেন্ট অ্যালেন জনসন সারলিফ স্বীকার করেছেন, লাইবেরিয়ার শিক্ষাব্যবস্থা এখনো বিশৃঙ্খলার মধ্য দিয়ে যাচ্ছে। শিক্ষাব্যবস্থার উন্নয়নে আরও কাজ করা দরকার।



প্রায় এক দশক আগে লাইবেরিয়ায় গৃহযুদ্ধের অবসান হয়েছে। গৃহযুদ্ধের ধকল কাটিয়ে ওঠার চেষ্টা করছে দেশটি।



লাইবেরিয়ায় অনেক বিদ্যালয়ে শিক্ষার মৌলিক উপকরণ নেই। নেই মানসম্পন্ন শিক্ষক। তবে দেশটিতে কোনো পরীক্ষায় সব শিক্ষার্থী অকৃতকার্য হওয়ার ঘটনা এ-ই প্রথম।

এই হচ্ছে মূল খবর। এই অসম্ভব ঘটনা যদি সব সম্ভবের দেশ বাংলদেশে ঘটত তাহলে কি হত?

• ফল প্রকাশের ২ ঘণ্টার মধ্যে ফেইসবুকে ইভেন্ট খুলে “বিশ্ববিদ্যালয় ঘেরাও” ও শাহবাগে “মেধা বাঁচাও” চত্বরে সকাল দশটায় উপস্থিত(প্রায় ৩০০ মত গোয়িং এ ক্লিক করবে)

• রাত ভোর ব্যাপক পোস্ট, কমেন্ট, ৫০ টা মত নতুন পেইজ এর জন্ম হবে।

• পরদিন সকালেই শাহবাগ ঘেরাও ও কঠোর কর্মসূচী। ভি.সি’র কুশপুত্তলিকা দাহ সহ, হলের গেইট এ তালা ঝোলানো। সন্ধায় হলের বর্তমান শিক্ষার্থী সহ বিশাল মশাল মিছিল।(সাথে অবশ্য দিন ভর নানা আপডেট অনলাইনে আসতে থাকবে)

• চামে চামে বিরোধী দল ঘোষণা করবে, সমনের বার ক্ষমতায় গেলে সকল মেধাবীদের সুযোগ দেওয়া হবে এবং উচ্চতর স্কলারশিপ এর মাধ্যমে ইউরোপ-আমেরিকায় পাঠানো হবে।

• অবস্থা বেগতিক দেখে সরকার সমর্থিত ভিসি পুনরায় ফল প্রকাশের ঘোষণা দিবেন।

• ২ দিন পর ফল পুনঃপ্রকাশিত হবে এবং তাতে ২০০০ সিটের বিপরীতে মোটামুটি ৩৫০০০(পরীক্ষার্থীর ৯০%) মত মেধবীদের একটা লিস্ট টানিয়ে দিবেন।

• অতঃপর একটা অভিযানের সফল সমাপ্তি ঘটবে।

পুনশ্চঃ লাইবেরিয়ার প্রেসিডেন্ট সারলিফ মনে হয় কোটার ব্যাপারে কিছু জানেন না।



মূল খবরঃ Click This Link



মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৮ শে আগস্ট, ২০১৩ রাত ২:৫৯

জীনের বাদশা বলেছেন: আল্লাহ কেন তুমি লাইবেরিয়াই এত বলদ পয়দা করলা ? কিছু বাংলাদেশে করলে এমন কি ক্ষতি হত ?? :( :( :(

২| ২৮ শে আগস্ট, ২০১৩ রাত ৩:১১

আমি অপদার্থ বলেছেন:
আমাদের বিশ্বাসের মান অনেক নিচে নেমে গেছে। এর জন্য শুধু আমারা দায়ি নই। আমাদের দেশের টোটাল সিস্টেম দায়ি। সরকারি অফিস-আদালত, শিক্ষা প্রতিষ্ঠান কোন কিছুই দুর্নীতির বাহীরে নেই। আমাদের বেড়ে উঠাটাই দুর্নীতির ভীতরে। এ সিস্টেম এর পরিবর্তন দরকার। তা ছাড়া সম্ভব না। এর জন্য সময়েরও দরকার। কিন্তু আমাদের সরকাররা এত সময় কোথায় পাবে?? ভাল কাজ করলে আখের গুছাবে কি ভাবে?
আর আমরাও কি ভাল কিছু চেয়ে নিয়েছি তাদের কাছ থেকে??
না আমরাও নেই নি। কারণ আমরাও একই কাজে লিপ্ত। আমাদের কাছে সরকারের দায়িত্বশীলতা কোন কিছু না। আমাদের কাছে সরকারটাই বড় কিছু। একজন সরকার থাকা লাগে তাই আমারা একজন সরকার নির্বাচন করি। এছাড়া আর কিছুই না।

৩| ২৮ শে আগস্ট, ২০১৩ রাত ৩:৪৮

ফারজুল আরেফিন বলেছেন: =p~ =p~ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.