নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

SHAAN E MILLAT

শান ই মিল্লাত

শান ই মিল্লাত › বিস্তারিত পোস্টঃ

এক বিদায়ী বন্ধুকে নিয়ে আমার কিছু উক্তি...

০১ লা আগস্ট, ২০১০ রাত ১০:১৪

কয়েকদিন যাবৎ আমার মনটা প্রচণ্ড ভারাক্রান্ত হয়ে আছে। এ ব্যাপারে কিছু না বলা পর্যন্ত আমি সেই ভারটা আমার মস্তিষ্ক থেকে নামিয়ে ফেলতে পারছি না...

আজ শুভ বন্ধুত্ব দিবস। তবে এবারের বন্ধুত্ব দিবস আমার জন্য শুভ নয়। কারণ সম্প্রতি একজন মানুষ চিরকালের জন্য এই পৃথিবী ছেড়ে চলে গেছে, যা আমাকে অত্যন্ত মর্মাহত করেছে। সে রাসেল আংকেল ওরফে মীম রাসেল...।

আমার দুই কনিষ্ঠ বন্ধু, নিকু এবং নিকি। ওরা একে-অপরের যমজ ভাইবোন। রাসেল আংকেল তাদের আপন মামা ছিল। ফেসবুকের মাধ্যমে ওর সঙ্গে আমার পরিচয় হয়... সেখানে ওর নামটা ছিল খুবই মজার - 'জম্পেশ ব্যাপার'। এজন্য আমি মাঝেমধ্যে রসিকতা করে তাকে ডাকতুম 'জম্পেশ আংকেল' কিংবা 'জটিল আংকেল'!

পরিচিতি লাভের পর থেকে রাসেল আংকেল ফেসবুকের মাধ্যমে আমাকে বেশ সুন্দর উপহার পাঠাতো। সেগুলো মূলত ছিল অসাধারণ ছবি, সেগুলোতে কিছু শুভেচ্ছাবাণী জুড়ে দেওয়া আছে...

রাসেল আংকেল গ্রাফিক্সের সঙ্গে জড়িত ছিল, এটা আমি জানতুম। তবে আমি এটা জানতুম না - সে কোন সংস্থার সঙ্গে জড়িত ছিল। গ্রাফিক্সে সে ছিল প্রচণ্ড তুখোড়! ওর কিছু প্রোফাইল ছবি দেখেই আমি বুঝতে পেরেছিলুম।

কয়েকদিন তার সঙ্গে যোগাযোগ থাকার পর তা ক্রমশ ম্রিয়মাণ হয়ে যেতে থাকে। একসময়ে তা বন্ধই হয়ে যায়! তবুও সে আমার স্মরণে মাঝেমধ্যে আবির্ভূত হতো।

অনেকদিন পরে নিকুর কাছ থেকে জানতে পারি, রাসেল আংকেল বিয়ে করতে যাচ্ছে। আমি রাসেল আংকেলকে অভিনন্দনবার্তা পাঠিয়েছিলুম... এর উত্তরে সে এক দীর্ঘশ্বাস ফেলেছিল!

অতঃপর তার বিয়ে হয়ে গেল।

অনেকগুলো মাস অতিবাহিত হয়ে গেল...

অতঃপর সম্প্রতি আমি ফেসবুকে ঠাহর করলুম, নিকু আমার অন্যতম সহপাঠিকে বলছে - দোস্ত, আমার মামা মারা গেছে। তার ফেসবুক নাম ছিল জম্পেশ ব্যাপার।

জম্পেশ ব্যাপার! আমি আসমান থেকে ভূমণ্ডলে পতিত হলুম। নিকু বলে কী ? রাসেল আংকেল আর নেই ?

একটু পরেই মা'র সঙ্গে কথোপকথনের সময়ে আমি তাকে সংবাদটা জানালুম। মা আমার কাছ থেকে রাসেল আংকেলের ব্যাপারে কিছু কথা জানে। সে বলল, এই যে কয়েকদিন আগে খবরে এসেছে, বাংলাভিশনের একজন মারা গেছে। বেশিদিন হয় নি বিয়ে করেছে। আমার মনে হয়, এই ছেলেটাই মারা গেছে।

একথা শুনে আমার বিস্ময় চূড়ান্ত পর্যায়ে চলে গেল। আমি প্রায় আর্তনাদ করে উঠলুম, কী!

আমার মধ্যে অবিশ্বাস জন্মাতে আরম্ভ করল।

এ কিছুতেই হতে পারে না! কিছুতেই না...!

কয়েকটি টুকরো সংবাদ খুঁজে বের করে পড়লুম। শিরোনামে লেখা - বাংলাভিশনের ভিডিও সম্পাদক মৃত উদ্ধার... এবং শিরোনামের নিচে... রাসেল আংকেলের বিয়ের ছবি!

এবার আমি সবচেয়ে বড় ধাক্কার সম্মুখীন হলুম। মুহূর্তে আমি যেনবা এক স্তব্ধ কাষ্ঠমূর্তি।

এ যে সত্যিই রাসেল আংকেল... সত্যিই সে এই পৃথিবীতে নেই... আমার অন্তরে সে বারবার আবির্ভূত হতে আরম্ভ করল... যা কিছুই হোক, একসময়ে আমরা বন্ধু ছিলুম... যেখানেই তুমি আছো, তুমি ভালো থেকো, আংকেল...



মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০২ রা আগস্ট, ২০১০ সকাল ১১:১৮

ভাবের অভাব বলেছেন: সমবেদনা জানাই।
ভালো থাকবেন।

০৩ রা আগস্ট, ২০১০ সকাল ১১:৩১

শান ই মিল্লাত বলেছেন: ধন্যবাদ। আমার একটি অনুরোধ... প্লিজ রাসেল আংকেলের জন্য দোয়া করবেন।

২| ০৩ রা আগস্ট, ২০১০ রাত ১১:১৫

কাপুরুষ বলেছেন: হ্যা শান, মনুষের বাচা মরা মহান আল্লাহর নিয়ন্ত্রনে। সকল শুভাকাংখির দোয়া আল্লাহ কবুল করুন!!!

তোমার লেখার স্টাইলটা চমৎকার, শুধু আমার ব্যক্তিগত মতামত, ছিলুম, করলুম, এগুলো বাদ দিলে ভালো লাগবে!!!
ভাল থেকো।

০৪ ঠা আগস্ট, ২০১০ রাত ১২:২৮

শান ই মিল্লাত বলেছেন: ধন্যবাদ আংকেল। তবে ব্যাপার কী জানো ? যেগুলো তুমি বাদ দিতে বলেছ, সেগুলো বলতে কেন জানি ভালো লাগে!

৩| ০৭ ই আগস্ট, ২০১০ দুপুর ১২:২২

জটায়ু বলেছেন: সমবেদনা জানালুম।

মশাই যে দেখছি আমারই জাত ভাই।

০৯ ই আগস্ট, ২০১০ রাত ১১:০৯

শান ই মিল্লাত বলেছেন: ধন্যবাদ। তবে আমি আপনার জাতভাই ? একটু বলতে পারবেন, কেমন করে ? জানতে পারলে খুশি হবো।

৪| ১৪ ই আগস্ট, ২০১০ সন্ধ্যা ৭:৩৫

জটায়ু বলেছেন: মশাইয়ের সাথে বাচন ভঙ্গিতে আমার অনেক মিল দেকচি। তা মশাই কোথা থাকা হয় শুনি, শিলিগুড়ি নাকি মুর্শিদাবাদ?

১৪ ই আগস্ট, ২০১০ রাত ৯:৫৯

শান ই মিল্লাত বলেছেন: ও, আচ্ছা...! আমার থাকা হয় ঢাকাতে! পশ্চিমবঙ্গের সঙ্গে তো আমার কোনো সম্পর্ক নেই! তবে এরকম বাচনভঙ্গি আমার ভালো লাগে... শুধুমাত্র নিজের বেলায় কখনো কখনো ব্যবহার করি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.