নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই অপরুপ পরিবেশ আমাকে সবকিছু বুঝতে শিখিয়েছে কিন্তু প্রকাশ করতে শেখায়নি.......

শরফুদ্দীন ডিএসএ

্ব্ব্ব্ব

শরফুদ্দীন ডিএসএ › বিস্তারিত পোস্টঃ

স্তন ও গোপনাঙ্গে বৈদ্যুতিক শক - পুলিশের সেবা

১৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ৭:১০

এই নারী উদ্যোক্তা দাবি করেন, কারাগারে নেয়ার ১০ দিন পর রিমান্ডের নামে তাকে থানায় এনে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মানস বড়ুয়া প্রথমে তার স্বজনদের কাছ থেকে ৩০ লাখ টাকা দাবি করেন। টাকা দিতে রাজি না হওয়ায় মধ্যযুগীয় কায়দায় তার স্তন ও গোপনাঙ্গে বৈদ্যুতিক শক দেয়া হয়। এতে তিনি অজ্ঞান হয়ে যান। জ্ঞান ফেরার পর দেখেন শরীরের আরও কয়েক স্থানে ছ্যাঁকায় ফোস্কা পড়েছে।
http://www.jugantor.com/online/country-news/2017/04/18/45061/

সূত্র: যুগান্তর।

#সব পুলিশ আবার এরকম নয়,,,,পুলিশের জন্য আজ এতটুকু শৃঙ্খলা বজায় আছে। তবে পুলশি যে এরকম অহরহ ঘঠনা ঘঠাচ্ছে, সেখান থেকে কয়জন এরকম সংবাদ সম্মলেন করতছে??

#আমি হলাম নিরপেক্ষ, কিন্তু পুলিশ যে ক্ষমতার এতটা অপব্যবহার করে?? তাদেরকে তদারকি কারা করে?? তদারকির দায়িত্বে যারা আছে তারা এগুলো দেখেনা?? এরকম জগন্য কাজে সে নিশ্চয়ই প্রথম না, এর আগেরগুলো কি কর্তৃপক্ষের চোখে পড়েনি? #পুলিশ আইনের লোক, একজন নারীর এভাবে শ্লীলতাহানীও কি আইনের অর্ন্তভুক্ত??

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:০১

করুণাধারা বলেছেন:
কঠোর ধিক্কার জানাতে চাই। ভাষা নেই জানাবার।

ধন্যবাদ পোস্টের জন্য।

২০ শে এপ্রিল, ২০১৭ সকাল ৮:২৫

শরফুদ্দীন ডিএসএ বলেছেন: আপনাকেও ধন্যবাদ পড়ার জন্য

২| ১৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৫৪

টারজান০০০০৭ বলেছেন: সত্য হইলে বলিতে হইবে এইসব অমানুষ পাইলা কি লাভ ? লাত্থায়া বাইর কইরা দেওন উচিত ! দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। আহঃ ! না জানি আরো কত মা বোন আদম সন্তান জুলুমের শিকার হইতেছে ! দায়িত্বশীলরা কিভাবে মাফ পাইবে ? এই বর্বরতার শেষ কোথায় ?

২০ শে এপ্রিল, ২০১৭ সকাল ৮:৩০

শরফুদ্দীন ডিএসএ বলেছেন: এতে অনেকের লাভ।তাই তো পালতেছে । ধন্যবাদ মন্তব্য করার জন্য।

৩| ২০ শে এপ্রিল, ২০১৭ সকাল ৮:০৯

খায়রুল আহসান বলেছেন: এই মধ্যযুগীয় বর্বরতার নিন্দা জানাচ্ছি এবং অভিযোগটি তদন্তের দাবী জানাচ্ছি। তদন্তে অপরাধ প্রমাণিত হলে অপরাধীর বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবী জানাচ্ছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.