নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবুজ কাদির

বলার মত কিছু নেই

সবুজ কাদির › বিস্তারিত পোস্টঃ

মা দিবসঃ প্রসঙ্গ শিলখালী উচ্চ বিদ্যালয়

১০ ই মে, ২০১৫ রাত ১০:১৩


আজ বিশ্ব মা দিবস। এই দিনে বিশ্বের সকল মায়েদের প্রতি রইল পরম শ্রদ্ধা ও ভালবাসা। এই সময়ে এসে কর্মের এবং প্রশিক্ষণের সুবাদে জানতে পারলাম গর্ভকালীন কষ্ট, মাতৃত্বের স্বাদ এবং মা হতে না পারার বেদনা। একজন মহিলাকে গর্ভকালীন সময়ে যে ঘাত-প্রতিঘাতগুলো পার হতে হয় তা সত্যিই ভীষণ কষ্টকর। এত কষ্টের পরও যখন ভূমিষ্ট সন্তানের মুখ দেখে মা সকল কষ্ট ভূলে যায়। এমন কি সন্তানকে সুস্হভাবে পৃথিবীতে আনার জন্য মা নিজের শরীরকে ক্ষত-বিক্ষত করতেও বিন্দুমাত্র ভাবে না।
এই মা দিবসকে সামনে রেখে সম্মান প্রদর্শনের জন্য নানা জন নানা ধরনের উদ্যোগ গ্রহণ করে আসছে। তেমনি এক উদ্যোগ হল আজাদ প্রোডাক্ট কতৃক প্রদত্ত “ রত্নগর্ভা মা সম্মাননা “। সারাদেশ থেকে আবেদনের প্রেক্ষিতে বাছাইপূর্বক এই সম্মাননা জানানো হয়। এই বছরের সম্মাননাটা আমরা( শিউবি অ্যালামনাই ) তথা শিলখালী উচ্চ বিদ্যালয়ের ইতিহাসে আরেকটি সাফল্য সংযোজন করেছে। আমাদের তিন অ্যালামনাই- এর মা এবার এই সম্মাননায় সম্মানীত হয়েছে এবং আমাদের সম্মানীত করেছে। আমাদের এই তিন অ্যালামনাই সহ এই মায়ের পাঁচ সন্তান স্ব স্ব স্হানে প্রতিষ্ঠিত। আমাদের তিন অ্যালামনাইগণ হল বাহার উদ্দিন কাদের(’৯৫), সালাহ্ উদ্দিন মতিন(’৯৬),মহি উদ্দিন কাদের অদুল(’০০)

আজকের এই সম্মাননা প্রাপ্তি লগ্নে সকল শিউবি অ্যারামনাইদের পক্ষ থেকে রইল শুভেচ্ছা এবং শ্রদ্ধা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.