নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাদা আকাশের কথা....

সাদা আকাশ

আকাশের বিশালতায় সাদা মেঘে উড়ে চলে যায় মন এখান থেকে ওখানে, হয়তো কোন একদিন বৃষ্টি হয়ে ঝরবে কোথাও, তারপর..... আবারও বাষ্প হয়ে উড়ে যাবে সেই সাদা মেঘেরই সাথে.... প্রয়োজনে খুঁজে নিও আমায়, আকাশের বিশালতায় সাদা ঐ মেঘেরই মাঝে.....

সাদা আকাশ › বিস্তারিত পোস্টঃ

কালোর মিছিলে পদ্মবতীর ইচ্ছে-কথন

২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:০৭





সমাজ ব্যবস্থার শুরু থেকেই গায়ের রং নিয়ে বিভেদ তৈরি শুরু হয়েছিল। শুরু হয়েছিল বড় একটা ফারাক মানুষ মানুষে। চামড়ায় উজ্জ্বলতা থাকার দরুন একটা দল নিজেদেরকে একটু কম উজ্জ্বল বর্ণের মানুষ গুলি থেকে আলাদা করে নিয়েছিল এবং নিজেরা শাসক গোষ্ঠীতে প্রতিষ্ঠিত হবার চেষ্টা করে গেছে আজীবন। পক্ষান্তরে এই কৃষ্ণ বর্ণের মানুষ গুলি সবসময় একটা হীনমন্যতায় ভুগে শোষণের স্বীকার হয়ে আসছিলো। সেখান থেকে দাস প্রথার ব্যাপ্তিও দেখা যায়।



সময়ের স্রোতে ভেসে দাস প্রথা দূর হয়েছে। আমরা আধুনিক হয়েছি। সভ্য জাতি হিসেবে পরিচয় দিতে শিখেছি। নিজেদের সভ্যতা নিয়ে গর্ব করার মত কাজও করেছি অনেক। ভালবাসা দিয়ে আদায় করতে শিখেছি অনেক কিছু। কিন্তু মূল যে সমস্যা তা কিন্তু দূর করতে পারি নি।



হ্যাঁ, ঐ কৃষ্ণাঙ্গদের আমারা এখনো অবহেলার চোখেই দেখি। এখনো আমরা গায়ের রং দেখে মানুষ বিচার করি। তৈরি করি সমাজ, আমাদের তথাকথিত আধুনিক সমাজের মধ্যে থেকেই। আর এখনো তারা অনেক মেধা এবং গুনে গুণান্বিত হয়েও একটা সোজা লাইনে দাড়াতে সাহস পায় না। কারণ সমাজ তাদের দ্বিতীয় লাইনে দাড় করিয়ে বড় করেছে এবং মনে গেঁথে দিয়েছে যে তারা কখনো প্রথম লাইনের উপযুক্ত নয়।



দেখতে দেখতে সময় তো অনেক পেরুল। এখন তো আমরা আবার নিজেদের "সচেতন নাগরিক" বলেও পরিচয় দিয়ে থাকি। তবে এই ব্যাপারটা নিয়ে কেন সচেতনতার অভাব থাকবে? কেন আমরা একজন মেধাবী এবং গুন সম্বলিত ব্যক্তিকে পেছনের লাইনে দাড় করিয়ে রাখবো? কেন শুধু গুণগান করবো ঐ ত্বক ফর্সা ব্যক্তিটির?



তাই আসুন, নিজেদের মাঝে একটা জনমত তৈরি করি। তৈরি করি এমন একটা সমাজ যেখানে গায়ের রং দেখে কেউ কপাল কুচকে তাকাবে না। বরং কাজ এবং গুন দেখেই তার সাথে এক লাইনে দাঁড়াবে। তাকে আপন সম্পর্কে জুড়তে মন কোন কটু চিন্তা করা থেকে বিরত থাকবে।



কিভাবে হবে তা? কেমনে হবে? কে করবে?

এগুলির সহজ উত্তর হল- আমি, আপনি এবং আমরা সবাই :) আমাদের প্রত্যেকের এই ব্যাপারে যত আইডিয়া আছে তা একত্রিত করে একটা সিস্টেমে পরিণত করবো। সমস্যা সমাধানের রাস্তা তৈরি করবো। আর তখনই ভেদাভেদ হীন একটা কাঙ্ক্ষিত সমাজ ব্যবস্থা ফিরে পাবো আমরা।





এই নিয়ে ফেসবুকে "কালোর মিছিলে পদ্মবতীর ইচ্ছে-কথন" নামে একটা পেইজ খোলা হয়েছে। সেখানে আমারা সবাই এই নিয়ে আলোচনা করার সুযোগ পাবো। দিতে পারবো নিজেদের মতামত এবং সামনে এগুনোর পথকে করতে পারবো উন্মুক্ত। সময় করে একটু চোখ বুলিয়ে আসতে পারেন পেইজটা থেকে।



শুভ সূচনায় এবং শুভ উদ্যোগে সকলের অংশগ্রহণই কাম্য....... :)

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৪৪

মামুন রশিদ বলেছেন: আমরা তো সাদা নই, তাহলে গায়ের রঙ দেখে কপাল কুচকানোর কথা আসছে কেন ? :||


মজা করলাম! সকল শুভ উদ্যোগে শুভকামনা । ইভেন্টের নামটি সুন্দর, 'কালোর মিছিলে পদ্মবতীর ইচ্ছে কথন' ।

২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:১৪

সাদা আকাশ বলেছেন: কি বলেন! আপনিও কালো? তাই তো কারো কারো কপাল কুচকে গেছে :P (আমিও করলাম একটু দুষ্টুমি ;) )

ধন্যবাদ।
আশা করি আপনাদের কাছ থেকে কিছু মূল্যবান মতামত পাবো কাজটির এগিয়ে নিয়ে যাবার জন্য :)

২| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৪১

আখাউরা পূলা বলেছেন: ছেলেদের ব্যাপারে কালা ধলা বুঝিয়ই না, কিন্তু মেয়েদের ব্যাপারে যে কোন কাজে, যেমন গ্রুপ গঠন করা, পরানো ইত্তাদিতে সবসময় খেয়াল রাখি আমি সইন্দরজ দারা বিন্দুমাত্র biased হচ্ছি কিনা। ফলাফল হয় কিছু ক্ষেত্রে অসুন্দরিরা প্রাধান্য সামান্য বেশিয়ই পায়!
আমার কাছে গ্লামার কোন বিষয় না, কোন কাজ করার যোগ্যতাই আসল...
কিন্তু জীবনসঙ্গিনীর ব্যাপারে আমি সেই মেইনস্ট্রিম :(

২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৫২

সাদা আকাশ বলেছেন: :p জেনে ভালো লাগলো, আপনার কাছে গায়ের বর্ণ কোন ব্যাপার না। তবে অনেকের কাছে এখনো ব্যাপার হয়ে আছে। কেউ সেইটা স্বীকার করে, অথবা কাজে কর্মে প্রকাশ পায়। আর কারো কারোর টা হয় না। তফাত এখানেই। কিন্তু সমস্যা কিন্তু কিছুটা আছেই।

মন্তব্যের জন্যে ধন্যবাদ :)

৩| ৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:৩৩

সুমন কর বলেছেন: ভাল উদ্যোগ এবং চমৎকার পোস্ট।

৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ১:২১

সাদা আকাশ বলেছেন: ধন্যবাদ :)

৪| ৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ১:৫৩

নাজিম-উদ-দৌলা বলেছেন: এই থিমের একটা গল্প ঘুরছে মাতায় অনেক দিন ধরে। লিখি লিখি করে লেখা হচ্ছেনা।
পেইজে লাইক দিয়ে এলাম।

৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ২:০০

সাদা আকাশ বলেছেন: ধন্যবাদ।
তবে বলে রাখা ভালো যে, পেইজটা কিন্তু আমার নয় বা আমি এর সাথে ঐরকম ভাবে যুক্ত কেউ নই। শুধু তাদের আইডিয়া এবং উদ্যোগটা পছন্দ হয়েছে। এবং তাদের একজনের সাথে কথা বলে জানতে পারলাম তাদের সামনের প্লান নিয়ে। তাই তথ্যটা শেয়ার করলাম।

আবারও ধন্যবাদ পোষ্টটা কষ্ট করে পড়ার জন্যে এবং তাতে অংশগ্রহণ করার জন্যে।

৫| ৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ২:৪৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: ভালো উদ্যোগে, শুভ কামনা রইলো!

সাদা-কালো বিভেদটা দুর হওয়া দরকার

৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ২:৫০

সাদা আকাশ বলেছেন: সাদা-কালো বিভেদটা দুর হওয়া দরকার

ঠিক এই জিনিষটাই আমার ভালো লেগেছে তাদের কাজের মধ্যে। বাকিটা কতটুকু হয় তা সকলের উপর নির্ভর করছে।

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্যে :)

৬| ৩০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:২৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: 'কালোর মিছিলে পদ্মবতীর ইচ্ছে কথন' - নামটা খুবই সুন্দর।

তবে মজার ব্যাপার কি জানেন, আমাদের সমাজ ব্যবস্থায় আমরা নিজেরাই অলক্ষে এই সাদাকালোর বিভেদগুলো টানছি। ছোট একটা উদহারন, ফেয়ার এন্ড লাভলীর বিজ্ঞাপন। কালো মেয়েকে কেউ পছন্দ করে না, চাকরী হয় না, কিন্তু ফর্সা হলে সব কিছুই হাতের কাছে!

হ্যাঁ, আমরা আশা করতে পারি, একদিন হয়ত আমরা এই সকল বিভেদ দূর করতে পারব।

৩০ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৯

সাদা আকাশ বলেছেন: হ্যাঁ, সেই বিভেদ দূর করার জন্যেই এই ছোট্ট প্রয়াস। আশা করি সঙ্গেই থাকবেন :)

৭| ৩০ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৭

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: কালো আমার গলার মালা
সুন্দর আমার পায়ের তলা

এই উক্তিটা ভালো লাগে মাঝে মাঝে

পোস্টে ভালো লাগা

৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৪২

সাদা আকাশ বলেছেন: ধন্যবাদ।
তবে গায়ের রং আর পায়ের তলা যাই হোক না কেন, সময় যেন আমাদের সকলকে এক কাতারে দাড়া করাতে পারে সেই আশা থেকেই এই ধরণের কাজে আগ্রহের প্রকাশ পেয়েছে।

৮| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৯

শাহরিয়ার নীল বলেছেন: সুন্দর বলেছেন

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৭

সাদা আকাশ বলেছেন: ভালো কাজের উদ্যোগ নিয়ে ঠিক ঐ পরিমাণে সুন্দর করে গুছিয়ে বলতে পারি নি শাহরিয়ার ভাই।

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্যে....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.