নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বাধীন বিদ্রোহী

স্বপ্নের গভীরতা যতো জীবনের হতাশা ততো

স্বাধীন বিদ্রোহী

স্বপ্নের গভীরতা যতো জীবনের হতাশা ততো

স্বাধীন বিদ্রোহী › বিস্তারিত পোস্টঃ

সামু আর আগের মত নাই ;) সামু এত্তগুলা পচা :P

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৫২



:):DB-);)X(:|:((/:):-/X((:-*:P



দৃশ্যপট একঃ রমজান মাস হাজার হাজার মানুষ ফার্মগেট বাসের অপেক্ষায় দাড়িয়ে। সিটিং সার্ভিস একটি বাস চোখের সামনে দিয়ে চলে যাচ্ছে। দৌড়ে উঠতে চাচ্ছি কিন্তু হেল্পার হাত নাড়িয়ে নিষেধ করল। বাসটি কোন লোক না নিয়েই চলে গেলো। তারপর কিছুক্ষন পেছন থেকে গালাগালি করলাম। সিটিং সার্ভিস বাসটি আর আগের মত নাই। বাসটি এত্তগুলা পচা।



দৃশ্যপট দুইঃ রমজান মাস আমি সিটিং সার্ভিস বাসটি করে বাড়ি ফিরছি। পথে হাজার হাজার মানুষ বাসের অপেক্ষায় ফার্মগেট দাড়িয়ে রয়েছে দেখে বাসটি থামিয়ে হেল্পার লোক তুলছে দাড়িয়ে নেয়ার জন্য। আমি আবারও গালাগালি করলাম সিটিং সার্ভিস বাস কেন লোক দাড়িয়ে নেবে। সিটিং সার্ভিস বাসটি আর আগের মত নাই। বাসটি এত্তগুলা পচা।



সিদ্ধান্ত নিলাম আর সিটিং সার্ভিস বাস নয় এখন হতে লোকাল বাসে করে যাতায়াত করব।



দৃশ্যপট একঃ আগে যাও বাসে আরামে বসে যেতে পারতাম পাখার বাতাস খেতে খেতে কিন্তু লোকাল বাসে লোকজনের চাপাচাপিতে দাড়িয়ে যেতে যেতে প্রান যখন যায় যায় অবস্থা তখন পাশ দিয়ে সিটিং সার্ভিস বাসটি যেতে দেখলেই আবারও তার দোষ দিয়ে গালাগালি করি। সিটিং সার্ভিস বাসটি আর আগের মত নাই। বাসটি এত্তগুলা পচা।



দৃশ্যপট দুইঃ অতএব আবারও লোকাল বাস ছেড়ে দিয়ে সেই সিটিং সার্ভিস বাসে ফিরে এলাম। কিন্তু লজ্জায় আগের মত আর গালাগালি করতে না পেরে চুপচাপ বসে থাকি। এমন অসহায় অবস্থার জন্য বাসটিকেই দোষ দিয়ে আবারও গালাগালি করলাম। সিটিং সার্ভিস বাসটি আর আগের মত নাই। বাসটি এত্তগুলা পচা।



এবার বাস সার্ভিসটিকে বন্ধ করে দেয়ার জন্য হুমকি ধমকি দিলাম। যেন নতুন বাস এলে আবার বাহাদুরি করতে পারি। কিন্তু নতুন বাস এলেও ততদিনে সিটিং সার্ভিস বাসটি আরও উন্নত হল। নিয়ম হল জায়গায় জায়গায় কাউন্টার থাকবে। যাত্রীরা লাইনে দাড়িয়ে অপেক্ষা করবে। বাস এসে প্রতি কাউন্টার থেকে কিছু কিছু লোক তুলে নিয়ে যাবে।



দৃশ্যপট একঃ লাইনে দাড়িয়ে আছি। লোকজন উঠছে বাস এলেই কিন্তু আমি লাইনের কিছুটা পেছনে থাকায় বাসে উঠতে দেরী হল। আবার গালাগালি করতে বাধ্য হলাম। একটু বেশি করে লোক নিলেই হয়। সিটিং সার্ভিস বাসটি আর আগের মত নাই। বাসটি এত্তগুলা পচা।



দৃশ্যপট দুইঃ এবার কে আগে লাইনে দাঁড়িয়েছে তাই লাইন দখল নিয়ে শুরু হল মারামারি। কিন্তু তাতে সুবিধা করতে না পেরে উল্টো অপমানিত হতে হল। আবারও বাধ্য হলাম সেই সিটিং সার্ভিস বাসটিকেই গালাগালি করতে। সিটিং সার্ভিস বাসটি আর আগের মত নাই। বাসটি এত্তগুলা পচা।



অবশেষে সিদ্ধান্ত নিলাম আর বাস নয় এখন হতে হেটেই বাসায় ফিরব। হেটে হেটে বাসায় ফিরি আর পথের মাঝে বিরতি নিয়ে কাশেমের হোটেলে নাস্তা খাই।



দৃশ্যপট একঃ রুটি আর গ্রীল বেশ ভালই করে বাবুর্চি। বেয়াড়াদের সার্ভিস খুব ভালো কিন্তু জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি হবে এটাই স্বাভাবিক। অতএব দিন দিন পকেটের অবস্থা খারাপ হতে থাকল। সব দোষ ওই সিটিং সার্ভিস বাসের। অতএব আবারও গালাগালি। সিটিং সার্ভিস বাসটি আর আগের মত নাই। বাসটি এত্তগুলা পচা।



দৃশ্যপট দুইঃ সস্তা হোটেল খুঁজে নিয়ে আবারও খাওয়া শুরু করলাম। কিন্তু সস্তার তিন অবস্থা বলে একটা প্রবাদ রয়েছে। টাকা বাঁচলেও পেটের অবস্থা বারোটা বেজে গেলো। চরম রকমের গ্যাস্ট্রিক দেখা দিলো। কি আর করার সব কিছুর জন্য সেই সিটিং সার্ভিস বাসটিকেই দোষারোপ করলাম। হাসপাতালের বেডে শুয়ে ডাক্তারের কাছে বাসটিকে নিয়ে গালাগালি করলাম। সিটিং সার্ভিস বাসটি আর আগের মত নাই। বাসটি এত্তগুলা পচা।





প্রিয় সামুর অবস্থা ঠিক যেন সিটিং সার্ভিস বাসটির মতই। সামু আর আগের মত নাই। সামু এত্তগুলা পচা।



হাম্বা, দুম্বা, ছাগু, আস্তিক, নাস্তিক, সেলিব্রেটি, গুণী, মেধাবী, মেধাহীন, প্রতিষ্ঠিত, এমেচার, সাধারন, অসাধারন সবার মুখেই একই কথা। সামু আর আগের মত নাই। সামু এত্তগুলা পচা।






মন্তব্য ৩০ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৫৮

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: হুমম.......

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৩৯

স্বাধীন বিদ্রোহী বলেছেন:

শুধুই হুমম :(

২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:০৭

সাদা মনের মানুষ বলেছেন: মজা পাইলাম :-B

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৩৯

স্বাধীন বিদ্রোহী বলেছেন:

সামনে আরও মজা দেয়ার ইচ্ছে আছে। চাইলে অপেক্ষা করতে পারেন।

৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:০৭

অর্থনীতিবিদ বলেছেন: মানুষ কোন অবস্থাতেই সন্তুষ্ট নয়। কিন্তু তাই বলে জীবন তো আর থেমে থাকে না। সন্তুষ্টি, অসন্তুষ্টি, পাওয়া আর না পাওয়ার বেদনা নিয়েই তাকে চালিয়ে যেতে হয়।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৪২

স্বাধীন বিদ্রোহী বলেছেন:

এই মহান কথাগুলো কেন যেন বুঝতে চান না কিছু ইন্টেলেকচ্যুয়াল ভারচ্যুয়াল বুদ্ধিজীবীগন।

৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০৫

মামুন রশিদ বলেছেন: সামু এত্তগুলা পঁচা..


হাহাহা, দারুণ লিখেছেন । ;) B-)


++

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১২

স্বাধীন বিদ্রোহী বলেছেন:

তোরা সব জয়ধ্বনি কর
সামু আর আগের মত নাই
সামু আর আগের মত নাই
সামু এত্তগুলা পচা

৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩১

the lady killer বলেছেন:
যারা এই কথা বলে তাদেরকে বলি সামু পচা হইলে এইখানে ল্যাদাইতে আসার দরকার কি? অন্যখানে গিয়ে ল্যাদাইলেই পারে।


ইয়ে মানে মেহজাবিন না এত্তোগুলা দুস্টু। :!>

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৭

স্বাধীন বিদ্রোহী বলেছেন:

ল্যাদালেদিতে তাহারা পি এইচ ডি করিয়াছে। তাই তাহাদের কাজ হইতেছে ল্যাদানো। এইসব ল্যাদানোদের যথাযথ স্থানে একটু জ্ঞান দিয়ে দিলেই হয়ত কাজ হয়ে যাবে।

তা প্রিয় লেডি কিলার ভাই আপনি এই পর্যন্ত কতজন লেডি কিল করিয়াছেন জানতে মন চায় ?

৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৩

the lady killer বলেছেন:
আসলে ওদের জ্ঞান না অন্যকিছু অন্য কোন জায়গা দিয়ে প্রবেশ করিয়ে দিতে হবে। তাহলে ঠাণ্ডা হয়ে যাবে।

এইসব কথা কি অনলাইনে বলা যায় নাকি? অফলাইনে চা খেতে খেতে বলবো নে। ;)

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৬

স্বাধীন বিদ্রোহী বলেছেন:

চায়ের দাওয়াতের জন্য আপনাকে ধন্যবাদ অনেক। কিন্তু আমি চা পান করতে পছন্দ করিনা।

৭| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৮

স্বপ্নবাজ অভি বলেছেন: এপিক পোষ্ট ! অনেক জ্ঞানপাপীর মাথায় ঢুকবেনা মনে হয় !
আমাদের মানসিক অবস্থার উন্নতি হোক !

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩০

স্বাধীন বিদ্রোহী বলেছেন:

দেখুন স্বপ্ন আপত্তি নেই কোন কিন্তু শুধু স্বপ্ন দেখলেই কাজ হবেনা মহাশয়।

৮| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৬

স্বপ্নচারী গ্রানমা বলেছেন: জ্ঞান পাপীরা –জ্ঞান সন্নাসী হয়ে যান…!!
কাদা ছোড়াছুড়ি বন্ধ করুন…
আসলেই সামুতে পঁচা লেখা বাড়ছে, সবাইকে ধন্যবাদ ৷

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭

স্বাধীন বিদ্রোহী বলেছেন:

আপনার মন্তব্য অনুসারে আগে সামুতে শুধু ভালো লেখা আসত। জনাব তাহলে যারা ভালো লেখা লিখতেন তাদের লেখার মান বর্তমানে পরে গেছে অথবা তারা লিখছেন না দুটোর একটি হবে। এই বিষয়ে আপনি কি মনে করেন ?

আর বর্তমানে যারা লিখছেন তাদের কেউ কেউ হয়ত আপনার মন্তব্য অনুসারে ভালো লিখছেন আর কেউ কেউ পচা লিখছেন। সবাই যে ভালো লিখতে পারবেন সেটা নিশ্চয় আশা করা উচিত নয়। সবাই যদি ভালো লিখতেন তবে প্রতিটি ঘরে ঘরে একজন রবীন্দ্রনাথ অথবা কাজী নজরুল থাকতেন।

বরং আমিত মনে করি অনেকে পচা লিখে লিখে এখান থেকে বড় লেখক হতে পেরেছেন।

আপনার সুচিন্তিত মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ। তবে আপনিও কিন্তু কিঞ্চিত পরিমান কাঁদা ছুড়েই গেছেন।

৯| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০৭

এম মশিউর বলেছেন: আমিত মনে করি অনেকে পচা লিখে লিখে এখান থেকে বড় লেখক হতে পেরেছেন।

সহমত।
জন্মের পর থেকেই সবাই লেখক হয়ে জন্ম নেয় না। লিখতে লিখতে লেখক হয়ে যায়। তবে অনেকের নিরুৎসাহ- লেখক হতে অন্তরায় হয়ে দাঁড়ায়।

এটি একটি সময়োপযোগী পোস্ট।।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৭

স্বাধীন বিদ্রোহী বলেছেন:
ধন্যবাদ এম মশিউর ভাই। কাউকে উৎসাহ দিলে যদি ভালো কিছু হয় তবে উৎসাহ দেয়াই মঙ্গল জনক। উৎসাহ দিতে কেন এত কৃপণতা থাকবে মানুষের মাঝে বুঝিনা আমি।

১০| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৬

নাসিরন আক্তার বলেছেন: আমি একটা সমস্যায় পড়েছি তাই সাহায্য প্রার্থনা করছি।আমি কি আপনার কাছ থেকে সাহায্য পেতে পারি?

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৮

স্বাধীন বিদ্রোহী বলেছেন:
যদি আমার জ্ঞানের মাঝে থাকে অবশ্যই আপনাকে সাহায্য করব। বলুন দেখি আপনার সমস্যা কি ?

১১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩০

মোমেরমানুষ৭১ বলেছেন: সামু আর আগের মত নাই

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৯

স্বাধীন বিদ্রোহী বলেছেন:
সামু এত্তগুলা পচা ;)

১২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩৫

খেয়া ঘাট বলেছেন: পোস্ট পড়ে বেশ মজা পেলাম। অর্থবহ পোস্ট।

তবে মেয়েটাকে চিনলাম না। এবং মেয়েটা কেন? বুঝলাম না।

০৬ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৩৫

স্বাধীন বিদ্রোহী বলেছেন: অর্থবহ পোস্টতো বটেই। আরে আপু উনাকে চিনলেন না উনি আমাদের মেহজাবিন আপু এত্তগুলা ভালো। :!>

১৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫০

রেজওয়ান তানিম বলেছেন: :D :D :D

০৬ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৩৪

স্বাধীন বিদ্রোহী বলেছেন: খুব মজা পেয়েছেন দেখেই বোঝা যাচ্ছে B-) B-) B-)

১৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০২

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: পচারে পচা কইবোনা তো কীতা কইতো?
সামু তো পচাই এত্তগুলাই পচা না অনেকগুলা আর রাজ্যের পচা- কয়দিন পর পর কাইত হইয়া থাকে।

পোস্টে লাইক আর পোস্ট দাতারে মাইনাচ।

০৬ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৩৩

স্বাধীন বিদ্রোহী বলেছেন: ধন্যবাদ আপনাকেও মাইনাচ B-))







১৫| ০৬ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫৬

বশর সিদ্দিকী বলেছেন: পোস্টের শিরোনাম, শুরুতে ছবি, এবং মুল বিষয় এবং সর্বশেষ পোস্টের সারমর্ম এর মইধ্যে কোন মিল এই অবুঝ পাঠক কিছুতেই বুঝতে পারছে না।

যদি কস্ট করে একটু বুঝইয়া দিতেন।

০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৩৯

স্বাধীন বিদ্রোহী বলেছেন: আমিত দেখি পুরাই মিল রয়েছে কিন্তু আপনি যে কেন বুঝতে পারছেন না সেটা আমিও বুঝতে পারছিনা B:-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.