![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
``কেন কবি খালি খালি হলিরে চোখের বালি, কাঁদাতে গিয়ে অবশেষে নিজেই কাঁদিলি...''
আমার বাড়ীর দু’বাড়ী পরেই সে থাকত। ছোট্ট একটা ঘর কিন্তু খুব সুন্দর আর পরিপাটি করে সাজানো। খুব বেশি কিছু ছিল না কিন্তু ঘরের ভিতরটায় কি যেন আছে...। ইচ্ছে হত বার বার ঐ ঘরটাতে যাই, কিন্তু কারো ঘরেতো আর বিনা অনুমতি বা বিনা দাওয়াতে যাওয়া যায় না। মাত্র দু’বার সুযোগ হয়েছিল ঐ ঘরটি দর্শন করার।
ঘরের মানুষটিও ছিল খুব সাধাসিধে। সবার সাথে একই ভাবে মিশত। তার ঘরের আশেপাশের মানুষদের সাথে এমনভাবে থাকতো, মনে হত তারা পরস্পর আত্বীয়। আমিতো একদিন ওদের পাশের ঘরের এক পিচ্ছিকে জিজ্ঞেস করে ফেলেছিলাম, এই .....! ..... তোমার কি হয়? ছোট ছেলে, আমার প্রশ্নের গভীরতা বুঝতে পারেনি। টপ করে বলে ফেলেছে আন্টি হয়। আমিও ভেবে নিয়েছিলাম, হয়ত সত্যিকারের আন্টিই হয়। পরে জানতে পারি আসলে কিছুই হয়না।
কোন একটি ঘটনার সূত্রধরে তার সাথে পরিচয় (পরে একদিন শেয়ার করবো)। সেই সুবাদে একদিন আমরা কোন একটা দর্শণীয় জায়গায় বেড়াতে যাই। দিনটি ছিল আমার জীবনের ভাল লাগা দিনগুলোর মধ্যে সর্বশ্রেষ্ট একটা দিন। যাইহোক, সারাদিন ঘুরাঘুরি, আড্ডা, খাওয়া শেষে রাত ৮.০০টার দিকে বাসায় ফিরলাম। আমি বাসায় গিয়ে চেঞ্জ করছি এমন সময় তার ফোন....হেল্লো..! জ্বী. জানেন, একটা মজার ঘটনা ঘটে গেছে, কি? আমার নেকলেসটা কোথায় যেন পড়ে গেছে, খুজে পাচ্ছি না। (খুব সহজ করে হাসতে হাসতে কথাগুলো বলে দম নিল সে) আমি বল্লাম, একটা দামি জিনিস হারিয়ে গেছে আর আপনি হাসতে হাসতে কথাগুলো বলছেন? হা...এখন কান্না করলে কি আর ফেরত পাবো সেটা...? প্রশ্নের তীর এবার আমার দিকে। কি বলবো, ভেবে পাচ্ছিলাম না। যাইহোক, আমার খুব ভালো লাগলো বিষয়টা। ধিরে ধিরে আমিও ট্রাই করতে লাগলাম, কিভাবে অতি কষ্টের মধ্যেও হাসা যায় আর আশপাশের সবাইকেও হাসানো যায় কিন্তু .............. এখন আর তার ভিতর সেই গুনগুলো খুজে পাই না।
©somewhere in net ltd.