|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
বেশ কয়েকদিন আগে বন্ধুদের সাথে দাড়িয়ে আড্ডা মারছিলাম। আমার হাতের মোজোর বোতল এর পানীয়টা প্রায় শেষ এর দিকে। হঠাৎ একটি দশ বার বছরের মেয়ে এসে হাত বাড়িয়ে দিলো।আমি সভাবসুলভ ভঙ্গিতে বলে উঠলাম মাপ করো আর বলেই বুঝলাম যে সে খালি বোতলটার জন্য দাড়িয়ে আছে। যাইহোক আমি শেষবারের মত চুমুক দিয়ে বোতলটা দিয়ে দিলাম। সে বোতল সামনে নিয়ে এগিয়ে গেল। এই প্রথম তার সাথের বাচ্চাটার দিকে নজর পরল। বয়েস বড়জোর পাঁচ সাত বছর। ছোট হাত বাড়িয়ে বোনের হাত থেকে বোতলটি নিল সে। 
বোতলের মুখ খুলে নিজের মুখের উপর উলটে দিল সে। খিটখিটে রোদের মধ্যে কয়েকফোটা ঠাণ্ডা পানিয়ের জন্য তার এই প্রানান্ত চেষ্টা আমাকে মুখ ফিরিয়ে নিতে বাধ্য করে।তবে ফিরিয়ে নেয়ার আগে তার বোনের করুন দৃষ্টি আমার নজর এড়ায় না। মনটা ভীষণ খারাপ হয়ে যায়। কখনোই মেনে নিতে পারি না ধনী গরিবের বিভেদ রেখা কে। 
ধিক্ষার এই সমাজ ব্যবস্থাকে।ধিক্ষার আমাদের শাসকদের। ধিক্ষার ধনীগরিবের ব্যবধান কে।  
আর আমি কাকে ধিক্ষার দিবো। আমার দৌড়ও তো এই পোস্ট লিখা পর্যন্ত। তাই সবার সাথে গলা মিলিয়ে আমিও বলি “হায় সেলুকাস, সত্যিই কি বিচিত্র এই পৃথিবী”।
 ৫ টি
    	৫ টি    	 +০/-০
    	+০/-০২|  ১২ ই জুন, ২০১৪  রাত ১২:১০
১২ ই জুন, ২০১৪  রাত ১২:১০
হিমরাজ ব্লগ বলেছেন: প্রিয় আমার আমি, খুব ভালো লিখেছেন। ধন্যবাদ। ভালো লাগলো।
আপনার ভাবনার মতো আমরা আমাদের দেশ আর আর্থ-সামাজিক অবস্থা পাল্টানোর আপ্রাণ চেষ্টা করছি। আমরা পারবো। নিরাশ কেন ভাই? 
আপনার মতোই কেউ না কেউ ই তো বিশ্বকে নের্তৃত্ব দিয়েছে, দিচ্ছে। তাই না? আপনি ভেবেছেন, লিখেছেন। আপনি পারবেন-এটা আমাদের দৃঢ় বিশ্বাস। আর আমরা তো আছিই। চিন্তা কি?
৩|  ১২ ই জুন, ২০১৪  রাত ১২:২৭
১২ ই জুন, ২০১৪  রাত ১২:২৭
আহমেেদ শাফি খান বলেছেন: পংবারি ভাই ধন্যবাদ আপনার কমেন্টের জন্য। আপনাদের মতো মানুষদের জন্য স্বপ্ন দেখি। ভেঙ্গে দিতে চাই সমাজের ঘুণে ধরা শেকলগুলী। সাথে থাকবেন 
হিমরাজ ভাই অনেক ধন্যবাদ আপনার উৎসাহের জন্য।আমরা সবাই একসাথে গাইবো সাম্যের গান।পথচলায় দেখা হবে আবারও কখনো।সে পর্যন্ত ভাল থাকুন।
৪|  ১২ ই জুন, ২০১৪  রাত ১২:৪৩
১২ ই জুন, ২০১৪  রাত ১২:৪৩
বটের ফল বলেছেন: শুধু ধিক্কার দিলেই কি হবে ভাই? নিজেকেও তো কিছু করতে হবে , তাইনা? ভালো থাকবেন।
৫|  ১২ ই জুন, ২০১৪  রাত ১২:৪৭
১২ ই জুন, ২০১৪  রাত ১২:৪৭
আহমেেদ শাফি খান বলেছেন: একটু আকটু করার চেষ্টা করছি ভাই  দুয়া রাখবেন
©somewhere in net ltd.
১| ১১ ই জুন, ২০১৪  রাত ১১:৩৮
১১ ই জুন, ২০১৪  রাত ১১:৩৮
পংবাড়ী বলেছেন: আপনি ঠিককভাবে ভাবতে পেরেছেন, আপনার ভাবনার পরিধি বাড়ান, আমরা আছি আপবনার সাথে, আমরা সবার জন্য ভালো কিছু করবো।