নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার আমি

আহমেেদ শাফি খান

আহমেেদ শাফি খান › বিস্তারিত পোস্টঃ

সাকিব আল হাসান, ডঃইউনুস ও কয়েকটি অপ্রিয় কথা

০৯ ই জুলাই, ২০১৪ রাত ১২:২৫

এই লিখাটা অনেক তাড়াহুড়ো করে লিখা।সাকিব আল হাসান কে আন্তর্জাতিক ক্রিকেট এ ছয় মাস আর বিভিন্ন দেশের ঘরোয়া লিগ এ দেড় বছর এর নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ এর ক্রিকেট বোর্ড। সাকিব এর কি কি কারনে শাস্তি হয়েছে তা আমরা ঠিক জানিনা। তবে সংবাদ মাধ্যমে তার যে সকল দোষ প্রকাশ পেয়েছে সেগুলো হচ্ছেঃ

১ খেলা চলাকালীন সময়ে না বলে ড্রেসিংরুম ছেড়ে এসে সাকিব নিজের স্ত্রীর উত্যক্তকারীদের পিটিয়েছে।

২ সাকিব বোর্ড এর অনাপত্তিপত্র না নিয়ে সিপিএল এ খেলতে গেছে

৩ সাকিব কোচ এর সাথে খারাপ ব্যবহার করেছে

৪ সাকিব শ্রীলঙ্কার বিপক্ষে একটি ম্যাচ এ অশোভন অঙ্গভঙ্গি করেছে

৫ সাকিব সিলেট এ এক দর্শক এর সাথে খারাপ ব্যবহার করেছে

৬ সাকিব গণমাধ্যম এ বিতর্কিত কথা বলেছে

উপরোক্ত ৪ নাম্বার কারন টির জন্য সাকিব এর আগেই শাস্তি হয়েছে।

যাই হোক সাকিব অপরাধগুলো করেছে কি না সেই তর্কে যাব না কথা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিম এর এই ক্রান্তিকালে তাকে কে এই শাস্তি না দিলেই হতো না? পৃথিবীর সব দেশই নিজ দেশ এর গুনিজনদের কদর করতে জানে। শুধু আমরা বাঙালি রাই জানি না।

ডঃইউনুস এর কথাই দেখা যাক না। পুরো বিশ্ব যখন তার কথা শুনতে আগ্রহ নিয়ে তাকিয়ে থাকে তখন আমরা তাকে গালি দিয়ে নিচে নামানোর চেষ্টায় লিপ্ত। এ যেন আমাদের রক্তের সাথে মিশে আছে।

এই সম্পর্কে বেশ বিখ্যাত একটি কৌতুক মনে পরে গেল।

একবার এক লোক মারা যাওয়ার পর সৃষ্টিকর্তার সামনে গেল। সৃষ্টিকর্তা বললেন তোমার জীবনের সব ভাল কাজের প্রতিদান হিসেবে তুমি স্বর্গে যাবে। তোমার কি আর কোন ইচ্ছে আছে?

লোকটা বললো স্বর্গে যাওয়ার আগে আমি নরক ঘুরে আসতে চাই।সৃষ্টিকর্তা বললেন ঠিক আছে। তিনি লোকটির সাথে একটি গাইড দিয়ে দিলেন নরক ঘুরিয়ে নিয়ে আসার জন্য।

লোকটা নরকের ভিতরে হাটতে লাগল। সে দেখতে পেল বিশাল বিশাল গর্ত খোরা আর প্রত্যেকটি গর্তের মধ্যে একেক দেশের পাপিরা পরে আছেন। প্রত্যেক গর্তের মুখে দৈত্য দাড়িয়ে আছে। কেউ গর্ত থেকে বের হতে চাইলে তাকে ধাক্কা মেরে ফেলে দেয় গর্তে। তো হাটতে হাটতে একটি গর্তের মুখে থমকে দাঁড়াল লোকটা। এই গর্তের মুখে কোন দৈত্য নেই। লোকটা জিজ্ঞেস করল এই গর্তে কোন দৈত্য নেই কেন। উত্তরে গাইড টা বলল এই গর্তে বাংলাদেশিরা আছে। এরা একজন আরেকজন কে টেনে নামিয়ে দেয় তাই দৈত্যর দরকার নেই।

আমাদের দেশের অবস্থা আক্ষরিক অর্থেই উপরের গল্পের মতো হয়ে দাঁড়িয়েছে। আমরা বাঙ্গালিরাই একজন আরেকজন এর জন্য যথেষ্ট খারাপ আমাদের বাইরের শত্রুদের দরকার পরেনা।

বাংলাদেশ পুরোটা সময় ই আন্তর্জাতিক মিডিয়াতে খবরের শিরনাম হয় নেতিবাচক কারনে। দুর্নীতি আর বসবাসের অযোগ্য নগরী আর গার্মেন্টস এর দুর্ঘটনার দেশ ছাড়া আমরা খুব একটা আন্তর্জাতিক মিডিয়াতে শিরনামে আসি না।এই ক্রিকেট এর জন্যেই অন্তত টেস্ট প্লেইং দেশগুলোর মানুষেরা আমাদের সমীহের চোখে দেখে। পাপন আর কামাল ভাইদের প্রতি অনুরোধ ব্যক্তিগত আক্রোশ এর কারনে আমাদের ক্রিকেট টাও যেন নেতিবাচক কারনে শিরনাম না হয়।

আর আমার কথা বলতে পারি সাকিব না আসা পর্যন্ত বাংলাদেশ এর খেলা আমি দেখবনা। আপনাদের কার কি মতামত?

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুলাই, ২০১৪ রাত ১২:৩৩

হাসান রাজিবুল বলেছেন: সহমত

২| ০৯ ই জুলাই, ২০১৪ রাত ১২:৪২

আবু শাকিল বলেছেন: সাকিব কে যে শাস্তি দেয়া হয়েছে তা কাম্য নয় ।শাস্তি শীতিল করা উচিৎ ছিল।আমার মনে হচ্ছে বিসিবি এর ভিতরে সাকিব কে নিয়ে অন্য কিছু হচ্ছে।

৩| ০৯ ই জুলাই, ২০১৪ রাত ১:০৭

নতুন বলেছেন: আমরা জাতে বাঙ্গালী না.... নিজেরা কামরা কামরী না করলে ভাল লাগেনা...

বিসিবির ফেরেস্তাদের মনে হয়েছে সাকিব বেশি নাম/টেকা কামাইতেছে... সেটা কার সহ্য হয় বলেন...

৪| ২৮ শে জুলাই, ২০১৪ রাত ৯:২০

আহমেেদ শাফি খান বলেছেন: ধন্যবাদ সবাইকে।

৫| ২৮ শে জুলাই, ২০১৪ রাত ৯:৪৯

সীমানা ছাড়িয়ে বলেছেন: সাকিবকে না নেয়া পর্যন্ত বাংলাদেশের খেলা দেখব না - এখানে আমি একমত না। কারন আমার আক্রোশ বাংলাদেশের সাথে না। আমার আক্রোশ বিসিবির অথর্ব আর অর্বাচীন কর্মকর্তাদের প্রতি। এরা বাংলাদেশের ক্রিকেটকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। এরা একেক জন ক্ষমতার জোরে ক্রিকেটের হর্তা কর্তা হয়ে বসে আছে। ক্রিকেটের কতখানি জ্ঞান এদের আছে? সারাজীবন মারামারির রাজনীতি করে এরা ক্রিকেটের কি উন্নতি করবে? আমাদের দরকার সাবের হোসেনের মত লোক। সাবের হোসেন আমাদের ক্রিকেটের যে ভিত্তি গড়ে দিয়ে গিয়েছে, তার সুফল আমরা এখন পর্যন্ত ভোগ করে যাচ্ছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.