![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবশেষে আমি ইহাকে পাইলাম। অনেক কষ্ট করে। অনেক রাত জেগে অনেক দিন চেষ্টা করে। Vocabulary Wizard 6.7 এর registration Key এবং patch file।
আমি 3GB package চালাই। কিন্তু দুঃখের বিষয় হলো এই কয়দিন খেয়ে না খেয়ে এই সফটওয়্যারের registration Key এবং patch file খুঁজে খুঁজে আমার প্রায় 800MB শেষ। যত serial keys, crack file, keygen website আছে কোনটাই বাদ দেই নাই। একটা সময় ওয়েবসাইটের layout দেখলেই বুঝতে পারতাম এখানে আগে ভিজিট করেছিলাম কিনা
তবুও খুশি প্রচেষ্টা বৃথা যায় নাই। কারণ আমি জ্বলে উঠেছিলাম আপন শক্তিতে !!
২| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১০:১৪
আশীষ কুমার বলেছেন: শেয়ার করেন।
৩| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১০:১৯
আমি শফিক বলছি বলেছেন: ভাইয়া এটা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ ছিল। শিট কিংবা বই পড়ে শব্দ মুখস্ত করা খুব বিরক্তিকর ব্যাপার।
এই সফটওয়্যারটা কুইজ সিস্টেম। MCQ system, GRE SAT Toefl সব মিলিয়ে ৫০০০ হাজার শব্দ আছে।
৪| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১০:২১
দেশটা অস্থির বলেছেন: শেয়ার করেন , আমিও খুজতেছি কয়েকদিন ধরে , পাইতেছি না ।
৫| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৬
আমি শফিক বলছি বলেছেন: Vocabular Wizard 6.7
এখানে আগে একটা account খুলতে হবে। তাছাড়া ওঁরা লিঙ্ক দিবে না। account খুলার পড় ওদের সার্চ বাটনে vocabulary wizard লিখে সার্চ দেন। পেয়ে যাবেন লিঙ্ক। অনেকগুলো লিঙ্ক আছে। লাস্টের লিঙ্ক থেকে ডাউনলোড দেন। ডাউনলোড এর আগে anti virus software diactivate করে নেন। কারণ antivirus এটাকে virus হিসাবে ডিটেক্ট করে।
download হয়ে গেলে দেখবেন download কৃত file এর extension .man লেখা আছে। man এর জায়গায় rar লিখবেন। তারপর extract করেন। Folder এ সব কিছু পাবেন।
১। প্রথমে সফটওয়্যারটা install koren. install শেষ হলে বলবে do u want to run the it now?? No সিলেক্ট করেন। এরপর patch file টা কপি করে C/: এ যেখানে সফটওয়্যারটা আছে সেখানে পেস্ট করে রান করেন। ওপেন হলে "patch" এখানে একবার ক্লিক করে চলে আসেন।
এরপর সফটওয়্যারটা চালান। আর তারপর রেজিস্ট্রেশন করতে বললে extracted folder থেকে email address and registration key প্রবেশ করান। successful হলে আবার offline registration key চাইবে। extracted folder থেকে offline registration key এনে প্রবেশ করান। ok করেন। কাজ শেষ
৬| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৮
আমি শফিক বলছি বলেছেন: সব কিছু শেষ হওয়ার আগ পর্যন্ত অ্যান্টি ভাইরাস অফ রাখবেন
©somewhere in net ltd.
১|
১৩ ই মার্চ, ২০১৩ রাত ১০:১১
("_") বলেছেন: আমিও পাইলাম একটা ফেসবুকের স্ট্যাটাস এখানে।
যাইহোক যা যা আছে বের করেন জলদি।