![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমায় চেয়েছি যতবার ঠিক ততবারই
আমার সখের ঝুল বারান্দা দিয়ে কালো মেঘে আবছা আকাশ দেখেছি
ভালোবাসার পূতপবিত্র হৃদয়ের দাবি নিয়ে শির খাঁড়া করে দাঁড়িয়েছে যতবার
আমি ভেঙ্গে হয়েছি নিরাকার
আকাশের সুবিশাল ক্যানভাসে আঁকা
রংধুনু
আলোতে কেবলই অদৃশ্য হয় যেমন।
ভালোবেসো আমায়
দেখবে নব পত্রপল্লবে পৃথিবী কি অদ্ভুত মনোহারিণী
কৃষ্ণচূড়ার লালে ফুটে উঠবে তোমার লজ্জাবনত আবেগ
আর আমি!!!
তখন আমার আকাশ নীল
ঝুল বারান্দায় বারবার ছুটে যাবো পাগলপ্রায় হয়ে
নীল আর সাতরঙ্গের রঙ্গ দেখতে।
ভালবেসো আমায়
বৃথাহীন বিক্ষুব্ধ হবে না ঐ নিষ্পাপ হৃদয়
দেখবে পৃথ্বী কেবলই ভালবাসাময়
তোমার আমার দ্বিধাহীন বিচরণ..................
২| ২০ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৪৬
পাগলাগরু বলেছেন: খাঁড়া করে দাঁড়িয়েছে
©somewhere in net ltd.
১|
২০ শে মার্চ, ২০১৩ সকাল ১০:০২
আমি শফিক বলছি বলেছেন: *ছুঁটে