![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একটা ডিকশনারী তৈরি করেছি Visual Studio ২০০৮ দিয়ে । এই ডিকশনারীতে দুইটা textbox and একটা listbox আছে। প্রবলেম হল small and capital letter নিয়ে। listbox এ সব small letter দিয়ে word লেখা। so, Textbox1 এ যদি capital এবং small-capital letter এ মিক্স করে টাইপ করি তাহলে textbox1 সেটা recognize করতে পারে না।
কেউ এই বিষয় নিয়ে হেল্প করলে কৃতজ্ঞ থাকবো
বিদ্রঃ আমি একজন সৌখিন প্রোগ্রামার। খুব একটা ভালো প্রোগ্রামিং জানি না
আমি একটা ডিকশনারী তৈরি করেছি Visual Studio ২০০৮ দিয়ে । এই ডিকশনারীতে দুইটা textbox and একটা listbox আছে। প্রবলেম হল small and capital letter নিয়ে। listbox এ সব small letter দিয়ে word লেখা। so, Textbox1 এ যদি capital এবং small-capital letter এ মিক্স করে টাইপ করি তাহলে textbox1 সেটা recognize করতে পারে না।
কেউ এই বিষয় নিয়ে হেল্প করলে কৃতজ্ঞ থাকবো
বিদ্রঃ আমি একজন সৌখিন প্রোগ্রামার। খুব একটা ভালো প্রোগ্রামিং জানি না
২| ২৮ শে মে, ২০১৩ রাত ১১:৩১
আমি শফিক বলছি বলেছেন: ভাইয়া আমি এতো অভিজ্ঞ না। এটা করছি জাস্ট শখের বসে। এতো কিছু বুঝি না
৩| ২৮ শে মে, ২০১৩ রাত ১১:৪০
ভারসাম্য বলেছেন: ভিজ্যুয়াল স্টুডিও এর কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করছেন? ভিজ্যুয়াল ব্যাসিক হলে Textbox1 এর টেক্সটকে LCase() ফাংশন এর ভিতরে দিয়ে Listbox এর text এর সাথে compare করে দেখতে পারেন।
C# হলে Textbox1 এর টেক্সটকে একটা string variable এ নিয়ে সেই string.ToLower() মেথড ব্যাবহার করে দেখুন।
All the best.
৪| ২৮ শে মে, ২০১৩ রাত ১১:৫২
আমি শফিক বলছি বলেছেন: @ ভারসাম্য , আমি ভিজ্যুয়াল ব্যাসিক ব্যবহার করছি। আমি খুব একটা ভালো বুঝি না। শখের বসে করেছি ভিডিও দেখে।
আমাকে কি ফুল কোডটা দিতে পারেন ?? আপনার সাথে কিভাবে যোগাযোগ করবো?? ফেইসবুক আইডি দেয়া যাবে?
৫| ২৮ শে মে, ২০১৩ রাত ১১:৫৬
মিনেসোটা বলেছেন: ToUpper মেথড ব্যবহার করেন, দুই স্ট্রিং কে আপার কেস করে দুটোর মাঝে রিলেশনাল কম্পারিজন করতে পারবেন
বিস্তারিত এখানে
Click This Link).aspx
৬| ২৮ শে মে, ২০১৩ রাত ১১:৫৭
মিনেসোটা বলেছেন: লিংক আসে নাই
Click This Link
৭| ২৯ শে মে, ২০১৩ রাত ১২:২৬
অলস রাজা বলেছেন: ভারসাম্য যেভাবে বলেছে এইভাবে করে textbox1 এর text lower case করে নিন। তার পর লিস্টবক্স item এর সাথে কম্পেয়ার করে textbox2 তে শো করেন। ্তবে আলাদা করে স্ট্রিং ভেরিয়েবল নিতে হবে এরকম না আপনি সরাসরি textBox1.text.toLower() use করতে পারেন।
৮| ২৯ শে মে, ২০১৩ রাত ১২:৫৪
পিচ্চি পোলা বলেছেন: খুব সোজা।
ক্যাপিটাল এবং স্মল লেটার দুটোর ভ্যালু আলাদা। তাই আপনাকে text1 এর change() event এ কোড লিখতে হবে। কোড লেখার সময় text1 এর text কে Lcase করে নিন। এরপর list1 এর text এর সাথে কম্পেয়ার করুন। ব্যাস হয়ে গেল।
এরপরেও না বুঝলে আওয়াজ দিয়েন।
২৯ শে মে, ২০১৩ সকাল ৯:২৮
আমি শফিক বলছি বলেছেন: আমি এতো বুঝি না। ভার্সিটিতে কিছুটা শিখছিলাম সেখান থেকেই সাহস করে এই কাজটা হাতে নিছি। আপনি কি কষ্ট করে ফুল কোডটা দিতে পারেন। যেমন Textbox1 এবং Listbox1 এ কি কোড লিখবো এবং properties কি চেঞ্জ করতে হবে? শুধু এইটুকু কাজের জন্য কাজটা থেমে আছে
৯| ২৯ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:১৩
হাসনাইন রিয়েল বলেছেন: jodi sorol mone help chan tobe amio sorol mone help korte pari. solution ta [email protected] a pathiya din thik kore dibo
২৯ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৩০
আমি শফিক বলছি বলেছেন: ধন্যবাদ হাসনাইন রিয়েল ভাই। সরল মনে গ্রহণ করলাম। একটু পর পাঠিয়ে দিবো
২৯ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:০১
আমি শফিক বলছি বলেছেন: পাঠিয়েছি হাসনাইন রিয়েল ভাই
১০| ৩০ শে মে, ২০১৩ দুপুর ১:০৭
আমি শফিক বলছি বলেছেন: হতাশ
১১| ৩১ শে মে, ২০১৩ রাত ১:৪৩
পিচ্চি পোলা বলেছেন: সরি মামা, ব্যস্ত ছিলাম। তাই আপনার এই পোস্টটা আর দেখা হয়নি। সমাধান পেলেন? এখনো না পেলে জানান। সমাধান দিয়ে দিচ্ছি।
৩১ শে মে, ২০১৩ দুপুর ২:৪৬
আমি শফিক বলছি বলেছেন: পাই নাই। আপনি কি সমাধান দিতে পারেন?? তাহলে আপনাকে project টা সেন্ড করে দিবো আর আপনি সমাধান করে দিবেন। Kindly ইমেইল অ্যাড্রেস দেন আমি পাঠিয়ে দেই
৩১ শে মে, ২০১৩ রাত ১১:৪১
আমি শফিক বলছি বলেছেন: ভাই আপনে কই গেলেন ???
১২| ০২ রা জুন, ২০১৩ রাত ২:৫৬
পিচ্চি পোলা বলেছেন: সরি মামা, আবারো লেট। এখানে আপনার ইমেইল অ্যাড্রেসটা দিন। আমি রিপ্লাই দিলে সেই ইমেইল অ্যাড্রসে প্রোজেক্টটা সেন্ড করে দিয়েন। ভালো থাকবেন।
০২ রা জুন, ২০১৩ সকাল ৯:১৮
আমি শফিক বলছি বলেছেন: [email protected] ভাই একটু তাড়াতাড়ি করবেন
১৩| ০৩ রা জুন, ২০১৩ রাত ১:১৫
পিচ্চি পোলা বলেছেন: ইমেইল দিয়েছি। আশা করি পেয়েছেন। ভালো থাকবেন।
০৩ রা জুন, ২০১৩ সকাল ১০:৫৭
আমি শফিক বলছি বলেছেন: জি ভাইয়া পেয়েছি এবং আপনাকে প্রোজেক্টটা সেন্ড করে দিয়েছ। এখন কষ্ট করে সল্যুশনটা দিয়ে দিন
০৩ রা জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭
আমি শফিক বলছি বলেছেন: *দিয়েছি
১৪| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১২:২৪
পিচ্চি পোলা বলেছেন: আপনার ইমেইল আসেনি। ইনবক্স, স্পামবক্স দুটোই চেক করেছি।
আমার মেইল থেকে রিপ্লাই দেন। তাহলে আসবে।
১৫| ০৪ ঠা জুন, ২০১৩ সকাল ৮:১২
আমি শফিক বলছি বলেছেন: ভাইয়া Gmail and yahoo এই ফাইল extension (zip) accept করে না। তাই আমি .zip এর জায়গায় .man দিয়েছি এবং সেন্ড করেছি। এবার গিয়েছে আশা করি। আপনি কষ্ট করে extension .man এর বদলে .zip দিবেন তাহলেই হবে
১৬| ০৫ ই জুন, ২০১৩ দুপুর ১২:৫৭
আমি শফিক বলছি বলেছেন:
©somewhere in net ltd.
১|
২৮ শে মে, ২০১৩ রাত ১১:২৩
মমবাতি বলেছেন: বাপার টা ডাটাবেস-এ দিয়া সোলব করতে পারেন।