নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি শফিক বলছি

তোমার আমার ভালোবাসা আরব্য রজনীর কল্পকাথা নিশ্ছুপ হয়ে শুনবে সবাই যেন নিঝুম রাতের নীরবতা

আমি শফিক বলছি › বিস্তারিত পোস্টঃ

Visual Studio 2008 ( visual Basic) তে পারদর্শী একজন প্রোগ্রামারের সাহায্য প্রয়োজন

০১ লা জুন, ২০১৩ সকাল ১০:১৬



আমি একটা ডিকশনারী তৈরি করেছি Visual Studio ২০০৮ (visual Basic) দিয়ে । এই ডিকশনারীতে দুইটা textbox and একটা listbox আছে। প্রবলেম হল small and capital letter নিয়ে। listbox এ সব small letter দিয়ে word লেখা। so, Textbox1 এ যদি capital এবং small-capital letter এ মিক্স করে টাইপ করি তাহলে textbox1 সেটা recognize করতে পারে না।



কেউ এই বিষয় নিয়ে হেল্প করলে কৃতজ্ঞ থাকবো



বিদ্রঃ আমি একজন সৌখিন প্রোগ্রামার। খুব একটা ভালো প্রোগ্রামিং জানি না



আমি একটা ডিকশনারী তৈরি করেছি Visual Studio ২০০৮ দিয়ে । এই ডিকশনারীতে দুইটা textbox and একটা listbox আছে। প্রবলেম হল small and capital letter নিয়ে। listbox এ সব small letter দিয়ে word লেখা। so, Textbox1 এ যদি capital এবং small-capital letter এ মিক্স করে টাইপ করি তাহলে textbox1 সেটা recognize করতে পারে না।



কেউ এই বিষয় নিয়ে হেল্প করলে কৃতজ্ঞ থাকবো। আমি প্রজেক্ট টা সেন্ড করলে এডিট করে দিতে পারবেন??



বিদ্রঃ আমি একজন সৌখিন প্রোগ্রামার। খুব ভালো প্রোগ্রামিং জানি না

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০১ লা জুন, ২০১৩ বিকাল ৩:৩৩

জাহিদ_খান বলেছেন: টেক্সটবক্সে small letter / capital letter যাই লেখেন, সেটাকে textBox1.ToString().ToLower() করে নিয়ে লিস্টবক্সে সার্চ করলে আর এই প্রবলেম থাকবে না।

০১ লা জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪

আমি শফিক বলছি বলেছেন: হয় না

২| ১১ ই জুলাই, ২০১৪ রাত ৩:১৩

টিকি টাম টাম বলেছেন: টেক্সটবক্সে keypress event এ এই কোডটা type করুন....
KeyAscii = Asc(LCase(Chr(KeyAscii)))
তারপর দেখুন যাই লেখুন না কেন সব small caps এ লেখা হচ্ছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.