![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা বিয়ে সারাজীবনের কান্না
একটা করে কষ্টে আছি
আরেকটা !!!
স্যরি ভাই, আর না আর না।
আগে যদি জানতাম
বিয়ের জীবন এতো পেরেশানি
হাত মেপে মেপে থাকতাম দশ মাইল দূরে
ভুলেও ধরতাম না তোমার পাণি।
বন্ধু বান্ধব কতো না করেছিলো
আমি ছিলাম বিয়ের জন্য নাছোড়বান্দা
এই জীবনে সুখ এলো না তাই
জীবনভর শুধুই কান্দা।
শিক্ষা হইছে এইবার
ভুলেও যাবো না আর বিয়ের কাছে,
যেই বোকার আজও বিয়ের স্বপ্ন দেখে
তাকে বলি সাবধান ! খবর আছে !!
২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩০
আমি শফিক বলছি বলেছেন: ভাইয়া আমি একটু স্মৃতিভ্রষ্ট মানুষ। ভুল করলে মনে করাইয়া দিয়েন
©somewhere in net ltd.
১|
২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৩
এক্সপেরিয়া বলেছেন: একটা বিয়ে সারা জীবনের কান্না !! মনে থাকে যেন ।